অভিজ্ঞতা অর্জনে সুপ্রিম কোর্টে চবি আইন অনুষদের শিক্ষার্থীরা

  • চবি করেসপন্ডেন্ট বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের উদ্যোগে বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের লক্ষ্যে সুপ্রিম কোর্টে একদল শিক্ষার্থী ভ্রমণ করেছেন।

গত বুধবার ও বৃহস্পতিবার (৮ ও ৯ মে) দুই দিনব্যাপী বিচারপতির অনুমোদনক্রমে ও সুপ্রীম কোর্ট প্রশাসনের সহযোগিতায় ৩য়, ৪র্থ বর্ষ ও এল.এল.এম এ অধ্যয়নরত ৫০ জন শিক্ষার্থীকে নিয়ে আয়োজন করে অনুষদটি।

বিজ্ঞাপন

এ সময় আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রকিবা নবী ও অধ্যাপক ড. আসমা বিনতে শফিক উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীরা এই সময় কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ করেছে। দুদিনব্যাপী কার্যক্রমের শুরুতে সুপ্রীম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মো: গোলাম রব্বানী বলেন, বিচারিক কার্যক্রম পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তবিক জ্ঞান অর্জন করতে সক্ষম হবে। সুপ্রীম কোর্ট বিষয়ক তথ্যচিত্র পরিবেশন করা হয়৷ উদ্বোধনী সেশনে সুপ্রীম কোর্ট প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরবর্তীতে শিক্ষার্থীরা ৩ টি গ্রুপে বিভক্ত হয়ে প্রথমত আপীল বিভাগ ও পরে হাইকোর্ট বিভাগের বিভিন্ন বেঞ্চের বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। এছাড়া শিক্ষার্থীরা স্মারক সৌধ " স্মৃতি চিরঞ্জীব" এবং সুপ্রীম কোর্ট জাদুঘর পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

এদিন বিকাল চারটায় শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলএলএম এসোসিয়েশন (চুলা) র উদ্দ্যেগে " নলেজ & এক্সপেরিয়েনস শেয়ারিং" শিরোনামে আয়োজিত সেমিনারে অংশগ্রহণ করে। সেমিনারে বিজ্ঞ অ্যাটর্নি -জেনারেল এ এম আমিন উদ্দীন প্রধান অতিথি হিসেবে এবং অতিরিক্ত অ্যাটর্নি - জেনারেল শেখ গোলাম মুরশেদ, সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি সিনিয়র অ্যাডভোকেট মাহবুব উদ্দীন খোকন ও সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট শাহ মনজুরুল হক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল সেমিনারে অংশগ্রহণকারী ছাত্র -ছাত্রীদের আইন পেশার ইতিবাচক বিভিন্ন বিষয়ে আলোকপাত করে আইন পেশায় যোগদানের বিষয়ে উৎসাহ প্রদানমূলক বক্তব্য প্রদান করেন।সেমিনার শেষে আইন সম্পর্কিত বিভিন্ন পেশা বিষয়ক প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন। দ্বিতীয় দিনও শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে হাইকোর্ট বিভাগের বিভিন্ন বেঞ্চের কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে আয়োজিত সুপ্রীম কোর্টের বিচারিক কার্যক্রম পর্যবেক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা বাস্তবিক অভিজ্ঞতা অর্জন করতে পারায় সকলে সন্তোষ প্রকাশ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা সর্বোচ্চ আদালতের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করার সুযোগ পাওয়ায় সুপ্রীম কোর্ট প্রশাসন এবং প্রাণবন্ত সেমিনার আয়োজন করাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলএলএম এসোসিয়েশন ( চুলা) র নিকট কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেছে।