জবির নৃবিজ্ঞান বিভাগের উদ্যোগে আয়োজিত হচ্ছে পিঠা উৎসব

  • জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা

ছবি: বার্তা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)-র নৃবিজ্ঞান বিভাগ আয়োজন করতে যাচ্ছে পিঠা উৎসব। বাঙালির শীতকালীন ঐতিহ্যকে উদযাপন ও সংরক্ষণের লক্ষ্যে আয়োজিত এই উৎসবে শিক্ষার্থীরা নানা স্বাদের দেশীয় পিঠা তৈরি ও প্রদর্শন করবেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগে অনুষ্ঠিত হবে এ পিঠা উৎসব।

কালের বিবর্তনে পিঠা উৎসবের ঐতিহ্য এখন বিলীন হয়ে যাচ্ছে। হারিয়ে যাওয়া ঐতিহ্য ফিরিয়ে আনতে ও শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশ ফিরিয়ে আনতে এমন আয়োজন।

বিজ্ঞাপন

পিঠা উৎসব সম্পর্কে নৃবিজ্ঞান বিভাগের ১৬ তম আবর্তনের শিক্ষার্থী ফাহমিদা জাহান আনিকা বলেন, পিঠা বাঙালির সংস্কৃতির সাথে অতোপ্রতোভাবে ভাবে জড়িত। পিঠা মানেই যেন একটি উৎসব। আর তাই সারা বছর অপেক্ষায় থাকি বিভাগের পিঠা উৎসব এর জন্য। পিঠা উৎসবের আয়োজন নিয়ে পুরো একটি সপ্তাহ ব্যস্ততায় পার করতে হয়। কিন্তু দিনশেষে যখন উৎসবের দিন সবাই একত্রে আনন্দ করতে পারি এর থেকে ভালো অনুভূতি মনে হয় আর নেই। ইনশাল্লাহ এবারও খুব ভালো একটি দিন কাটতে যাচ্ছে বলে আশা করছি ।

উল্লেখ্য, পিঠা উৎসবকে ঘিরে বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে দেখা যাচ্ছে ব্যপক উৎসাহ উদ্দীপনা।