জাবিতে 'মানবতার স্পর্শ ফাউন্ডেশনের' ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন

মানবতার স্পর্শ ফাউন্ডেশন
হাঁটি হাঁটি পা পা করে তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করল মানবতার স্পর্শ ফাউন্ডেশন।
শনিবার (১৬ সেপ্টেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
"হাসি মুখে দুঃখ ভুলে মানবতার মহৎ কাজে" এই স্লোগানকে কেন্দ্র করে এগিয়ে যাচ্ছে মানবতার স্পর্শ ফাউন্ডেশন। বিগত বছরগুলোতে এই ফাউন্ডেশনের পক্ষ থেকে ফ্রি ব্লাড ক্যাম্পেইন ও মেডিকেল ক্যাম্পেইন এর আয়োজন করা হয়েছে। সাংস্কৃতিক কার্যক্রমের মধ্যে কুইজ প্রতিযোগিতা, গান, নাচ ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতার আয়োজন করে আসছে সেচ্ছাসেবী সংগঠনটি।
শিক্ষামূলক কার্যক্রমের মধ্যে "আমার টাকায় পড়বে আমার সহপাঠী" প্রজেক্ট এর পাশাপাশি অচ্ছল শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম চলমান রাখার জন্য এককালীন সহয়তা প্রদান প্রজেক্ট নিয়েও কাজ চলমান রয়েছে।
বিগত বছরের কার্যক্রমের উপর ভিত্তি করে সক্রিয় কর্মী হিসেবে নির্বাচিত হয়েছেন মাহিদ রহমান ও সাদমান তানিম। এ সময় তাঁদের হাতে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেওয়া হয়।
প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি সাব্বির আহমেদ, পিএস। তিনি বলেন, মানবিক ও স্বেচ্ছাসেবী কাজের জন্য সবচেয়ে প্রয়োজনীয় হচ্ছে নিজের সদিচ্ছা। এই কাজ কেউ কাউকে জোর করে করাতে পারে না। নিজ থেকে এই কাজের প্রতি আগ্রহ থাকতে হবে। তবেই মানবতার সেবায় নিজেকে নিয়োজিত করা যাবে। নিঃস্বার্থ ভাবে অন্যের উপকারের যাবে।
এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্যাক্স হিল ওপেন স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক ও উডব্যাজার জনাব মামুন খান, ঢাকা বিভাগীয় সিনিয়র রোভার মেট প্রতিনিধি জনাব এম আবির হাসান, বাঁধন এর কেন্দ্রীয় পরিষদের দপ্তর সম্পাদক জনাব মাহবুবার রহমান ও ফুডপান্ডা বাংলাদেশ লিমিটেডের এরিয়া অপারেশন ম্যানেজার জনাব আহসান হাবীব। এছাড়া উপস্থিত ছিলেন আমাদের ফাউন্ডেশনের সদস্যসহ আমন্ত্রিত অন্যান্য অতিথিবৃন্দ।