চবি রাজনীতি বিজ্ঞানে বিদায় ও কালার ফেস্ট

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আনন্দ বেদনার দীর্ঘ কয়েকটি বছর কাটিয়ে বিদায়ী সম্মিলনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের এম.এস.এস. ২০২২-২৩ শিক্ষাবর্ষ তথা অনিন্দ্য ৫৪ ব্যাচ।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিক বিদায়ী সম্মিলনে মিলিত হয় সমাজ বিজ্ঞান অনুষদের প্রিয় আঙিনায়। দিনব্যাপী স্মৃতিময় বর্ণাঢ্য শিক্ষা সমাপনী অনুষ্ঠানমালায় ছিল বিদায় সম্বর্ধনা, মানপত্র পাঠ, ক্রেস্ট প্রদান, আনন্দ মিছিল ও কালার ফেস্ট।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজনীতি বিজ্ঞান বিভাগীয় সভাপতি ড. এ. কে. এম. মাহফুজুল হক (মাহফুজ পারভেজ)।

বক্তব্য রাখেন প্রফেসর ড. ভূঁইয়া মো. মনোয়ার কবির, প্রফেসর ড. মো. এনায়েত উল্ল্যা পাটওয়ারী, প্রফেসর ড. মোহাম্মদ আলম চৌধুরী, ড. আনোয়ার হোসেন মিঝি, আক্কাস আহমদ, এজিএম নিয়াজ উদ্দিন, মুহাম্মদ ইসহাক, মো. এরশাদুল হক, শেখ আমিনুর রহমান, তমা রানী মিস্ত্রী প্রমুখ।

বিজ্ঞাপন

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানমালার সমাপ্তি হয়।