জাবিতে বিজয় দিবসের খাবার খেয়ে ৩১ শিক্ষার্থী অসুস্থ

  • জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

মহান বিজয় দিবসের খাবার খেয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল হলের অন্তত ৩১ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছেন। তবে শিক্ষার্থীদের দাবি এ সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে।

এ নিয়ে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত পর্যন্ত অন্তত ৩১ জন ছাত্রীকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে বার্তা২৪.কমকে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের দায়িত্বরত চিকিৎসক মাহবুবা জান্নাত।

বিজ্ঞাপন

মাহবুবা জান্নাত বার্তা২৪.কমকে বলেন, 'ছাত্রীদের অসুস্থতার খবর পেয়ে সংশ্লিষ্ট হলে যাই। সেখানে ৩১ জন ছাত্রীকে প্রাথমিক চিকিৎসা দিয়েছি। যেহেতু এতজন ছাত্রী একসাথে অসুস্থ হয়েছে তাই প্রাথমিকভাবে ধারণা করছি, খাবারের কারণেই এ সমস্যা হয়েছে।'

তবে অসুস্থের সংখ্যা সত্তরের অধিক বলে দাবি করেছেন সংশ্লিষ্ট হলটির ছাত্রীরা।

বিজ্ঞাপন

হলটির একাধিক ছাত্রীর সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রাতে বিজয় দিবসের খাবার খাওয়ার পর থেকে বিভিন্ন সময়ে প্রায় ৭০ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছে।

খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়া হলটির আবাসিক এক ছাত্রী নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'গতকাল রাতে হলের খাবারের পর আমি আজ সারাদিন গুরুতরভাবে অসুস্থ ছিলাম। আমার রুমের আরও তিনজন খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছে। আমি নিশ্চিতভাবে বলতে পারি খাবারের কারণেই এই সমস্যাটা হয়েছে। হল প্রশাসনের গাফিলতির কারণেই এমনটা হয়েছে। তাদের আরও সতর্ক থাকা উচিত ছিল।'

জানতে চাইলে বেগম সুফিয়া কামাল হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মো. মোতাহার হোসেন বলেন, 'সমস্যাটির বিষয়ে জানার পরেই ছাত্রীদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এটি দুঃখজনক। ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে কাল বৈঠক করা হবে।'

উল্লেখ্য, গতকাল সোমবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে রাতে জাবির প্রতিটি আবাসিক হলে প্রীতিভোজের আয়োজন করা হয়।