ঢাবির ভূগোল ও পরিবেশ বিভাগের ৭৫ বছর পূর্তি উদযাপনের উদ্যোগ
-
-
|

ছবি: সংগৃহীত
১৯৪৮ সালে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ ৭৫ বছর পূর্ণ করবে আগামী ২৮ ফেব্রুয়ারি। এ উপলক্ষে বিভাগ আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ৭৫ বছর পূর্তি উদযাপনের উদ্যোগ গ্রহণ করেছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ভূগোল ও পরিবেশ বিভাগের বিভাগীয় মিটিং রুমে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ কথা জানান ৭৫ বছর উদযাপন কমিটির সদস্য সচিব জনাব মোঃ মনোয়ার হোসেন।
সম্মেলনে উপস্থিত ছিলেন ৭৫ বছর উদযাপন কমিটির আহ্বায়ক ও ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম সহ ৭৫ বছর উদযাপন কমিটির অন্যান্য সদস্যরা।
লিখিত বক্তব্যে মোঃ মনোয়ার হোসেন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ তার গৌরবময় ৭৫ বছর পূর্ণ করেছে। ১৯৪৮ সালে ড. নাফিস আহমেদের নেতৃত্বে বিভাগটি কার্জন হলের ভূতত্ত্ব বিভাগের দু'টি কক্ষ নিয়ে যাত্রা শুরু করে। পরে এটি ধীরে ধীরে বিস্তৃত হয়ে বর্তমান ভবনে স্থানান্তরিত হয়। দীর্ঘ এই সময়ে বিভাগটি শিক্ষা, গবেষণা, উদ্ভাবন ও প্রশিক্ষণের মাধ্যমে দেশে-বিদেশে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।
এই বিশেষ উপলক্ষে বিভাগ আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ৭৫ বছর পূর্তি উদযাপনের উদ্যোগ গ্রহণ করেছে। দিনব্যাপী এই অনুষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে, যা সকাল ৯:৩০ টা শুরু হয়ে রাত পর্যন্ত চলবে।
এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জানিয়েছেন বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশেষ অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, প্রো-উপাচার্যবৃন্দ এবং কোষাধ্যক্ষ মহোদয় উপস্থিত থাকবেন বলে আশা করছি। এছাড়াও দেশ-বিদেশের স্বনামধন্য ভূগোলবিদগণ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।
অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আগ্রহীদের আগামী ১৫ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত অনলাইন ও অফলাইন উভয় মাধ্যমে নিবন্ধন করার সুযোগ রয়েছে।
এ অনুষ্ঠানে বিভাগের ৭৫ বছরের অর্জন, গবেষণা, শিক্ষা ও উদ্ভাবনের সাফল্য তুলে ধরতে মোট ১২টি সাব-কমিটি নিরলসভাবে কাজ করে চলেছে।
এছাড়া, অনুষ্ঠানে বিভিন্ন চমকপ্রদ ইভেন্ট ও পর্যালোচনা পর্ব থাকবে, যেখানে বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা অংশগ্রহণের মাধ্যমে এর গৌরবময় ইতিহাসকে স্মরণ করার পাশাপাশি ভবিষ্যতের পথচলাকে আরও সমৃদ্ধ করবে।
৭৫ বছর উদযাপন কমিটির আহ্বায়ক ও ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম বলেন, ভারতবর্ষের ভূগোল চর্চার ১০০ বছর আর আমাদের বিভাগের পথচলা ৭৫ বছর। সারা বাংলাদেশের ও পৃথিবীর অনেক দেশেই ভূগোলবিদরা এই অনুষ্ঠানে জন্য আগ্ৰহ নিয়ে বসে আছে। অনুষ্ঠানকে বাস্তবায়ন করতে ১২ টি সাব কমিটি রয়েছে।
আমাদের ৭৫ বছরের পথচলার নিয়ে একটি ডকুমেন্টারি থাকবে।আমাদের ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা প্রচুর মেধাবী । এখানে প্রচুর শিল্পী আছে। তাদের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে।
৭৫ বছর উদযাপন কমিটির সদস্য সচিব জনাব মোঃ মনোয়ার হোসেন খান বলেন, ৫ আগস্টের আগের ও পরের পরিস্থিতি সম্পর্কে সবাই জানি। জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণ করছি। আমরা সরকারেরও উৎসাহিত করবো তাদের পরিবারের পাশে থাকার ।