নোবিপ্রবির নতুন রেজিস্টার ড. আবুল হোসেন

  • নোবিপ্রবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

প্রফেসর ড. মো. আবুল হোসেন, ছবি: বার্তা২৪.কম

প্রফেসর ড. মো. আবুল হোসেন, ছবি: বার্তা২৪.কম

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নতুন রেজিস্টার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়েছেন সাবেক উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবুল হোসেন। আগামীকাল (বৃহস্পতিবার) থেকে তিনি রেজিস্টার হিসেবে দায়িত্বপালন করবেন।

বুধবার (১৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় রেজিস্টার মো. মমিনুল হক ও ডেপুটি রেজিস্টার মো. জসিম উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো আবুল হোসেনকে রেজিস্টার হিসেবে অতিরিক্ত দায়িত্ব প্রদানের কথা উল্লেখ করে বলা হয়। আগামীকাল ১৬ জানুয়ারি হতে তিনি উক্ত দায়িত্ব পালন করবেন।

এছাড়া এতে উল্লেখ করা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। উক্ত পদের জন্য তিনি বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক ভাতা প্রাপ্ত হবেন।

বিজ্ঞাপন

এর আগে গত বছর ১৫ ডিসেম্বর বর্তমান রেজিস্টার মো. মমিনুল হককে এক অফিস আদেশের মাধ্যমে অব্যাহতি প্রদান করা হয়। ওই বিজ্ঞপ্তি অনুযায়ী বুধবার (১৫ জানুয়ারি) বর্তমান রেজিস্টারের দায়িত্ব পালনের শেষ দিন।

অধ্যাপক ড. আবুল হোসেন ১৯৫৪ সালের ১ জুলাই লক্ষ্মীপুরের মহাদেবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭৭ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগদান করেন। পরে জাপানের ওসাকা ইউনিভার্সিটি অব ফরেন স্টাডিজ, কাগোশিকা ও কিউশু বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন।

কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা ছাড়াও তিনি বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।

২০১২ সালের মার্চ মাসে নোবিপ্রবিতে যোগদানের পূর্বে তিনি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থায় কর্মরত ছিলেন। দীর্ঘ ৩৭ বছরের শিক্ষকতা, গবেষণাসহ কর্মজীবনে বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় জার্নাল, সাময়িকী ও সংবাদপত্রে তার প্রকাশিত গবেষণা ও অন্যান্য প্রকাশনার সংখ্যা প্রায় চার শতাধিক।