ইবির আন্তঃবিভাগ ফুটবলে হাঁটু গেড়ে জুলাইয়ের শহীদের স্মরণ

  • ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চলমান আন্তঃবিভাগ ও আন্তঃহল প্রতিযোগিতা ২০২৪ এর স্পোর্টস সাইন্স এবং আরবি ভাষা ও সাহিত্য বিভাগের মধ্যকার প্রথম রাউন্ডের ম্যাচে হাঁটু গেড়ে বসে এক মিনিট নিরবতা পালনের মাধ্যমে জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহীদের স্মরণ করেছেন খেলোয়াড়েরা।

সোমবার (১১ নভেম্বর) দুপুর ১২ টায় অনুষ্ঠিত দিনের দ্বিতীয় খেলায় শহীদদের স্মরণে এবং তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

বিজ্ঞাপন

ম্যাচে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগ ১-০ গোলে আরবি ভাষা ও সাহিত্য বিভাগকে পরাজিত করে। দলের হয়ে জয়সূচক গোল করেন রোমান। এছাড়াও দিনের অপর দুই খেলায় রাষ্ট্রবিজ্ঞান ও বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ নিজ নিজ খেলায় জয়লাভ করে।

খেলোয়াড়েরা জানান, ২৪ এর গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তারা আমাদেরই ভাই,বোন। তাদের আত্মত্যাগের প্রতিদান আমরা কোনভাবেই দিতে পারবো না। আমরা আজকের এই খেলার মধ্য দিয়ে তাদের আত্মত্যাগকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি।

বিজ্ঞাপন

এছাড়াও বলেন, এই যে আমাদের বিশ্ববিদ্যালয়ের এই আন্তঃবিভাগ খেলা চলছে। পূর্বের খেলাগুলোতে এই ২৪ এর পরাজিত শক্তিদের ছায়া থাকায় আমরা স্বাধীনভাবে খেলতে পারতাম না। কিন্তু আমাদের শহীদ ভাইদের আত্মত্যাগ আজকের এই স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন। তাই আমরা তাদের কখনো যেনো ভুলে না যাই সেজন্য আজকের এই সম্মান প্রদর্শন।