আশ্বাসে অনশন ভাঙল কুবির শিক্ষার্থীরা



কুবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
আশ্বাসে অনশন ভাঙল কুবির শিক্ষার্থীরা

আশ্বাসে অনশন ভাঙল কুবির শিক্ষার্থীরা

  • Font increase
  • Font Decrease

প্রশাসনের আশ্বাসে সাড়ে ২৩ ঘণ্টা পর অনশন ভাঙল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির চার নেতা।

সোমবার (২০ মার্চ) বিকাল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. হুমায়ুন কবির ও ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান নেতাকর্মীদের পানি পান করিয়ে তাদের অনশন ভাঙান।

এ বিষয়ে জানতে চাইলে অনশনকারী সালমান চৌধুরী বলেন, প্রশাসন আমাদের আশ্বাস দিয়েছে যে আমাদের দাবি দাওয়া তারা পূরণ করবে। সেই কারণেই আমরা অনশন ভেঙেছি। আমাদের দুই জনের (এনায়েত উল্লাহ ও সালমান চৌধুরী) ওপর যে বহিষ্কার আদেশ ছিলো সেটা সাময়িক স্থগিত করা হয়েছে। আমরা এখন ক্লাস পরীক্ষা দিতে পারবো। তবে আমরা সেদিনই সন্তুষ্ট হবো যেদিন আমাদের পাঁচ দফা দাবির দৃশ্যমান বাস্তবায়ন হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, তারা যদি আমার বিরুদ্ধে কোন প্রমাণ দেখাতে পারে তাহলে আমি নিজেই পদত্যাগ করবো। তাদের যে দাবি দাওয়া ছিলো সেটা বিশ্ববিদ্যালয়ের আইন মেনে বাস্তবায়ন করা হবে। এখন থেকে হলে সন্ধ্যাকালীন কোর্সের কেউ থাকতে পারবে না।

উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন বলেন, এখন থেকে ক্যাম্পাসে অছাত্র কেউ প্রবেশ করতে পারবে না। সকলকেই আইডি কার্ড দেখিয়ে ক্যাম্পাসে প্রবেশ করতে হবে। দুজন শিক্ষার্থীকে যে সাময়িক বহিষ্কার করা হয়েছিল তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। পরবর্তীতে তদন্ত কমিটি গঠন করে সিন্ডিকেটে তদন্ত রিপোর্ট পেশ করা হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। এছাড়া প্রক্টরের বিরুদ্ধে যে মৌখিক অভিযোগ এনেছিলো তারা সে ব্যাপারে যদি কোন প্রমাণ নিয়ে আসে তাহলে আমি অবশ্যই ব্যবস্থা নেবো।

এর আগে, গত ৮ মার্চ বিশ্ববিদ্যালয় সংলগ্ন এক মসজিদের সামনে মারধরের শিকার হন শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ ও একই হল শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সালমান চৌধুরী। পরবর্তীতে ক্যাম্পাসে পাঁচ ঘণ্টা অবস্থান করে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে গিয়ে দেড় ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখেন মারধরের বিচারের দাবিতে। এরপর গত ৯ মার্চ ও ১৪ মার্চ সংবাদ সম্মেলন করে ছয়দিনের কর্মসূচি ঘোষণা করেছিল। সর্বশেষ গত ১৯ মার্চ সংবাদ সম্মেলন করে আমরণ অনশনের ঘোষণা দিয়ে একই দিন বিকাল চারটায় অনশনে বসে।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির নেতাকর্মীরা পাঁচ দফা দাবি আদায়ে নানা কর্মসূচি পালন করে। পাঁচ দফা দাবিগুলো হলো- প্রক্টরের পদত্যাগ, হামলাকারীদের দ্রুত সময়ের মধ্যে গ্রেপ্তার ও বিশ্ববিদ্যালয় বাদী হয়ে মামলা এবং বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আইনি পরামর্শক নিয়োগ করতে হবে। একই সঙ্গে অছাত্র, বহিরাগত ও একাধিক মামলার আসামিদের হলে ওঠা এবং বিশ্ববিদ্যালয়ে প্রবেশ আজীবনের জন্য নিষিদ্ধ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীর (এনায়েত উল্লাহ ও সালমান চৌধুরী) সাময়িক বহিষ্কারাদেশ প্রত্যাহার এবং বিশ্ববিদ্যালয় পরিবারের সকল স্তরের স্টেকহোল্ডারদের সার্বক্ষণিক নিরাপত্তা প্রদান।

রাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু



রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাজশাহী
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান ও ভূ-বিজ্ঞান অনুষদভুক্ত 'সি' ইউনিটের প্রথম শিফটের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে।

সোমবার (২৯ মে) সকাল ৯টা থেকে ভর্তি পরীক্ষা শুরু হয়। 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ২৬টি বিভাগের আওতাভুক্ত এই ইউনিটে চূড়ান্ত আবেদনকৃত সর্বমোট ৭৫ হাজার ৮৫১ জন শিক্ষার্থীর মধ্যে প্রথম শিফটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১০০০১-২৮৫৭৪ পর্যন্ত রোলধারী পরীক্ষার্থীরা।

এছাড়া এই ইউনিটের দ্বিতীয় শিফটে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩০০০১-৪৮৫৭৪ রোল, তৃতীয় শিফট দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত ৫০০০১-৬৮৫৭৪ রোল ও চতুর্থ শিফট বেলা সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত বিজ্ঞানের ৭০০০১-৮৮৫৭৩ রোলের শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর বিশ্ববিদ্যালয়টিতে আগামীকাল 'এ' ও পরদিন মঙ্গলবার 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণ করবে যথাক্রমে ৭২ হাজার ৬৫ এবং ৩০ হাজার ৬৭৫ জন শিক্ষার্থী।

প্রসঙ্গত, এবারে কোটাসহ ৪ হাজার ৪৬৭ টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় বসবে মোট ১ লক্ষ ৭৮ হাজার ৫৯১ জন শিক্ষার্থী। এর মধ্যে পুরুষ আবেদনকারীর সংখ্যা ১ লক্ষ ৮৩৮ টি এবং নারী আবেদনকারীর সংখ্যা ৭৭ হাজার ৭৫৩ টি। এবার একক আবেদনকারীর সংখ্যা ১ লক্ষ ৫৫ হাজার ৮১৬ টি। ৮০টি বহুনির্বাচনী প্রশ্নে ১০০ নম্বরের এই ভর্তি পরীক্ষা এক ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে। এতে চারটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা হবে।

;

মেয়ে সেজে প্রেম, ১৮ লাখ টাকা হাতিয়ে নিল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী



হাবিপ্রবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

প্রতারণার মাধ্যমে ১৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশবিদ্যালয়ের (হাবিপ্রবি) শিক্ষার্থী সুজন সরকারের (২৩) বিরুদ্ধে।

ফেসবুকে জান্নাতুল নাহিমা (অচেনা পথিক) নামে একটি ভুয়া আইডি খুলে নবাবগঞ্জের ফরিদুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন অভিযুক্ত সুজন সরকার। প্রেমিকের কাছ থেকে কৃষি প্রজেক্টের কথা বলে নগদ ও বিকাশের মাধ্যমে ১৮ লাখ টাকা হাতিয়ে নেয়। এসব প্রতারণার অভিযোগে ওই শিক্ষার্থী এবং তার এক সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৮ মে) বিকাল সাড়ে ৪টার দিকে প্রেস বিফ্রিংয়ে বিষয়টি জানান, নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ। তিনি জানান, আসামিদের বিকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

এর আগে শনিবার রাত ৮টার দিকে বিশবিদ্যালয়ের সামনে বাঁশের হাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

সুজন সরকার হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশবিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী ও বীরগঞ্জের সাদুল্লাপাড়া এলাকার গোপাল সরকারে ছেলে। তার সহযোগী সদর উপজেলার মুজাহিদপুর এলাকার দয়াল চন্দ্র রায়ের ছেলে ভগদীশ চন্দ্র রায় (৩০)।

গ্রেফতারের সময় আসামি সুজন সরকারের নিকট হতে প্রতারণার কাজে ব্যবহৃত সিমসহ একটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি সুজন সরকার ভিকটিম মো. ফরিদুল ইসলামের নিকট হতে প্রতারণার মাধ্যমে ১৪ লাখ টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেন। এরপর প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় কাগজপত্রসহ গ্রেফতার করে তাদের আদালতে পাঠানো হয়।

;

পদোন্নতির দাবিতে ফের আন্দোলনে রুয়েট শিক্ষকরা, অবরুদ্ধ উপাচার্য



রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
পদোন্নতির দাবিতে ফের আন্দোলনে রুয়েট শিক্ষকরা

পদোন্নতির দাবিতে ফের আন্দোলনে রুয়েট শিক্ষকরা

  • Font increase
  • Font Decrease

যোগ্যতা প্রাপ্তির তারিখ থেকে পদোন্নতির দাবিতে ফের উপাচার্যের কার্যালয়ে অবস্থান কর্মসূচি করছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষকেরা।

রোববার (২৮) বেলা পৌনে ১২টা থেকে শুরু করে এই প্রতিবেদন লিখা পর্যন্ত (বিকেল সাড়ে ৪টা) ভারপ্রাপ্ত উপাচার্যকে অবরুদ্ধ করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বিশ্ববিদ্যালয়টির প্রায় অর্ধশতাধিক শিক্ষক।

আন্দোলনরত শিক্ষকেরা বলছেন, পদোন্নতির সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন তারা।

আন্দোলনরত শিক্ষকদের অভিযোগ, সব শর্ত পূরণ করেও গত ১৫ মাসে অন্তত ৮০ জন শিক্ষক তাদের ন্যায্য পদোন্নতি ও আপগ্রেডেশন থেকে বঞ্চিত হচ্ছেন। এ নিয়ে বিশ্ববিদ্যালয় উপাচার্যকে বার বার বলার পর কোনো সমাধান না পাওয়ায় চারদিন ক্লাসে বিরত থাকাসহ গত মাস থেকে নানাভাবে আন্দোলন করছেন তারা। তারপরও কোনো সমাধান না পাওয়ায় আজ উপাচার্যের কার্যালয়ে অবস্থান নিয়েছেন তারা।

জানতে চাইলে আন্দোলনরত শিক্ষকেরা বলেন, রুয়েট কর্তৃপক্ষ সাধারণত প্রতি বছর নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে শিক্ষকদের পদোন্নতি ও আপগ্রেড করে থাকে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের নিয়মিত উপাচার্য না থাকায় গত বছরের ফেব্রুয়ারিতে শেষ বিজ্ঞপ্তির পর আর কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করা হয়নি। ফলে সকল যোগ্যতা পূরণ করা সত্ত্বেও দীর্ঘদিন যাবত তাদের পদোন্নতি হচ্ছে না। তাই পদোন্নতির দাবিতেই আজকের (রোববার) অবস্থান কর্মসূচি করছেন তারা। এ বিষয়ে কোনো সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবেন বলে জানান তারা।

এ বিষয়ে জানতে রুয়েটের ভারপ্রাপ্ত উপাচার্য অ্যধাপক ড. সাজ্জাদ হোসেনের মুঠোফোনে কল দেওয়া হলে তিনি কল কেটে দেন।

;

মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক ওয়েবিনার অনুষ্ঠিত



নিউজ ডেক্স, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আয়োজিত আন্তর্জাতিক ওয়েবিনার শুক্রবার (২৬ মে) বাংলাদেশ সময় রাত আট টায় অনুষ্ঠিত হয়। এতে ভার্চুয়ালি 'দক্ষিণ এশিয়ায় নির্বাচনী রাজনীতি: দেশভাগের অভিজ্ঞতা, গণতন্ত্র ও সুশাসনের চ্যালেঞ্জ' শীর্ষক বক্তৃতা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের প্রফেসর এবং বার্তা২৪.কম'র অ্যাসোসিয়েট এডিটর ড. মাহফুজ পারভেজ।

আন্তর্জাতিক ওয়েবিনারে সভাপতিত্ব করেন কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক এবং কলা অনুষদের সাবেক ডিন ড. অনিন্দ্যজ্যোতি মজুমদার। প্রধান পৃষ্ঠপোষক রূপে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. রূপ কুমার বর্মণ। এ আয়োজনে পৃষ্ঠপোষকতা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অরূপ শীল আর আহ্বায়কের দায়িত্ব পালন করেন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের রাষ্টবিজ্ঞান বিভাগের সমন্বয়ক ড. শুভজিত ঘোষ।

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ আয়োজিত আন্তর্জাতিক ওয়েবিনারে দেশবিদেশের বিপুল সংখ্যক শিক্ষক ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে কোনো রেজিস্ট্রেশন ফি নেওয়া হয়নি এবং অংশগ্রহণকারীদের সার্টিকিকেট দেওয়া হয়।

উপাচার্য অধ্যাপক ড. রূপ কুমার বর্মণ বলেন, আন্তর্জাতিক ওয়েবিনারের আয়োজন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের বিদ্যায়তনিক গতিশীলতাকে আরো বেগবান করবে এবং আন্তর্জাতিক অ্যাকাডেমি যোগাযোগ, বিশেষত সুপ্রতিবেশী ভারত ও বাংলাদেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানসমূহ ও গবেষকদের মধ্যে মেলবন্ধন সুদৃঢ় করবে। তিনি বলেন, মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক ওয়েবিনার সিরিজ অব্যাহত থেকে ভারতের নানা প্রান্তের মানবিক ও সামাজিক বিজ্ঞানের নানা শাখার পণ্ডিত ও গবেষকদের সঙ্গে বাংলাদেশ ও বিশ্বের গবেষক সম্প্রদায়ের মিথষ্ক্রিয়ার মাধ্যমে উচ্চতর জ্ঞানচর্চায় ধারাকে প্রসারিত করতে সচেষ্ট থাকবে।

;