ইবিতে শিক্ষক আহতের প্রতিবাদে বিক্ষোভ

  • ইবি প্রতিনিধি, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাসে সিট রাখাকে কেন্দ্র করে আইন বিভাগ ও আল ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের মারামারির সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও আল হাদিস বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমানকে আঘাত ও আহত হন। শিক্ষকদের আহতের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা৷

রোববার (২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলা প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে যেয়ে সংক্ষিপ্ত সমাবেশে রুপ নেয়।

বিজ্ঞাপন

এ সময় শিক্ষার্থীরা লেগেছে রে লেগেছে রক্তে আগুন লেগেছে; প্রক্টর স্যার আহত কেন, প্রশাসন জবাব চাই; মোস্তাফিজ স্যার আহত কেন, প্রশাসন জবাব চাই; শিক্ষকের উপর হামলা কেন, প্রশাসন জবাব চাই; শিক্ষা সন্ত্রাস একসঙ্গে চলে না; সন্ত্রাসীদের কালো হাত, ভেঙ্গে দাও গুঁড়িয়ে দাও; সন্ত্রাসীদের দুই গালে, জুতা মারো তালে তালে; শিক্ষকের অপমান সইবে না রে ইবিয়ান, দাবি মোদের একটাই, সন্ত্রাসীদের বিচার চাই ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

সমাবেশে বক্তারা বলেন, শনিবার মোস্তাফিজ স্যার বিষয়টি মীমাংসা করতে গিয়েছিল। সুশৃঙ্খল পরিবেশকে উশৃংখল করে যারা আমাদের শিক্ষকদের ওপর হামলা করেছে তাদের আমরা কোনভাবেই ক্ষমা করতে চাই না। আমরা কোন বিভাগের বিপক্ষে নই। যদি আইন বিভাগ অপরাধ করে আইন বিভাগ শাস্তি পাবে, আল ফিকহ বিভাগ অপরাধ করলে তারা শাস্তি পাবে। তৃতীয় কোন পক্ষ যদি অপরাধ করে থাকে তাদেরও সুস্থ তদন্তের মাধ্যমে শাস্তি দেওয়া হোক। তবে আমরা নিরপরাধ কারও বিপক্ষে নই। একজন শিক্ষককে অপমান করা মানে পুরো শিক্ষক জাতিকে অপমান করা।

বিজ্ঞাপন