মধুর ক্যান্টিনে ফের ককটেল বিস্ফোরণ

  • ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মধুর ক্যান্টিনে ককটেল বিস্ফোরণ

মধুর ক্যান্টিনে ককটেল বিস্ফোরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এবার তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ বিস্ফোরণ হয়েছে বলে জানা যায়। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং একাধিক সূত্র এ তথ্য নিশ্চিত করে।

বিজ্ঞাপন

তবে ছাত্রলীগের একাধিক কেন্দ্রীয় নেতা ছাত্রদলকে ইঙ্গিত করে বলেন, ককটেল বিস্ফোরণের কয়েক মিনিট পরেই মধুর ক্যান্টিনে ছাত্রদলকে ঢুকতে দেখা যায়। আর এটা তাদের কাজ হতে পারে। কারণ তাদের মধ্যে বিবাদমান দুটি গ্রুপ রয়েছে। তারা বলেন, বিস্ফোরণের শব্দ পেয়ে আমরা ছুটে আসি। বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের পশ্চিম দরজার সিঁড়ির সামনে এ তিনটি ককটেল দেখা যায়।

ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএ গোলাম রব্বানী বলেছেন, একটি বিশেষ মহল এই কাজ করতে পারে। আজকে শিক্ষার্থীরা ক্লাস করতে এসেছে। তাদের মধ্যে আতঙ্ক ছড়াতে এ কাজ হতে পারে। তবে যারাই হোক আমরা কোনো ধরনের ছাড় দেব না।

বিজ্ঞাপন

এদিকে ছাত্রদলের বিশ্ববিদ্যালয়ের আহবায়ক রাকিবুল ইসলাম রাকিব বলেন, মধুর ক্যান্টিন ঘিরে অনেক সিসিটিভি ফুটেজ রয়েছে। বিশ্ববিদ্যালয় সেগুলো দেখুক। যদি আমাদের কোনো সম্পৃক্ততা পাওয়া যায় তাহলে আমরা প্রস্তুত আছি। এ ধরনের সন্ত্রাসী কর্মের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই।

এরআগে শুক্রবার (২৭ ডিসেম্বর) মধুর ক্যান্টিনে একটি অবিস্ফোরিত ককটেল পাওয়া যায়।

আরও পড়ুন-মধুর ক্যান্টিনে ফের ককটেল বিস্ফোরণ

কয়েক ঘণ্টার ব্যবধানে ঢাবিতে ফের ককটেল বিস্ফোরণ