ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইনোভেটিভ লেকচার অনুষ্ঠিত

  • ইবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইনোভেটিভ লেকচার অনুষ্ঠিত

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ইনোভেটিভ লেকচার অনুষ্ঠিত

আন্তর্জাতিক মানের গবেষণার সুযোগ সৃষ্টি ও মতামত বিনিময়ের লক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইনোভেটিভ লেকচার অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চ্যুয়াল ক্লাস রুমে এ লেকচারের আয়োজন করে ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ।

বিজ্ঞাপন

এসময় বিডিরেন ও আইসিটি সেলের সহযোগিতায় আমেরিকার ইউনিভার্সিটি অব ফ্লোরিডা থেকে লেকচার প্রদান করেন ইইই বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ড. আব্দুল হালিম।

ইইই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হুমায়ুন কবিরের সঞ্চালনায় লেকচার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. নজিবুল হক, ইইই বিভাগের অধ্যাপক ড. মাহবুবর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ড. আব্দুল হালিম বর্তমানে আমেরিকার ইউনিভার্সিটি অব ফ্লোরিডাতে পোস্ট ডক্টরাল রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে কর্মরত রয়েছেন।