রাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

  • রাবি করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, রাজশাহী 
  • |
  • Font increase
  • Font Decrease

রাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

রাবি শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সমাজকর্ম বিভাগের স্নাতকোত্তরের ও শহীদ শামসুজ্জোহা হলের আবাসিক শিক্ষার্থী ফুয়াদ আল খতিবের হলকক্ষে মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে হল প্রশাসন। চার সদস্যবিশিষ্ট এই কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. একরামুল ইসলাম।

বিজ্ঞাপন

হল প্রাধ্যক্ষ অধ্যাপক একরামুল ইসলাম জানান, হলের আবাসিক শিক্ষক ড. হুমায়ুন কবিরকে আহ্বায়ক করে গঠিত এই কমিটিতে হলের আরও তিন আবাসিক শিক্ষক মো. রবিউল ইসলাম, ড. ইসমাইল হোসেন, কে. এম. মনিরুল ইসলামকে সদস্য করা হয়েছে। কমিটিকে আগামী ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এছাড়া বিষয়টি নিয়ে পুলিশ, সিআইডি ও পিবিআই তদন্ত করছে।

জানতে চাইলে তদন্ত কমিটির আহ্বায়ক ড. হুমায়ুন কবির বলেন, আমরা ইতোমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করে দিয়েছি। আশা করছি, নির্ধারিত সময়ের মধ্যে আমরা এর সুষ্ঠু তদন্ত করে প্রতিবেদন জমা দিতে পারব।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, গত শনিবার রাতে বাড়ি থেকে ফিরে শহীদ শামসুজ্জোহা হলের নিজের ১৮৪ নম্বর কক্ষে অবস্থান করছিল ফুয়াদ আল খতিব। পরদিন রোববার বেলা ৩টায় পার্শ্ববর্তী কক্ষের শিক্ষার্থীরা তার কক্ষে প্রবেশ করলে তাকে অস্বাভাবিক অবস্থায় দেখতে পায়। এসময় তার মুখ দিয়ে রক্ত পড়ছিল ও শরীরে লাল দাগ ছিল। তাৎক্ষণিক অ্যাম্বুলেন্সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মারা যাওয়ার দিন তার কক্ষের দরজা ভেতর থেকে খোলা ছিল বলে জানা গেছে।