জামালপুর মেডিকেল কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচি পালন করছে সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা থেকে দুপুর দুইটা পর্যন্ত জামালপুর মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসে এই বিক্ষোভ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
কর্মসূচিতে শিক্ষার্থীরা ‘পড়ালেখা না রাজনীতি ’ক্লাসরুম না রাজনীতি’‘সেবা না শিক্ষা’ ‘ছাত্রদল, ছাত্রলীগ, শিবিরের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’ ‘হুমকি না পড়ালেখা’সহ নানান স্লোগান দেয়। এরপর কলেজটির অধ্যক্ষের কাছে ৯টি দাবি উল্লেখ করে স্মারকলিপি প্রদান করে আন্দোলনরত শিক্ষার্থীরা।
বিক্ষোভ কর্মসূচিতে শিক্ষার্থীরা জানায়, ৫ই আগস্ট সরকার পতনের পর সাধারণ শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি জানিয়ে আসছিল। এর পর কিছুদিন কলেজে তা বন্ধ ছিল ছাত্র রাজনীতি। তবে গত ২ ফেব্রুয়ারি নবাগত শিক্ষার্থীরা ক্যাম্পাসে এলে তাদের মাঝে ছাত্রদলের লিফলেট বিতরণসহ রাজনৈতিক কর্মকাণ্ড চালাচ্ছিল। এই ঘটনার পর জামালপুর মেডিকেল কলেজে ছাত্ররাজনীতি বন্ধের জন্য শিক্ষার্থীদের মধ্যে আবারও দাবি উঠে। এই প্রেক্ষিতে মেডিকেল কলেজের কয়েকজন শিক্ষক যারা নিজেদের বিএনপির মতাদর্শে বিশ্বাসী বলে দাবী করেন তারা শিক্ষার্থীদের বিভিন্ন হুমকি দেয় এর প্রতিবাদে গতকাল থেকে সকল প্রকার ছাত্র রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ করেছে।
কারণে গতকাল ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জামালপুর মিথ্যা একটি একটি বিবৃতি দিয়েছে। ড্যাবের বিবৃতি প্রত্যাখ্যান করে দাবি করছি কেন ড্যাব এই মিথ্যা বিবৃতি দিল তা তারা ব্যাখ্যা করবে। এমন পরিস্থিতিতে মেডিকেল কলেজের পরিবেশ স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধসহ ৯টি দাবি তুলে দাবি না মানা পর্যন্ত ক্লাস ও পরীক্ষায় অংশ না নেওয়া সহ কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
জামালপুর মেডিকেল কলেজের ২য় বর্ষের শিক্ষার্থী ইসরাত জাহান জ্যোতি বলেন,‘আমরা লেজুড় ভিত্তিক ছাত্ররাজনীতি চাইনা ক্যাম্পাসে।মেডিকেল কলেজে ভর্তি হয়েছি ডাক্তার হওয়ার জন্য। রাজনীতির নামে অপরাজনীতি করার জন্য নয়। এসব অপরাজনীতি পড়াশোনা গবেষণার পরিবেশ নষ্ট করে। অনতিবিলম্বে ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবি জানাই।
ফাইনাল বর্ষের শিক্ষার্থী জুবায়ের জাজবী বলেন, যেখানে আমরা সব শিক্ষার্থীরা ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ সেখানে গুটিকয়েক শিক্ষার্থী ছাত্রদল ছাত্র শিবিরের ব্যানারে কীভাবে প্রকাশ্যে রাজনীতি করে। এ নিয়ে বাধা দিতে গেলে তারা আমাদের দেখে নেওয়ার হুমকি দেয়। আমরা ক্লাস পরীক্ষা বর্জন করেছি। মেডিকেল কলেজের পরিবেশ স্বাভাবিক রাখতে ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও হুমকি দেওয়া লোকদের বিচার না করা পর্যন্ত ক্লাস ও পরীক্ষায় অংশ নিব না। এরপর কঠোর আন্দোলনে যাবার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা।
এ প্রসঙ্গে মুঠোফোনে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) জামালপুর জেলা শাখার সদস্য সচিব ডা. তারিকুল ইসলাম রনি জানান, ছাত্রলীগের ইন্ধনে কতিপয় শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি বন্ধের জন্য অযৌক্তিকভাবে প্রশাসনকে চাপে রেখেছে। ড্যাব বাস্তব বিষয় নিয়ে বিবৃতি দিয়েছে, এখানে কোনো মিথ্যা নেই। ।