কুবির পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্য’র নেতৃত্বে তামিম-একা

  • কুবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

কুবির পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্য’র নেতৃত্বে তামিম-একা

কুবির পরিবেশবাদী সংগঠন অভয়ারণ্য’র নেতৃত্বে তামিম-একা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিবেশবিষয়ক সংগঠন অভয়ারণ্য’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির সভাপতি নির্বাচিত হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তামিম মিয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই বিভাগের শিক্ষার্থী একা তালুকদার।

সোমবার (১১ নভেম্বর) সংগঠনের সদ্য সাবেক সভাপতি আব্দুল্লাহ আল সিফাত ও সাধারণ সম্পাদক কাতিব হাসান মুরাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এই তথ্য জানা যায়।

বিজ্ঞাপন

এছাড়া কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন বাংলা বিভাগের শিক্ষার্থী এমদাদুল হক, গণিত বিভাগের শিক্ষার্থী ওয়াহিদ জামান, ও ফিনান্স ও ব্যাংকিং বিভাগের শিক্ষার্থীর রঞ্জন ভৌমিক।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে শিক্ষার্থী আদনানুল আলম ও আইন বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ মেহেরাজ হোসেন, সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী জাফরিন আলম জ্যোতি, ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী ফাহমিদা কানন, অর্থ সম্পাদক হিসেবে রয়েছেন আইন বিভাগে শিক্ষার্থী শাহপরান রাজু, দপ্তর সম্পাদক হিসেবে রয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী মাহমুদা আক্তার সেতু, প্রচার সম্পাদক হিসেবে রয়েছেন আইন বিভাগের শিক্ষার্থী উম্মে হাবিবা।

বিজ্ঞাপন

এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিক বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান, আরমান আলিফ ও কিফায়াত উল হক।

উল্লেখ্য, এই কার্যনির্বাহী কমিটি আগামী এক বছর দায়িত্ব পালন করবে।