জাবিতে উৎসব মুখর পরিবেশে সরস্বতী পূজা পালন
-
-
|

ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠিত সরস্বতী পূজা। এ উপলক্ষে সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, অনুষদ ও হলগুলোতে পূজার আয়োজন করা হয়। পূজায় সনাতন ধর্মাবলম্বীরা বিদ্যা দেবীর কাছে শিক্ষার আকুলতা জানিয়ে পুষ্পাঞ্জলি নিবেদন করেন।
সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দিরে প্রতিমা স্থাপনের মধ্যে দিয়ে পূজা শুরু হয়। কেন্দ্রীয় সরস্বতী পূজা উদযাপন পর্ষদের আয়োজনে কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গনে 'বাণী অর্চনা-১৪৩১' অনুষ্ঠিত হয়।
সরেজমিনে বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ প্রাঙ্গণে পূজা উপলক্ষে আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। এবছর বিভিন্ন অনুষদভুক্ত ১২টি বিভাগ পূজামন্ডপের আয়োজন করেছে। সমাজবিজ্ঞান অনুষদভুক্ত অর্থনীতি এবং ভূগোল ও পরিবেশ বিভাগ; কলা অনুষদভুক্ত আন্তর্জাতিক সম্পর্ক, চারুকলা ও নাট্যতত্ত্ববিভাগ; গাণিতিক-পদার্থ বিজ্ঞান অনুষদভুক্ত পদার্থবিজ্ঞান, রসায়ন, সিএসই, পরিবেশ বিজ্ঞান বিভাগ; জীববিজ্ঞান অনুষদভুক্ত বায়োটেকনোলজি ও জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ফার্মেসি বিভাগ পৃথকভাবে পূজার আয়োজন করেছে। এছাড়া হলভিত্তিক রবীন্দ্রনাথ ঠাকুর হল ও আল বেরুনী হল পূজামন্ডপের আয়োজন করেছে।
পূজামন্ডপগুলো ঘুরে দেখা যায়, অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সনাতন শিক্ষার্থীরা তাদের ধর্মীয় উৎসব পালন করছে। পাশাপাশি অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থীরাও তাদের সেসব অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। এছাড়া সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে সনাতন বিদ্যার্থী সংসদের সাধারণ সম্পাদক ইতিহাস বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী সঞ্জয় বলেন, অত্যন্ত উৎসব মুখের পরিবেশে এবার সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে৷ গতবারের চেয়েও বড় পরিসরে এবার পূজামন্ডপ তৈরি হয়েছে৷ আমরা অত্যন্ত সুন্দর পরিবেশে পূজা করতে পেরেছি৷ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা ও আন্তরিকতা পেয়েছি। কোন প্রকার দূর্ঘটনা বা সাম্প্রদায়িক ঘটনা একদমই ঘটেনি৷
কেন্দ্রীয় সরস্বতী পূজা উদযাপন পর্ষদের সভাপতি আইন ও বিচার বিভাগের ৪৯ ব্যাচের শিক্ষার্থী গোবিন্দ চন্দ্র দাস বলেন, এবার খুবই উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপিত হয়েছে৷ আজকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মন্দির প্রাঙ্গণে সরস্বতী পূজা উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমাদের জন্য প্রতিবছর ১৫ হাজার টাকা বরাদ্দ থাকে। তবে পূজা আয়োজন করতে প্রায় আড়াই লাখ টাযায়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছে পূজা বাবদ বরাদ্দ বৃদ্ধির আবেদন জানাই৷
ধর্মীয় বিধান অনুসারে মাঘ মাসের শুক্লপঞ্চমী তিথিতে সাদা রাজহাঁসে চড়ে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতী পৃথিবীতে আসেন। দেবী সরস্বতীর প্রতিমাতে অঞ্জলী প্রদানসহ নাচগানের মধ্যদিয়ে এই পূজা পালিত হচ্ছে। হিন্দু ধর্মাবলম্বীদের পাশাপাশি সব ধর্মের মানুষ এই উৎসবে অংশগ্রহণ করায় তা হয়ে উঠেছে আরো বেশি উপভোগ্য। শিক্ষার্থীরা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার শত শত মানুষের পূজায় উপস্থিতি ছিল লক্ষ্যণীয়৷ পরিবার-পরিজন নিয়েও অনেকে বেরিয়েছেন পূজা দেখতে। সব মিলিয়ে উৎসবমুখর পরিবেশের অবতারণা ঘটে পুরো জাবি ক্যাম্পাস জুড়ে।