ভাষা শহীদদের স্মরণে ইবির পাঁচ শিক্ষার্থীর ২৫ কি.মি পদযাত্রা
ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) পাঁচ শিক্ষার্থী প্রায় ২৫ কিলোমিটার পথ পায়ে হেঁটে যাত্রা করেছেন। মাতৃভাষা রক্ষায় জীবন উৎসর্গকারী বীর আত্মার প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ শিক্ষার্থীরা কুষ্টিয়ার বঙ্গবন্ধু চত্বর থেকে বিশ্ববিদ্যালয় শহীদ মিনার পর্যন্ত হেঁটে ক্যাম্পাসের শহীদ মিনারে এসে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টায় পায়ে হেঁটে দীর্ঘ যাত্রা শুরু করেন তারা। প্রখর রোদ আর ধুলোমাখা রাস্তা কাটিয়ে প্রায় সাড়ে আট ঘণ্টা হেঁটে বিকেল সাড়ে তিনটায় বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।
শিক্ষার্থীদের মধ্যে একজন বিজন কৃষ্ণ জানান, আমাদের উদ্দেশ্য ছিল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো এবং তাদের আত্মত্যাগের জন্য আমাদের কৃতজ্ঞতা প্রদর্শন করা। আমরা আমাদের ভাষা শহীদদের প্রতি আমাদের ভালবাসা এবং সম্মান দেখানোর জন্য এই দিনে বিশেষ কিছু করতে চেয়েছিলাম। স্কুল-কলেজে প্রভাত ফেরিতে অংশগ্রহণ করলেও বিশ্ববিদ্যালয়ে এসে প্রভাত ফেরিতে অংশ নিতে পারছিলাম না। এখানে কোনো প্রভাত ফেরির আয়োজন করা হয় না। এমতাবস্থায় আমরা নিজেরাই প্রভাত ফেরিতে আয়োজন করি এবং কুষ্টিয়ার বঙ্গবন্ধু ভাস্কর্য থেকে যাত্রা শুরু করি।
অপর এক ছাত্র নাদিম মাহমুদ বলেন, এটা ছিল একটি দীর্ঘ এবং ক্লান্তিকর যাত্রা। কিন্তু আমরা আনন্দিত যে আমরা এটি শেষ করতে পেরেছি। আমাদের ভাষা আন্দোলনের নায়কদের প্রতি আমাদের সম্মান দেখানোর এটি ছিল আমাদের সাধ্যের মধ্যে ছোট্ট একটা আয়োজন।
এতে অংশগ্রহণ করেন 'ল' এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট' বিভাগের চার শিক্ষার্থী বিজন কৃষ্ণ রায়, রোকনুজ্জামান রায়হান, সোয়েব আফজাল, নাদিম মাহমুদ এবং আল ফিক এন্ড লিগ্যাল স্টাডিস বিভাগের মামুন হোসেন।