নুরের ওপর হামলার ঘটনার প্রমাণ চেয়েছে বিশ্ববিদ্যালয়

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার সঙ্গীদের ওপর হামলার ঘটনায় তথ্য-প্রমাণ দেওয়ার আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় উপাচার্যের গঠিত তদন্ত কমিটি।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তদন্তের স্বার্থে তথ্য প্রদানকারীর নাম-ঠিকানা গোপন রাখা হবে বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ডাকসু ভবন এবং মধুর ক্যান্টিন এলাকায় সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনা সুষ্ঠুভাবে তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য উপাচার্য একটি তদন্ত কমিটি গঠন করেছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী এবং ঘটনা সম্পর্কে তথ্য দিতে আগ্রহী ব্যক্তিদের প্রমাণসহ ঘটনার বিবরণ জমা দিতে অনুরোধ করা হলো।

আগামী ২৮ ডিসেম্বর বেলা ২টার মধ্যে লিখিতভাবে তথ্য প্রদানকারীর নাম, ঠিকানা ও টেলিফোন নম্বরসহ তদন্ত কমিটির আহ্বায়ক ও কলা অনুষদের ডিনের দপ্তরে সংরক্ষিত বাক্সে তথ্য জমা দিতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে।

বিজ্ঞাপন