চবি সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে ঢাবির সাংবাদিক সমিতি



ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকের উপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ডুজা)।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) সদস্য ও দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোশাররফ শাহের ওপর ছাত্রলীগ নেতাকর্মীদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি।

সোমবার (২৫ সেপ্টেম্বর) ডুজার সভাপতি আল সাদী ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মহিউদ্দিন মুজাহিদ মাহি এক যৌথ বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণমাধ্যমসুত্রে জানা গেছে, রোববার (২৪ সেপ্টেম্বর) দৈনিক প্রথম আলোর চবি প্রতিনিধি মোশাররফ শাহ তার পেশাগত কাজে উপাচার্য কার্যালয়ের দিকে যাওয়ার পথে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সদ্য সাবেক সভাপতি রেজাউল হক রুবেলের অনুসারীরা তার ওপর অতর্কিত হামলা চালায়। এসময় তারা মোশাররফকে এলোপাতাড়ি কিলঘুষির মাধ্যমে শারীরিক জখম ও মানসিকভাবে লাঞ্ছিত করে। এছাড়া, ছাত্রলীগ নিয়ে কোনোরকম প্রতিবেদন না করতে তাকে হুমকি প্রদান করে হামলাকারী ছাত্রলীগ নেতাকর্মীরা।

এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ডুজা নেতৃবৃন্দ বলেন, মোশাররফ শাহের ওপর হামলা দেশের সামগ্রিক সাংবাদিকতার অনিরাপদ পরিবেশের প্রতিভূ। সাংবাদিকরা নিজেদের দায়বদ্ধতা ও পেশাগত দায়িত্বের অংশ হিসেবে নিরপেক্ষভাবেই যেকো্নো সংবাদ পরিবেশন করে থাকেন। এক্ষেত্রে কেউ সংক্ষুদ্ধ হলে তার প্রতিবাদ জানানোর ও প্রতিকারের নিয়মতান্ত্রিক উপায় আছে। কিন্তু, তা বেছে নেওয়ার পরিবর্তে পেশীশক্তি দিয়ে সাংবাদিকতাকে রুখে দেওয়ার চেষ্টা দেশের সংবিধানস্বীকৃত সাংবাদিকতার স্বাধীনতার ধারণার পরিপন্থী। এধরনের কর্মকাণ্ড সমাজকে আইনের শাসনহীনতা ও নৈরাজ্যের দিকে ঠেলে দেয়।

বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, আমরা মনে করি, যারা সত্যকে ভয় পায়, একমাত্র তারাই স্বাধীন সাংবাদিকতাকে ভয় পায়। এ কারণেই 'সাংবাদিকতার অনুপস্থিতিতে' নিজেদের কুকর্মের স্বাধীনতা ও ক্রমবিস্তার চায় তারা। মোশাররফকে হুমকির মধ্য দিয়েই এটিই প্রমাণ হয়েছে।

বিবৃতিতে অতীতের উদাহরণ দিয়ে বলা হয়, ইতোপূর্বেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের ওপর একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। তবে, সব ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ঠুটো জগন্নাথের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল। দু'একটি ঘটনায় কিছু অপরাধীকে সাময়িক সময়ের জন্য বহিষ্কার করলেও অদৃশ্য কারণে সেই বহিষ্কারাদেশ আবার প্রত্যাহারও করেছে। আমরা আশা করি, এ ঘটনায় প্রশাসন সুষ্ঠু তদন্তের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবে। অন্যথায়, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি দেশের অন্য ক্যাম্পাস সাংবাদিকদেরকে নিয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

ছাত্রলীগের উদ্দেশ্যে বলা হয়, ঘটনার দোষীদের শাস্তি নিশ্চিতে ছাত্রলীগের প্রতি আহ্বান জানিয়ে ভুজা নেতৃবৃন্দ বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের পুণঃপুণ প্রতিশ্রুতি সত্ত্বেও এ ধরনের হামলার ঘটনা অত্যন্ত হতাশাজনক। আমরা বিশ্বাস করতে চাই, ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ না করার যে হুমকি, এর সাথে ছাত্রলীগ একমত নয়। তাই, এ ঘটনায় অভিযুক্ত নেতাকর্মীদের যথাযথ শাস্তি নিশ্চিতের মাধ্যমে নিজেদের অবস্থান সমুন্নত রাখার জন্য ছাত্রলীগের প্রতি উদাত্ত আহ্বান জানাই।

   

ইসলামিক স্টাডিজ বিভাগে বৈষম্যের প্রতিবাদে চবি শিক্ষার্থীদের মানববন্ধন



চবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা ২৪.কম

ছবি: বার্তা ২৪.কম

  • Font increase
  • Font Decrease

এনটিআরসিএ কর্তৃক প্রকাশিত ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তিতে ইসলামিক স্টাডিজ বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রীপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রভাষক ও সহকারী মৌলভী পদ থেকে বঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে বেলা এগারোটার দিকে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভাগের সভাপতি প্রফেসর ড. আ.ন. ম. আব্দুল মাবুদ বলেন, আজকে আমার বিভাগের শিক্ষার্থীদের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে আমি তাদের একজন অভিভাবক হিসেবে পাশে এসে দাঁড়িয়েছি। আমাদের বিভাগের শিক্ষার্থীরা কুরআন, হাদিস, আরবি ফিকহ সহ সকল বিষয়ে অধ্যায়ন করে যোগ্য হয়ে গড়ে ওঠে। সুতরাং তাদেরকে বঞ্চিত করা কোনভাবে কাম্য নয়। আমরা এনটিআরসি কর্তৃক আঠারোতম শিক্ষক নিবন্ধন বিজ্ঞপ্তি বাতিলের জন্য জোর দাবি জানাচ্ছি। একই সাথে দ্রুত সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশের অনুরোধ করছি। অন্যথায় শিক্ষার্থীরা কঠোর আন্দোলন করতে বাধ্য হবে।

বিভাগটির শিক্ষার্থী ও এ্যালামনায় এসোসিয়েশনের সদস্য আবু সালতান বলেন, বিগত ১ম হতে ১৭তম নিবন্ধন পরীক্ষা পর্যন্ত স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে উত্তীর্ণ শিক্ষার্থীরা মাদ্রাসার সহকারী মৌলভি ও আরবী প্রভাষক পদে আবেদন করতে পেরেছিলো। কিন্তু ১৮ সালের সংশোধিত নীতিমালায় ইসলামিক স্টাডিজ বিভাগের সাথে বৈষম্যমূলক আচরণ করে বাদ দেওয়া হয়েছে। অথচ আরবি বিভাগের ৯৯% সিলেবাস ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত। সুতরাং এই নীতিমালা সম্পূর্ণ অযৌক্তিক।

;

জাবির রেজিস্ট্রারের পূর্ণ দায়িত্ব পেলেন আবু হাসান



জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) রেজিস্ট্রারের পূর্ণ দায়িত্ব পেলেন শিক্ষা শাখায় কর্মরত থাকা ডেপুটি রেজিস্ট্রার মো. আবু হাসান।

সোমবার (৪ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে গত ২৫ জুন এক অফিস আদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের এ্যাক্টের ১২(৬) ধারা অনুযায়ী রেজিস্ট্রার অফিসের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) মো. আবু হাসানকে গত ৬ জুলাই পূর্বাহ্ন হতে ছয় মাসের জন্য রেজিস্ট্রারের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়।

এ ব্যাপারে রেজিস্ট্রার মো. আবু হাসান বলেন, 'আমার কখনও মনে হয়নি আমি ভারপ্রাপ্ত ছিলাম। তখন যেভাবে দায়িত্ব পালন করেছি এখনও যথাযথ ভাবে সেই দায়িত্ব পালন করতে চাই। এই দায়িত্বে আমাকে সুবিবেচনায় রাখার জন্য উপাচার্যসহ সিন্ডিকেট সদস্যদেরকে ধন্যবাদ জানাই।'

প্রসঙ্গত, মো. আবু হাসান পাবনার ফরিদপুর উপজেলায় ১৯৬২ সালের ১ জুন জন্মগ্রহণ করেন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যায়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। তিনি ২০০০ সালের ২০ ডিসেম্বর সহকারী রেজিস্ট্রার হিসেবে বিশ্ববিদ্যালয়ে্র চাকুরিতে যোগ দেন। বিশ্ববিদ্যালয়ে যোগ দেওয়ার আগে পর্যন্ত টাঙ্গাইলের দেলদুয়ার থানায় অবিস্থিত সৈয়দ মহব্বত আলী ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক পদে কর্মরত ছিলেন।

এছাড়া তিনি কর্মময় জীবনে ২০০৯ সালের জানুয়ারি মাসে উপ-রেজিস্ট্রার পদে পদোন্নতি পান। এরপর এস্টেট শাখা, টিচিং শাখা ও কাউন্সিল শাখার দায়িত্ব পালন করেন।পরে ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) হিসেবে দায়িত্ব পালন করেন।

;

সাংবাদিক নিযার্তনের ঘটনায় জাবির ৪ শিক্ষার্থী বহিষ্কার



জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

সাংবাদিক নির্যাতনের ঘটনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের ৪ কর্মীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও জরিমানা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া দুইজন শিক্ষার্থীকে জরিমানা ও সতর্ক করা হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) উপাচার্য অধ্যাপক নূরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সিন্ডিকেট সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।

এদের মধ্যে উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আমিনুর রহমান সুমনকে ৬ মাসের বহিষ্কার ও ১৫ হাজার টাকা জরিমানা, ভূতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের মোঃ তাওসিফ সারারকে (তুনান) ৬ মাসের বহিষ্কার ও ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সাংবাদিক নির্যাতনের ঘটনায় উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মোঃ নাঈম হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা ও ৩ মাসের বহিষ্কার, এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী হৃদয় রায়কে ১০ হাজার টাকা জরিমানা ও ৩ মাসের জন্য বহিষ্কার করা হয়। অন্যদিকে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ হোসাইন জিদান ও আবদুল্লাহ আল আদনানকে পাঁচ হাজার টাকা জরিমানা ও সতর্কীকরণ নোটিশ দেয়া হয়।

বহিষ্কৃত সকলেই বিশ্ববিদ্যালয়ের ৪৮ ব্যাচ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। তবে আব্দুল্লাহ আল আদনান শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক এবং বাকিরা সবাই শাখা ছাত্রলীগের সক্রিয় কর্মী।

প্রসঙ্গত, গত ২১ আগস্ট রাতে নিজ আবাসিক হলের সামনে ছাত্রলীগের কর্মীদের হাতে মারধরের শিকার হন বার্তা সংস্থা ইউএনবির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসিফ আল মামুন। হলের গেস্টরুমে ছাত্রলীগের সভার ভিডিও করা সন্দেহে তাকে মারধর করা হয়। তখন তিনি একই হলের আবাসিক ছাত্র ও সাংবাদিক পরিচয় দিলে তিনি পুনরায় মারধরের শিকার হন।

;

জবিতে মাইগ্রেশন হওয়া শিক্ষার্থীদের কাগজপত্র জমাদানের নির্দেশ



জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান ও বিবিএ প্রথম বর্ষে গুচ্ছভুক্ত অন্য বিশ্ববিদ্যালয় থেকে অটো মাইগ্রেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাগজপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান।

এর আগে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান ও বিবিএ প্রথম বর্ষে চূড়ান্ত ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যারা গুচ্ছভুক্ত অন্য বিশ্ববিদ্যালয় থেকে অটো মাইগ্রেশন করে অত্র বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে তাদের এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল নম্বরপত্র আগামী ১২ ডিসেম্বর তারিখের মধ্যে অফিস সময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট ডিন অফিসে জমা দিতে হবে।

;