জাবিতে সব ধরনের বাণিজ্যিক কোর্স বন্ধের দাবি

  • জাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জাবি শাখা

মানববন্ধন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জাবি শাখা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) চলমান সব ধরনের বাণিজ্যিক কোর্স বন্ধের দাবি জানিয়েছেন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার পাদদেশে এক মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানান তারা। মানববন্ধনে উইকেন্ড কোর্স বন্ধসহ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা বাস্তবায়নের দাবি জানান তারা। এছাড়া নতুন করে চালু হতে যাওয়া কোর্সও বন্ধের দাবি জানান তারা।

বিজ্ঞাপন

মানববন্ধনে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুস্মিতা মরিয়ম বলেন, ‘সারাদেশ জুড়ে শিক্ষা আজ পণ্য হয়ে দাঁড়িয়েছে। ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে গত ১০০ বছরে পাবলিক বিশ্ববিদ্যালয় বৃদ্ধি পেয়েছে হাতেগোনা কয়েকটি। অন্যদিকে এদেশে নব্বইয়ের পরে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১০০ পার হয়ে গেছে। প্রাইভেট এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা দেখেই বোঝা যায় রাষ্ট্র শিক্ষাকে কোন দৃষ্টিভঙ্গিতে দেখছে। শিক্ষা সমগ্র মানবজাতির সম্পদ। এই শিক্ষাকে গুটিকয়েক ব্যক্তি পণ্য বানিয়ে মুনাফা লাভ করতে পারে না।’

তিনি আরও বলেন, ‘আমরা দেখতে পাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দু’দিনের প্রাইভেট বিশ্ববিদ্যালয় আর বাকি পাঁচ দিন পাবলিক বিশ্ববিদ্যালয় হয়ে বসে আছে। বিশ্ববিদ্যালয়কে এই অবস্থা থেকে মুক্ত করতে চাই। আমরা এই বিশ্ববিদ্যালয়কে পাবলিকের বিশ্ববিদ্যালয় বানাতে চাই।'

বিজ্ঞাপন

এ সময় শিক্ষার্থীদের শিক্ষার বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে গণ ছাত্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

ছাত্রফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক শোভন রহমান বলেন, ‘পত্র পত্রিকায় এসেছে ইউজিসি বলছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে বাণিজ্যিক কোর্স চালু রাখা অনৈতিক। ইউজিসির এই নির্দেশনার পরও আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফ্যাকাল্টি আবারও উইকেন্ড কোর্স চালু করার চেষ্টা করছে। আমরা বলতে চাই বিশ্ববিদ্যালয়ের কোনো ফ্যাকাল্টি যদি এরপরও নতুন করে কোনো বাণিজ্যিক কোর্স চালু করতে যায়, তাহলে আমরা আবারও প্রতিরোধ গড়ে তুলব।’

মানববন্ধনে আরও বক্তব্য দেন ছাত্রফ্রন্ট বিশ্ববিদ্যালয় শাখার অর্থ সম্পাদক সুমাইয়া ফেরদৌস, কনোজ কান্তি রায় প্রমুখ।