করোনা মোকাবিলায় হার্ড ইমিউনিটি, কোন পথ অনুসরণ করবে বাংলাদেশ?



নিতীশ কুমার কুন্ডু
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

পৃথিবীর ইতিহাস নতুন করে লেখার সুযোগ করে দিয়েছে করোনা নামক এক অদৃশ্য ভাইরাস। যেখানে লিপিবদ্ধ হবে করোনা দ্বারা উন্নত স্বাস্থ্য ব্যবস্থা সম্পন্ন দেশগুলোর নাকানিচুবানি খাওয়ার ইতিহাস, এই ছোট অনুজীবকে নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে পুরো বিশ্ব।

করোনা মোকাবিলায় এখনো দিকবিদিক ছোটাছুটি করছে পৃথিবীর তাবৎ শক্তি। কিন্তু নিয়ন্ত্রণ তো দূরে থাক, এই ভাইরাস প্রতিমুহূর্তেই জিনগত পরিবর্তনের মাধ্যমে পরিবর্তন করছে তার চরিত্র, তা জানতেই হিমশিম খাচ্ছে গোটাবিশ্ব। নতুন নতুন উপসর্গ ও বৈশিষ্ট্য নিয়ে হাজির হচ্ছে করোনা, এ পর্যন্ত বিভিন্ন গবেষণায় দেখা গেছে করোনা প্রতিনিয়ত মিউটেশনের ফলে রীতিমতো ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করছে বিশ্ব জুড়ে। সম্প্রতি গবেষণায় দেখা গেছে, শুধু শ্বাসযন্ত্রেই নয়, এই ভাইরাস সংক্রমণ ঘটাতে পারে স্নায়ুতন্ত্র, হৃদযন্ত্র, কিডনিসহ মানবদেহের মাথা থেকে পা পর্যন্ত। সাড়ে চার মাস অতিবাহিত হলেও পৃথিবীতে এখনো কার্যকর ও নিরাপদ কোনো ওষুধ বা টিকা আবিষ্কার হয়নি, তবে বিজ্ঞানীরা চেষ্টা করছেন দ্রুত কার্যকর ওষুধ ও টিকা তৈরির। তাই পৃথিবীর বিভিন্ন স্থানে ওষুধ ও টিকা তৈরির পদক্ষেপ হিসেবে শুরু হয়েছে মানবদেহে পরীক্ষামূলক ব্যবহার বা ক্লিনিক্যাল ট্রায়াল। কিন্তু কার্যকর ও নিরাপদ ওষুধ ও টিকার জন্য সাতশ’ কোটি মানুষের অপেক্ষা কবে শেষ হবে, তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। আবার বিশ্বকে অচল করে মাসের পর মাস লকডাউনও সম্ভব নয়। তাই হয়তো করোনাকে পৃথিবীর মানুষের নিত্যসঙ্গী হিসেবে মেনে নিয়ে চলতে হবে আগামীর পথ। বিশ্ব স্বাস্থ্য সংস্থাও তা স্বীকার করেছে অবলীলায়। এই ভয়াবহ পরিস্থিতিতে সংক্রমণ রোধে হার্ড ইমিউনিটি বা গোষ্ঠী রোগ সংক্রমণ প্রতিরোধ ক্ষমতাতে আশার আলো খুঁজছে গোটা বিশ্ব।

হার্ড ইমিউনিটি বা গোষ্ঠী রোগ সংক্রমণ প্রতিরোধ ক্ষমতা কি?

হার্ড (herd) শব্দের অর্থ জনগোষ্ঠী আর ইমিউনিটি (immune) অর্থ মানবদেহে রোগ প্রতিরোধ ক্ষমতা। হার্ড ইমিউনিটি বা গোষ্ঠী রোগ সংক্রমণ প্রতিরোধ ক্ষমতা হলো সমাজের বেশিরভাগ মানুষের শরীরে যখন কোনো জীবাণুর বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা তৈরি হয়ে যায় (মানবশরীরে দুইভাবে জীবাণুর বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা তৈরি হতে পারে- প্রথমত, টিকার মাধ্যমে, যেটি কৃত্রিম প্রক্রিয়া, দ্বিতীয়ত, জীবাণুর সংক্রমণের ফলে মানবদেহে অ্যান্টিবডি তৈরির মাধ্যমে, যেটি প্রাকৃতিক প্রক্রিয়া) তখন সংক্রমণের শিকল ভেঙে যায় অর্থাৎ তার সুবিধা নিয়ে বাকি জনগোষ্ঠীর মধ্যে সংক্রমণের হার কমে যায়।

অর্থাৎ ধরুন, আপনি টিকাও নেননি আবার জীবাণু দ্বারা আক্রান্তও হননি, কিন্তু আপনার আশেপাশে যারা আছেন, তারা যদি দুই প্রক্রিয়ার যে কোনো একটির মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্জন করেন, তাহলে আপনার মধ্যে ওই জীবাণুর সংক্রমণের সম্ভাবনা থাকবে না, এমনকি অন্য কেউ এই জীবাণু নিয়ে এলেও শুধু আপনি আক্রান্ত হবেন, কিন্তু অন্যরা যারা আপনার সাথে মেলামেশা করবেন, তাদের মধ্যে এই সংক্রমণ ছড়াবে না, অর্থাৎ একের থেকে অন্যদের মধ্যে সংক্রমণ ছড়ানোর শৃঙ্খল ভেঙে যাবে। ফলে কমে যাবে সংক্রমণের হার বা রোগের প্রাদুর্ভাব। যেটা হয়েছে পোলিও, গুটিবসন্ত, হাম, মাম্পসসহ কিছু রোগের ক্ষেত্রে। সমাজের বেশিরভাগ মানুষ টিকার মাধ্যমে রোগ প্রতিরোধী হলে যারা টিকা নেননি তারাও নিরাপদ থাকেন।

ছবি: সংগৃহীত

করোনা মোকাবিলায় হার্ড ইমিউনিটি অর্জন কি একমাত্র সমাধান এবং তার স্থায়িত্ব কত দিনের?

পৃথিবীতে অনেক ভাইরাস আছে কয়েক দশক ধরে চেষ্টা করেও তার কার্যকর ও নিরাপদ টিকা তৈরি করা সম্ভব হয়নি, যেমন এইচআইভি, ডেঙ্গু, ইবোলা ইত্যাদি। ইতোমধ্যে করোনার অনেকগুলো টিকা ও ওষুধ নিয়ে মানবদেহে ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হলেও নিরাপদ ও কার্যকর টিকা বা ওষুধ যে পাওয়া যাবে, তার শতভাগ নিশ্চয়তা নেই বা হলেও কতদিন লাগবে তাও নির্দিষ্ট করে কেউ বলতে পারবে না। কার্যকর ওষুধ আবিষ্কার হলেও এই রোগে মৃত্যুর হার হয়তো কমবে, কিন্তু সংক্রমণ হ্রাস সম্ভব হবে না। অন্যদিকে কোভিড-১৯ রোগের এখন পর্যন্ত কোনো টিকা আবিষ্কার না হওয়ায় করোনার ক্ষেত্রে হার্ড ইমিউনিটি তৈরি হওয়ার এখন একমাত্র উপায় প্রাকৃতিকভাবে মানুষের মধ্যে সংক্রমণ ছড়িয়ে মানবদেহে রোগ সংক্রমণ প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি করা। তবে টিকা আবিষ্কার হলে সেটা কৃত্রিম উপায়ে জনগোষ্ঠীতে সংক্রমণ প্রতিরোধী ব্যবস্থা তৈরি করবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুঁশিয়ার করে বিশ্বকে জানিয়েছে, এমন হতে পারে যে কোনো দিনই আবিষ্কার হবে না এই রোগের কার্যকর টিকা। যেমনটা হয়েছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ক্ষেত্রে। তাই নিত্যসঙ্গী হতে পারে এই মরণঘাতী ভাইরাস। করোনার এ পর্যন্ত পৃথিবীতে ২৯টি জিনোম সিকুয়েন্স আবিষ্কার হয়েছে এবং প্রতিনিয়ত মিউটেশনের ফলে পরিবর্তন হচ্ছে এ বৈশিষ্ট্য। ফলে একটি টিকা সব দেশে কার্যকর নাও হতে পারে।
এই বাস্তবতায় করোনার (SARS-CoV-2) হার্ড ইমিউনিটি বা জনগোষ্ঠী রোগ সংক্রমণ প্রতিরোধ ক্ষমতা প্রাকৃতিকভাবে করা যাবে। কারণ এই ভাইরাস আক্রান্ত ব্যক্তি সুস্থ হলে তার শরীরে এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হয়। এই অ্যান্টিবডির স্থায়িত্বকালের ওপর নির্ভর করছে কতদিন দেহে প্রতিরোধ ক্ষমতা অটুট থাকবে। তবে এই ভাইরাসের সংক্রমণ প্রতিরোধী অ্যান্টিবডির স্থায়িত্বকাল নিয়ে এখনো তথ্য পর্যাপ্ত নয়। সার্স মহামারিতে আক্রান্ত রোগী সুস্থ হলে তার শরীরে তৈরি হওয়া অ্যান্টিবডি তিন বছর কার্যকর ছিল, তাই বিজ্ঞানী ধরে নিয়েছিলেন যে করোনা যেহেতু একই গ্রুপের, তাই এটি হয়তো অন্তত বছর তিনেক সুবিধা দেবে। কিন্তু বাস্তবতা অনেক কঠিন, কারণ চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ইরানসহ কিছু দেশে দ্রুত সময়ের মধ্যে দ্বিতীয় বার আক্রান্ত রোগী পাওয়া গেছে। অন্যদিকে মিউটেশনের সময় জেনেটিক কোডের খুব বেশি পরিবর্তন হয় না, তাই বিশেষজ্ঞদের মতে মিউটেশনের কারণে পুরোপুরি না হলেও আংশিক বা পার্শিয়াল হার্ড ইমিউনিটি তৈরি করে একবার সংক্রমণের পর অবশ্যই কিছু দিন সুরক্ষা দেবে।

করোনার ক্ষেত্রে কীভাবে হার্ড ইমিউনিটি তৈরি হবে?

প্রাকৃতিক নিয়মেই, যদি কোনো ভাইরাসের মারণ ক্ষমতা বেশি হয়, তাহলে তার সংক্রমণ ক্ষমতা কম হয়, যেমন ইবোলা ভাইরাস। অন্যদিকে কোনো ভাইরাসের মারণ ক্ষমতা কম হলে তার সংক্রমণ বেশি যেমন করোনা, এ ভাইরাস দ্বারা আক্রান্ত এক ব্যক্তি এক মাসে চার হাজার মানুষকে সংক্রমিত করতে পারেন। তাই এই শক্তিশালী সংক্রমণ ক্ষমতা সম্পন্ন ভাইরাসকে এইচআইভি ভাইরাসের মত শুধুমাত্র কিছু সুরক্ষাবিধি পালন করে নিয়ন্ত্রণ করা যাবে না। কারণ এই ভাইরাস হাঁচি-কাশির মাধ্যমে ড্রাপলেট আকারে বায়ুতে ছড়ায়। এমনকি স্পর্শেও ছড়াতে পারে। তাই হার্ড ইমিউনিটির মাধ্যমেই কেবল এটিকে নিয়ন্ত্রণ করা যেতে পারে। যদিও এটি অনেক কঠিন কাজ, যার জন্য প্রয়োজন সুনির্দিষ্ট পরিকাঠামো ও নীতিমালা। প্রাকৃতিকভাবে সংক্রমণ ঘটালে আশি শতাংশের মতো রোগী বাসায় থেকে সুস্থ হয়ে যাবেন, কিন্তু ১৫-২০ শতাংশ রোগীর জন্য প্রয়োজন হবে হাসপাতালের, আবার এদের মধ্যে অনেকের প্রয়োজন হবে ভেন্টিলেটর ও আইসিইউ।

অন্যদিকে কত শতাংশ মানুষের মধ্যে সংক্রমণ ঘটলে প্রাকৃতিকভাবে হার্ড ইমিউনিটি তৈরি হবে তা নিশ্চিত করা হয় হার্ড ইমিউনিটি থ্রেসহোল্ড সূচক নির্ণয় করে। যার অর্থ মহামারি কমাতে গেলে কতজন মানুষের মধ্যে সংক্রমণ প্রতিরোধী ব্যবস্থা তথা অ্যান্টিবডি তৈরি হতে হবে। বিভিন্ন ভাইরাসের ক্ষেত্রে এটি বিভিন্ন হয়। যেমন, মাম্পসের ক্ষেত্রে ৯২ শতাংশ অর্থাৎ ৯২ জনের শরীরে রোধ প্রতিরোধী ক্ষমতা তৈরি হলে বাকি আটজন নিরাপদ। জনহপ কিন্স্ বিশ্ববিদ্যায়ের বলেছে, করোনার ক্ষেত্রে থ্রেসহোল্ড ৭০ শতাংশ অর্থাৎ ৭০ ভাগ মানুষের শরীরে এই ভাইরাসের প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হলে বাকি ৩০ ভাগ জনগোষ্ঠী নিরাপদ থাকবেন।

হার্ড ইমিউনিটি তৈরিতে কোন দেশ কোন পন্থা অনুসরণ করছে
করোনার মত দ্রুত সংক্রমণ ক্ষমতা সম্পন্ন ভাইরাস মোকাবিলায় শুরু থেকেই চীন লকডাউন পন্থা অবলম্বন করে সফল হয়েছে দেখে পৃথিবীর বিভিন্ন দেশ এই পন্থা অবলম্বন করেছে, ফলে ভেঙে পড়েছে পৃথিবীর সামগ্রিক অর্থনীতি। উন্নত অর্থনীতির দেশগুলোও সামাল দিতে পারছে না, বেকারত্বের সংখ্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এখন সবচেয়ে বেশি। এই পরিস্থিতিতে উন্নত দেশগুলোও লকডাউন শিথিল করে সচল করছে তাদের দেশের অর্থনীতি আর উন্নয়নশীল ও দরিদ্র রাষ্ট্রগুলোর কথা বলার অপেক্ষা রাখে না।

অন্যদিকে সব লকডাউন করেও ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণ করা গেছে তা এক বাক্যে বলা যাবে না, তা আমরা ইউরোপ-আমেরিকার দিকে তাকালেই বুঝতে পারি, উন্নত স্বাস্থ্যব্যবস্থা, সুশৃঙ্খল মানুষ ও কঠোর লকডাউন করেও আক্রান্তের সংখ্যা লাখ লাখ এবং মৃত্যু হয়েছে প্রায় তিন লক্ষাধিক মানুষের।

এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে লকডাউন নিয়েও। কারণ এতো কিছু পরেও ভাইরাস নিয়ন্ত্রণে আসেনি। এমনকি চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো কিছু দেশে শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ের সংক্রমণ। তবে লকডাউনের ফলে কিছু সুবিধা যে হয়েছে তা মেনে নিয়েছে অধিকাংশ দেশ। অন্তত কার্যকর টিকা বা ওষুধের আসার আগ পর্যন্ত সংক্রমণ কম রেখে হাসপাতাল ও স্বাস্থ্যব্যবস্থার উপর চাপ কমানোর পাশাপাশি প্রস্তুতি নেওয়ার সময় পাওয়া গেছে। হার্ড ইমিউনিটি তৈরিতে সবার অপেক্ষা টিকার জন্য, কিন্তু কখন টিকা পাওয়া যাবে তার নিশ্চয়তা নেই। আবার বেশি দিন লকডাউন রাখলে বিশ্বের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। তখন হয়তো কোভিড-১৯ রোগের চেয়ে না খেয়ে মারা যাওয়া মানুষের সংখ্যা বেশি হবে।

পক্ষান্তরে, লকডাউন না দিয়ে নির্দিষ্ট কিছু বিধিনিষেধ মেনে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ বিপণিবিতান-রেস্তোরাঁ খোলা রেখেও সুউডেন হেঁটেছে প্রাকৃতিকভাবে অর্জিত হার্ড ইমিউনিটির দিকে। তার ফলে লকডাউন থাকা দেশগুলো যখন দ্বিতীয় পর্যায়ে সংক্রমণ ঠেকোতে ব্যস্ত, সেখানে সুইডেন আগামী জুনের মধ্যেই আশা করছে নিয়ন্ত্রণ করবে ভাইরাসের সংক্রমণ। তবে এর বিনিময়ে তাদের হারাতে হয়েছে প্রবীণ নাগরিকদের। কিন্তু সেখানে মৃত্যুর হার আমেরিকা-ইউরোপের অন্যান্য দেশের তুলনায় কম, ভেঙে পড়েনি তাদের দেশের অর্থনীতি। এজন্য তাদের ছিল সুনির্দিষ্ট কিছু পরিকল্পনা, যার মাধ্যমে একদিকে তারা মেনে চলছে সব স্বাস্থ্যবিধি পুঙ্খানুপুঙ্খভাবে অন্যদিকে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করেছে সাধারণ জনগণের যথার্থ চিকিৎসা সেবার মাধ্যমে।

বাংলাদেশ হাঁটবে কোন দিকে?

করোনা গত সাড়ে চার মাস ধরে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও ক্ষমতাধর দেশগুলোকে যেভাবে নাকানিচুবানি খাওয়াচ্ছে, সেখানে বাংলাদেশর মতো তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশের অবস্থা হ-য-ব-র-ল হবে এটা অস্বাভাবিক নয়। একদিকে বিশাল জনগোষ্ঠী অন্যদিকে দূর্বল স্বাস্থ্য ব্যবস্থা, সব মিলিয়ে পরিস্থিতি দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। দেড় মাসের বেশি লকডাউনের পরও দেশে করোনা সংক্রমণ নিয়ন্ত্রিত না, একটি ছোট্ট দেশে বিশাল জনগোষ্ঠীকে সামাজিক দূরত্ব বজায় রাখানো সহজ ব্যাপার নয়, ফলে লকডাউনের মধ্যেই বেড়ে যাচ্ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। কিন্তু এই লকডাউন যা সরকার সাধারণ ছুটি বলছে, সেটা চার দফা বাড়িয়ে ৩০ মে পর্যন্ত করেছে, তার মধ্যে কিছু দিন ঈদের কথা বিবেচনা করে মার্কেট ও রপ্তানিমুখী গার্মেন্টস খোলায় মানুষের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হচ্ছে না, ফলে দ্রুত বাড়ছে সংক্রমণ।

আবার এভাবে লকডাউন বেশি দিন চালানো সরকারের পক্ষে সম্ভব না, কারণ দেশের স্থবির অর্থনীতি দ্রুতই চালু করতে হবে বাঁচার তাগিদে কিছু বিধিনিষেধ ও সামাজিক দূরত্ব মেনে। যা আমাদের দেশে প্রায় অসম্ভব। টিকা দিয়ে কোভিড-১৯ রোগের প্রতিরোধ ব্যবস্থা বা হার্ড ইমিউনিটি গড়ে ওঠা পর্যন্ত লকডাউন রাখা বাংলাদেশের মতো ছোট অর্থনীতির দেশের পক্ষে সম্ভব নয়। পাশাপাশি পর্যাপ্ত সংখ্যক করোনা টেস্ট করে আক্রান্ত রোগীকে আলাদা করাও সম্ভব নয়। কারণ এদেশে প্রতিদিন কয়েক হাজার টেস্টের মধ্যেই সীমাবদ্ধ।

আমেরিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের (সিডিসি) মতে, করোনায় আক্রান্ত রোগীর ৩০ শতাংশের অধিক অ্যাসিম্টোমটিক বা উপসর্গবিহীন। যদিও অন্যান্য দেশে এই উপসর্গবিহীন রোগী ৫০ শতাংশ বা তার বেশি। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে এটি ৮০ শতাংশ। তাই ধরে নিই, আমাদের দেশে এই উপসর্গবিহীন রোগীর সংখ্যা ৫০ শতাংশ হলেও সবার অজান্তেই তারা অন্য মানুষকে আক্রান্ত করছেন। তাই আক্রান্তের সঠিক পরিসংখ্যান এই মুহূর্তে জানা অসম্ভব। ফলে অজান্তেই মানুষের মধ্যে তৈরি হচ্ছে হার্ড ইমিউনিটি।

পক্ষান্তরে যদি বাংলাদেশ সুনির্দিষ্টভাবে প্রাকৃতিকভাবে হার্ড ইমিউনিটি তৈরি করতে চায় তাহলে ১৭ কোটি মানুষের ৭০ শতাংশ বা প্রায় ১২ কোটি মানুষের আক্রান্ত হতে হবে। এই বিশাল জনগোষ্ঠীকে দূর্বল স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে চিকিৎসা দেওয়া সম্ভব না। কারণ আক্রান্ত রোগীর ১০ শতাংশকে ভেন্টিলেটর বা আইসিইউ দেওয়ার প্রয়োজন হবে। তা এই ভঙ্গুর স্বাস্থ্যসেবা দিয়ে সম্ভব নয়। পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে বন্দী রাখতে হবে প্রবীণদের।

সুইডেন যেভাবে অংক কষে উন্নত অর্থনীতি ও স্বাস্থ্যসেবা নিয়ে মাঠ নেমে সহজে হার্ড ইমিউনিটির পথে এগিয়ে যাচ্ছে, তা বাংলাদেশে কোনোভাবেই সম্ভব নয়। কিন্তু এটাও মেনে নিতে হবে, দেশের অর্থনীতির স্বার্থে বেশি দিন লকডাউন সম্ভব নয়। ফলে আজ হোক বা কাল, স্বাভাবিক করতে হবে অর্থনীতির চাকা। তখন টিকা আবিষ্কার না হলে আর এক ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে ইউরোপ-আমেরিকার মতো। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনা করে টিকা বা প্রাকৃতিকভাবে হার্ড ইমিউনিটি তৈরির জন্য যে সুনির্দিষ্ট পরিকল্পনার প্রয়োজন তা দেশকে করতে হবে খুবই দ্রুত। এখন এই উভয় সংকটে দেখার বিষয় বাংলাদেশ কোন দিকে এগিয়ে চলে...।

দেশকে এগিয়ে নিতে হলে এখন দায়িত্ববান ব্যক্তিদের দূরদর্শিতার প্রয়োজন, সামনের সময় বড্ড ভয়ংকর। কারণ একদিকে ভঙ্গুর বিশ্ব অর্থনীতি, অন্যদিকে অসচেতন বিশাল জনগোষ্ঠীর খাদ্য ও স্বাস্থ্য নিরাপত্তা।

তথ্যসূত্র:
১) https://www.jagranjosh.com/general-knowledge/herd-immunity-1584451602-1
২) https://www.sciencefocus.com/news/coronavirus-can-herd-immunity-protect-us-from-covid-19/


লেখক: সহকারী অধ্যাপক, ফার্মেসি বিভাগ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সন্তোষ, টাঙ্গাইল

   

বর্জনে অসারের তর্জন গর্জন সার



কবির য়াহমদ, অ্যাসিস্ট্যান্ট এডিটর, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

দেশে ভারতীয় পণ্য বর্জনের একটা প্রচারণা শুরু হয়েছে। দীর্ঘদিন এটা ছিল কেবল সামাজিক মাধ্যমে। এখন এটা রাজনৈতিক ইস্যু হয়ে দাঁড়িয়ে গেছে। আগে যদিও ছিল, তবে সেটার প্রভাব এতখানি বিস্তৃত ছিল না।

রুহুল কবির রিজভীর পরনের চাদর ছুড়ে ফেলা এবং এরপর পুড়ানোর ঘটনার পর এখন এটা নিয়ে সরকারের একাধিক মন্ত্রী, প্রধানমন্ত্রীও কথা বলেছেন। ঘটনা যখন এত দূর গড়িয়েছে, তখন ধারণা করা যায়, খুব সহসা এটা থামছে না। যদিও শেষ পর্যন্ত এটা চূড়ান্ত বর্জন পর্যন্ত না পৌঁছে বাগযুদ্ধ পর্যন্তই সীমিত থাকবে।

বিএনপি মুখে ভারত-বিরোধিতার রাজনীতি করে আসছে দীর্ঘদিন ধরে। আওয়ামী লীগকে ঠেকাতে তাদের এই ভারত-বিরোধিতা চালিয়ে যেতে হয়েছে। দলটির ধারণা এবং প্রচারণা বলছে, আওয়ামী লীগকে ক্ষমতায় রেখেছে ভারত বা ভারতের অকুণ্ঠ সমর্থনে আওয়ামী লীগ 'যেনতেন উপায়ে' নির্বাচন করে ক্ষমতায় টিকে আছে। তাদের ধারণা, আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর প্রবল বিরোধিতা সত্ত্বেও আওয়ামী লীগ টিকে আছে মূলত ভারতের সমর্থন ও সহায়তার কারণে। সবশেষ নির্বাচনে পশ্চিমা দেশগুলোর তৎপরতাকে যেভাবে উড়িয়ে দিয়ে ক্ষমতায় রয়েছে আওয়ামী লীগ তাতে বিএনপির এই ধারণা আরও শক্ত হয়েছে। নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েও আমেরিকা ও ইইউভুক্ত দেশগুলো যে শেষ পর্যন্ত কঠোর হয়নি, এখানেও রয়েছে ভারতের প্রভাব। বিএনপির এই ধারণাকে আরও দৃঢ় করেছে একাধিক মন্ত্রীর বক্তব্য, যেখানে ওবায়দুল কাদের বলেছেন, 'গত নির্বাচনে ভারত বাংলাদেশের পাশে ছিল বলে বড় বড় দেশগুলো অশুভ হস্তক্ষেপ করতে পারেনি।’ হাছান মাহমুদ বলেছেন, 'নির্বাচন নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছিল, ওই সময় ভারত আমাদের পাশে ছিল। ২০১৮ সালে নির্বাচনে ভারত আমাদের সঙ্গে ছিল। এবারও ভারত আমাদের পাশে ছিল ও আছে।’

বিএনপির বিশ্বাস আর মন্ত্রীদের বক্তব্য যখন কাছাকাছি, তখন দলটি এবার কামান দাগাচ্ছে ভারতের দিকেই। নিজেদের রাজনৈতিক ব্যর্থতা আড়াল করতে এখন সামনে এনেছে ভারতীয় পণ্য বর্জনের প্রচারণা। প্রচারণায় সর্বশক্তি দেওয়ার এ প্রবণতায় মাঝে মাঝে ভ্রম হয়—ভারতের আন্তর্জাতিক বাণিজ্য বুঝি বাংলাদেশের ওপরই নির্ভরশীল! অথচ বাস্তবতা ঠিক উল্টো। ভারত থেকে আমদানি বন্ধ হয়ে গেলে আমাদের নিয়ন্ত্রণহীন বাজার ব্যবস্থা আরও ভেঙে পড়ে।

বাজার ব্যবস্থার দিকে ইঙ্গিত করে বক্তব্য দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নিজের পরনের ভারতীয় পণ্য (চাদর) ছুড়ে ফেলে দিয়ে এরপর নেতাকর্মীদের মাধ্যমে আগুনে পুড়ানোর দুইদিন পর ২২ মার্চ ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের বলেছেন, 'ভারতীয় পণ্য বয়কটের নামে বিএনপি বাজার ব্যবস্থা অস্থিতিশীল করার গভীর ষড়যন্ত্র করছে।' তিনি বলেন, 'বিএনপি নেতার (রিজভী) শাল ফেলে দিয়ে ভারতীয় পণ্য বয়কটের প্রদর্শন করা পাগলামি। আমাদের নিত্যপ্রয়োজনীয় পণ্যের একটি বড় অংশ আসে ভারত থেকে। বিএনপির এক নেতা (আব্দুল মঈন খান) গণতন্ত্র উদ্ধারে ভারতের সহযোগিতা চায়, আবার আরেক নেতা ভারতের পণ্য বয়কটের ডাক দেয়। আসলে বিএনপি রাজনৈতিক দল হিসেবে নিজেরা দিশেহারা হয়ে গেছে।'

ভারত বর্জনের প্রচারণায় যখন সংহতি জানালেন রুহুল কবির রিজভী, এর দিন তিনেক পর কিন্তু বিএনপির ইফতার মাহফিলে আমন্ত্রিত হয়েছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতের কূটনীতিকরা। গত ২৪ মার্চ রাজধানীর হোটেল ওয়েস্টিনে কূটনীতিকদের সম্মানে বিএনপি যে ইফতার মাহফিলের আয়োজন করে তাতে অংশ নেন ভারতের ডেপুটি হাইকমিশনার ড. বিনয় জর্জসহ দেশটির দূতাবাসের আরও কয়েকজন। ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রিজভী ইফতার মাহফিলে না থাকলেও দল কিন্তু এখানে ভারতকে বর্জন করতে পারেনি।

দলের নীতিনির্ধারণীতে রুহুল কবির রিজভী যে অবস্থানেই থাকুন না কেন, তিনি দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব; এবং নিত্যকার সংবাদ সম্মেলনের বেশিরভাগ তিনিই করে থাকেন। তার হঠাৎ ভারত-বিদ্বেষ প্রকাশ্য হলেও এটা নিয়ে দলের মধ্যে যে আলোচনা হয়নি তা এর মধ্যেই প্রকাশিত। যদিও বিএনপির যাবতীয় সিদ্ধান্ত দেশে হয় না, লন্ডন থেকে তারেক রহমানের নির্দেশনা আসে, এবং সে অনুযায়ী সেটা প্রকাশিত হয়। রিজভীর এই ভারতীয় পণ্য বর্জনে সংহতি প্রকাশ লন্ডন থেকে আসা সিদ্ধান্ত, নাকি রিজভীর একার তা এখনো পরিষ্কার নয়। তবে তার চাদর-নাটক যে ব্যাপক প্রভাব রেখেছে দেশের রাজনীতিতে সেটা বলার অপেক্ষা রাখে না।

ভারত-বিরোধিতা এবং ভারতীয় পণ্য বর্জনের বিষয়টি কেবল বাংলাদেশের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি। মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে গত ১১ মার্চ বিষয়টি তুলেছেন মুশফিকুল ফজল আনসারী। ২০০১ থেকে ২০০৬ পর্যন্ত তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সহকারী প্রেস সেক্রেটারির দায়িত্বে থাকা মুশফিকুল ফজল আনসারী মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলারের কাছে জানতে চান, ''মিডিয়ার রিপোর্ট অনুযায়ী, এই অঞ্চলে ‘ইন্ডিয়া আউট’ প্রচারণা ছড়িয়ে পড়ছে। একতরফা নির্বাচনের পর প্রতিবেশী ভারতে তৈরি পণ্য বর্জনকে উৎসাহিত করছে জনগণ। তাদের সন্দেহ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় রাখছে ভারতীয় কর্তৃপক্ষ। এই পরিস্থিতিকে কীভাবে মূল্যায়ন করবেন?" জবাবে ম্যাথিউ মিলার বলেন, 'এই প্রচারণা সম্পর্কেও আমরা অবহিত। আমি অবশ্যই ভোক্তাদের নিজেদের সিদ্ধান্ত নিয়ে কোনো মন্তব্য করতে চাই না—সেটা বাংলাদেশ হোক বা বিশ্বের অন্য কোথাও। কিন্তু বাংলাদেশ ও ভারত উভয়ের সঙ্গেই আমাদের সম্পর্ককে মূল্যায়ন করি। অবাধ, মুক্ত, নিরাপদ ও সমৃদ্ধ ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিশ্চিত করাসহ অভিন্ন স্বার্থে দুই দেশের সরকারের সঙ্গেই আমরা অব্যাহতভাবে কাজ করব।' এরপরই রুহুল কবির রিজভীর এই চাদর ছুড়ে ফেলা আর আগুন দেওয়ার ঘটনা। অর্থাৎ নির্বাচনকেন্দ্রিক এই ভারতীয় পণ্য বর্জনের প্রচার-প্রচারণা, যেখানে আমাদের অতিপরিচিত 'দেশি পণ্য, কিনে হও ধন্য' স্লোগানের কোনো সম্পর্ক নেই; সব সম্পর্ক, সব বিরোধিতা মূলত রাজনৈতিক। রাজনৈতিক ব্যর্থতা আড়ালের চেষ্টা।

এই যে ভারতীয় পণ্য বর্জনের প্রচারণা, এটা যদি দেশি পণ্যের প্রসারের উদ্দেশ্যে হতো, তাহলে সমস্যা ছিল না। সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে আওয়াজ তোলা হয়েছে, এবং সে অনুযায়ী প্রচার-প্রচারণা চলছে। এই প্রচার-প্রচারণা আবার লুফে নিয়েছে সরকার ও সরকারি দল আওয়ামী লীগ। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কথা বলছেন, কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ, কথা বলছেন অন্য মন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রীও। গতকাল বুধবার রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'বিএনপির এক নেতা (রুহুল কবির রিজভী) চাদর খুলে বলে দিয়েছেন, ভারতের পণ্য ব্যবহার করবেন না। যে নেতারা বলছেন ভারতীয় পণ্য বর্জন করেন, তাদের বউদের কয়খানা ভারতীয় শাড়ি আছে? তারা বউদের কাছ থেকে শাড়িগুলো এনে পুড়িয়ে দিচ্ছেন না কেন? আমি বিএনপি নেতাদের বলব, তাদের বউরা যেন ভারতীয় শাড়ি না পরেন। যেদিন ওগুলো এনে অফিসের সামনে পোড়াবেন, সেদিন বিশ্বাস করব, আপনারা ভারতীয় পণ্য বর্জন করলেন।' আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আরেক বক্তব্যে বলেছেন, 'চিরাচরিত পাকিস্তানি কায়দায় ভারতের বিরোধিতা শুরু করেছে বিএনপি। তারা যখন কোনো রাজনৈতিক ইস্যু না পায়, তখনই এই একটা ইস্যু সামনে নিয়ে আসে। বঙ্গবন্ধুর আমলেও করেছে, এখন শেখ হাসিনার আমলেও তাই করছে।' বলা যায়, রুহুল কবির রিজভীর একটা চাদর কেবল চাদরই থাকল না, এটা রাজনৈতিক অঙ্গনে বাগযুদ্ধের এক প্রপঞ্চ হয়ে গেছে।

মুক্তবাজার অর্থনৈতিক ব্যবস্থায় এভাবে কোনো দেশের পণ্য কি বর্জন করা সম্ভব? আমাদের দেশে কি সম্ভব ভারতের সব পণ্য বর্জনের? যে বিএনপি নেতারা বর্জনের পক্ষে তর্জন গর্জন করছেন তারা কি বাস্তবতা টের পান না? গায়ে থাকা ভারতীয় চাদর যেদিন খুলেছেন সেদিনই কি প্রমাণ হয়নি রুহুল কবির রিজভী ভারতের পণ্যের অন্যতম ভোক্তা? অন্য অনেক উদাহরণ দেওয়া যায়, সামান্য এক উদাহরণ দিলেও বলা যায়—যে সিএনজিচালিত অটোরিকশার দখলে রাজধানীসহ সারাদেশ, সে অটোরিকশাগুলোও আসে ভারত থেকে। ২০০২ সালের শেষের দিকে বাংলাদেশে এই সিএনজিচালিত অটোরিকশা চলাচল শুরু হয়, এবং এর শুরুটা করে বিএনপি সরকারই। মোটরসাইকেলসহ অন্য অনেক যানবাহন, নিত্য ভোগ্যপণ্য, ব্যবহার্য পণ্যের অনেক কিছুতেই আমরা ভারতের ওপর নির্ভরশীল। এই নির্ভরশীলতাকে অস্বীকার করার উপায় নাই।

আমরা জানি, বিএনপিও জানে এসব; কিন্তু স্বীকার করছে না। নিজেদের রাজনৈতিক ব্যর্থতা আড়াল করতে তারা ঢাল হিসেবে ব্যবহার করতে চায় ভারত-বিরোধী প্রচারণাকে। এটাকে কি বলা যায় 'অসারের তর্জন গর্জন সার'? কারণ রাজপথ আর রাজনৈতিক অঙ্গনে ক্ষমতাহীনের গর্জনই বেশি শোনা যায়। বিএনপি এক্ষেত্রে একটা উদাহরণ হয়ে আছে এই ভারতের পণ্য বর্জনের প্রচার-প্রচারণা বা তর্জন গর্জন দিয়ে।

তবু বলি, এই বাকযুদ্ধে সরকার ও সরকার দল আওয়ামী লীগের বিপুল অংশগ্রহণ জরুরি নয়। জরুরি নয় মন্ত্রী-প্রধানমন্ত্রীর ধারাবাহিক বাক্য খরচের। রাজনৈতিক উদ্দেশ্যে পরিচালিত অন্তঃসারশূন্য যে প্রচার-প্রচারণা, সেখানে অংশ না নেওয়াটাই হতে পারে যথার্থ সিদ্ধান্ত।

;

সফুরের পুড়ে অঙ্গার হওয়া ও রাষ্ট্রের গভীর ‘ঘুম’



আশরাফুল ইসলাম, পরিকল্পনা সম্পাদক বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

দেশে অপঘাতে মৃত্যুর সংখ্যা যেভাবে প্রতিনিয়তই বেড়ে চলছে, তাতে ‘স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি’ চাওয়া প্রবাদপ্রতিম সাংবাদিক নির্মল সেনের সেই আকাঙ্ক্ষা আজ যেন বিদ্রুপ করছে! আমরা কে যে কখন অপঘাতের এই মৃত্যুকে আলিঙ্গন করতে চলেছি তা বলা কঠিন!

রাষ্ট্রের অঙ্গসমূহের দীর্ঘ ঔদাসীন্যে যখনই একেকটি দুর্ঘটনায় মৃত্যুর মিছিল ছুটতে শুরু করে, তখনই তাদের কিঞ্চিৎ নিদ্রাভঙ্গ ঘটে। মিডিয়ার তৎপরতায় তাদের দৌঁড়ঝাঁপ কিছু সময় সমান্তরালে চলতে থাকে। ফের গভীর ঘুমে চলে যান তারা!

হতাশাজনক এই অবস্থায় উপনীত হয়ে প্রতিদিনই আমাদের অপেক্ষা করতে হয়, কোথায় কী ঘটতে চলেছে! সংবাদপত্রের অফিসগুলোতে অপঘাতের মৃত্যুর এই হরহামেশা ব্যাপারটি এমন দাঁড়িয়েছে যে, কেবল সংখ্যা দিয়ে বিচার করা হয় ঘটনার ভয়াবহতা।

শুনতে খারাপ লাগলেও মানুষের প্রাণের মূল্য আজ এমনি মূল্যহীন হয়ে পড়েছে যে, নিত্যনতুন ঘটনার ডামাডোলে, আজকের ‘ক্রন্দনরোল’ দু’দিন বাদে কোথায় যে অপসৃত হয়ে যাচ্ছে, আমরা কেউ তার খোঁজ রাখি না। বাস্তবতা আমাদের এমন জায়গায় উপনীত করেছে যে, বর্তমানের এই সমাজকে ‘প্রাণহীন’, ‘মূল্যবোধহীন’ বললেও বোধহয় কম বলা হবে।

গেল সোমবার (২৫ মার্চ, ২০২৪) বিকেলে চট্টগ্রামের চন্দনাইশের গাছবাড়িয়া কালঘর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের আগুনে পুড়ে ছফুর নামের সিএনজিচালিত অটোরিকশা চালকের মৃত্যু পাষাণ হৃদয়কেও টলিয়ে দিয়েছে! এ দু’দিন ফেসবুকের পাতায় সফুরের পুড়ে অঙ্গার হয়ে যাওয়া ছবিটি ঘুরে ফিরে আমাদের দংশন করেছে।

ফায়ার সার্ভিসের বরাতে ঘটনার বিবরণে যা জানা যাচ্ছে, হাইওয়ের গাছবাড়িয়া এলাকায় পুলিশ বালুবাহী একটি ডাম্প ট্রাককে থামার নির্দেশ দিলেও চালক নির্দেশ অমান্য করে দ্রুতগতিতে গাড়ি চালাতে থাকেন। বেপরোয়া গতির ট্রাকটি সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিলে অটোরিকশার সিলিন্ডার বিস্ফোরণে হতভাগ্য চালক নিজের সিটে বসেই নির্মম মৃত্যুকে বরণ করেন।

সফুরের মৃত্যুর শোক কেটে উঠতে না উঠতেই গতকাল (২৬ মার্চ, ২০২৪) একই পরিবারের ৫ জনের মৃত্যুর খবর পেলাম আমরা। খবরে প্রকাশ, মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মঙ্গলবার ভোরে জুড়ীর পূর্ব গোয়ালবাড়ি গ্রামের মখলিছ মিয়ার বাড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই পরিবারের ৫ জনের অপমৃত্যু ঘটে।

দুর্ঘটনা ঘটবে, এতে হতাহতও হবেন কেউ না কেউ; কিন্তু চারপাশে অপঘাতে এমন মৃত্যুর মিছিল যে রাষ্ট্রের বিভাগগুলোর ভঙ্গুর ব্যবস্থাপনার কারণেই দীর্ঘ থেকে দীর্ঘায়িত হচ্ছে, তা বলার অপেক্ষা রাখে না। আমরা যদি পথ দুর্ঘটনার কথাই বলি, তবে বলতে হবে দেশের সড়কগুলো যেন মৃত্যুর ফাঁদ রচনা করে বসে আছে।

সড়কে দুর্ঘটনা ঘটতেই পারে কিন্তু তারও একটা মাত্রা আছে। প্রযুক্তির সদ্ব্যবহার, সংশ্লিষ্ট সবার আইন মানার প্রবণতা আর কর্তৃপক্ষের কঠোর তদারকির মাধ্যমে এই মাত্রাকে সহনীয় পর্যায়ে নিয়ে আসা সম্ভব। আমাদের সরকারের বিপুলসংখ্যক কর্মচারী জনগণের করের অর্থে নানা ‘প্রকল্প’ সংক্রান্তে (অভিজ্ঞতা লাভ, কেনাকাটা ইত্যাদি) বিদেশ ভ্রমণ করেন।

সড়ক দুর্ঘটনা রোধ করে বিশ্বে যেসব দেশ রোলমডেল হয়েছে, সেসব দেশের অভিজ্ঞতা লাভে আমাদের ‘রাজ কর্মচারীরা’ বিদেশ সফর করেছেন কি না আমাদের জানা নেই, তবে নিশ্চয়ই করবার কথা। যদি এ ধরনের সফরে গিয়েই থাকেন তবে লব্ধ অভিজ্ঞতার কী কাজে লাগানো হয়েছে, তা আমরা জানতে চাই! সড়কে মৃত্যুর এই মিছিল বন্ধে আইনের প্রয়োগের সঙ্গে সংশ্লিষ্টদের মনোবৃত্তির যে বিরাট পরিবর্তন করা জরুরি আর বাংলাদেশের যে বাস্তবতা তাতে সম্পূর্ণরূপে খোলনলচে বদলে ফেলার বিকল্প কী হতে পারে, তা আমাদের জানা নেই।

তবে যুৎসই একটি শব্দ প্রয়োগ করা যেতেই পারে। তা হচ্ছে, ‘আমূল পরিবর্তন’। কিন্তু ক্ষমতাসীন দলের পরিবহন খাত সংশ্লিষ্ট নেতারা কিংবা স্বার্থসংশ্লিষ্ট ‘রাজ কর্মচারীরা’ এই রকম পরিবর্তনের প্রয়াস আদৌ কি হতে দেবেন বা ইতোপূর্বে দিয়েছেন! এর সোজাসাপটা উত্তর- ‘না’।

সোশ্যাল মিডিয়ায় গেল দু’দিনের বিস্তর মুক্ত আলোচনায় কেবলমাত্র পরিবহন ও যোগাযোগ খাত নিয়ে নাগরিকেরা যত অভিমত তুলে ধরেছেন, তা বিস্তৃত আলোচনার দাবি রাখে। তবে যানবাহনের জ্বালানি হিসেবে সিলিন্ডার গ্যাসের ব্যবহার ও বর্তমান বাস্তবতা আমাদের কী পরিমাণ ঝুঁকিতে রাখে, তা নিয়ে কিছু মন্তব্য নিঃসন্দেহে প্রণিধানযোগ্য। অনেকের অভিমত, গাড়িতে ব্যবহৃত গ্যাসভর্তি সিলিন্ডারগুলো একেকটি চলন্ত বোমা।

দেশের এই চলন্ত বোমা (মেয়াদোত্তীর্ণ কিংবা ব্যবহার অনুপযোগী) নিয়ে কতসংখ্যক যানবাহন নিত্যদিন চলছে তার হিসাব আমাদের জানা নেই। সড়কে গাড়ির কাগজপত্রের বৈধতা দেখতে যেভাবে হঠাৎ দাঁড় করিয়ে অনুসন্ধান চালানো হয়, ঠিক তেমনি করে সিলিন্ডারের উপযোগিতা দেখার জন্য কোনো কর্তৃপক্ষের এমন তদারকি চোখে পড়ে না।

কিন্তু বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ, তা নিশ্চয়ই সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা বলবেন। তবে আমরা স্বল্পজ্ঞানে এইটুকু বুঝতে পারি, এই জায়গাটিতে যথেষ্ট উদাসীনতা বিরাজমান এবং আমরা এও শুনি, তদারকি কর্তৃপক্ষের সংশ্লিষ্টদের ‘ম্যানেজ’ করে ছাড়পত্র নিতে অসুবিধা হয় না। তার মানে সুশাসনের অভাব দুর্ঘটনা রোধের প্রতিটি সংশ্লিষ্ট দপ্তরের বিরুদ্ধেই করা যাবে।

আমরা জানি না, সড়কে নাগরিকদের মৃত্যুর এই মিছিল থামাতে রাষ্ট্র আদৌ কঠোর কোনো পদক্ষেপ নেবে কি না কিংবা ‘কঠোরতর’ পদক্ষেপ শেষ পর্যন্ত কার্যকারিতার মুখ দেখবে কি না! তবে আপাতদৃষ্টিতে তার কোনো সুলক্ষণ চোখে পড়ছে না বিধায় আমাদের দীর্ঘশ্বাস হয়ত আরও দীর্ঘায়িতই হবে।

একইভাবে বলা যায়, অগ্নি দুর্ঘটনায় মৃত্যুর যে পরিসংখ্যান গেল এক দশকেই আমরা জানতে পারছি, তাতে শিউরে না ওঠার কোনো উপায় নেই। অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের তোড়জোড়ে অগণন মানুষের প্রাণহানি ইতিহাসে লেখা হবে না।

সংশ্লিষ্টদের হেলায় বহু প্রাণ ঝরে যাওয়ায় দায়ীদের দায়মুক্তি দিয়ে রাষ্ট্র হয়ত ক্ষমতাবানদেরই পাশে থাকবে। আর ‘জনগণই সকল ক্ষমতার উৎস’ টাইপের কিছু বচন আওড়ে রাজনীতির সরেস মানুষেরা ক্ষমতার মসনদে পালাবদল করবেন!

;

‘মুক্তিযুদ্ধ’র সমাপ্তি টানতে যে কাজ আজও বাকী



অঞ্জনা দত্ত
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

এই বছরের মার্চের ২৫ তারিখে কাকতালীয় ভাবে মিলে গেল দোল পূর্ণিমা। সনাতন ধর্মাবলম্বীরা সাধারণত দোলের দিনে রঙের খেলায় মেতে উঠেন । বোলপুরের শান্তিনিকেতন এই দিনে রঙে রঙে রঙিন হয়ে উঠে। তবে এখন দোল পূর্ণিমার কথা হবে না। শুধু মনে করিয়ে দিতে এসেছি ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী রাত দশটা থেকে ঢাকার রাস্তায় ভারি অস্ত্রশস্ত্র নিয়ে নেমেছিল বাঙালির রক্ত নিয়ে হোলি খেলতে৷ সেই রাতে বাঙালির রক্ত নিয়ে হোলি খেলেছিল বাংলাদেশের যেসব বড়ো বড়ো শহরে ক্যান্টনমেন্ট ছিল, সেইসব শহরে ক্যান্টনমেন্ট থেকে পাকিস্তানি রক্তপিপাসু সৈন্যরা। সেই বড়ো দুঃখের দিনের কিছু কথা বলতে এসেছি।

যতদিন বাঙালি জাতি স্মৃতিশক্তি হারাবে না, বিশেষ করে যাঁরা মুক্তিযুদ্ধ দেখেছেন, যাঁরা মুক্তিযুদ্ধ করেছেন, যেসব পরিবার স্বজন হারিয়েছেন, যেসব পরিবার থেকে তাঁদের মা-বোনদের এই হায়েনারা ধরে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন করেছিল... হত্যা করেছিল সেইসব পরিবার কোনোদিন ২৫ মার্চ থেকে শুরু করে ১৬ ডিসেম্বর বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত একটা দিনকেও ভুলতে পারবেন না। এইসব পরিবারের সদস্যরা ধুঁকে ধুঁকে বেঁচেছিলেন মুক্তিযুদ্ধের নয় মাস। এঁদের সাথে যুক্ত করুন এক কোটি শরণার্থীদের যাঁরা বাধ্য হয়েছিল দেশ ত্যাগ করতে এবং দেশের ভিতরেও কোটি কোটি মানুষ নিজ বাড়িতে থাকতে না পেরে অন্যত্র আশ্রয় নিয়েছিলেন। তাঁরা যতদিন বেঁচে থাকবেন ততদিন এই মানসিক যন্ত্রণা থেকে বের হতে পারবেন।

পাকিস্তানিরা এই দেশের মুসলমানদের সাচ্চা মুসলমান ভাবত না। তারা এঁদের ভারতের দালাল ভাবত। ওরা আমাদের দেশের মুসলমানদের নিকৃষ্ট ভাবত, আরও একটি কারণে যে তাদের দৃষ্টিতে বাঙালি মুসলিমরা হিন্দু থেকে ধর্মান্তরিত হয়ে মুসলিম হয়েছে। তাই তাদের এতটুকু কষ্ট হয়নি, খারাপ লাগেনি, পরকালের ভয় হয়নি পাখির মতো গুলি করে মারতে আমাদের ভাইদের, বাবাদের, আমাদের সন্তানদের। এক চুকনগরে কয়েকঘন্টায় দশ সহস্রাধিক বাঙালিকে ব্রাশফায়ার করে হত্যা করেছে এই জালিমরা।

তখন বিশ্বজুড়ে চলছিল সমাজতান্ত্রিক এবং ধনতান্ত্রিক সমাজব্যবস্থার মধ্যে ঠান্ডা লড়াই। তাই তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ভারতের পাশে দাঁড়ালো আমাদের মুক্তিযুদ্ধের সমর্থনে। সোভিয়েত ইউনিয়নের সমর্থন না থাকলে ভারত এতবড়ো ঝুঁকি নিত কি না সন্দেহ আছে। কেননা ঠিক ঐ সময়ে আমেরিকা এবং চীনের মধ্যে সম্পর্ক পাতানোর কাজে দূতিয়ালি করছিল পাকিস্তান। চীন ছিল পাকিস্তানের মিত্র। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পাকিস্তানের সম্পর্কও ভালো ছিল। যদিও সাধারণ মার্কিন জনগণ এই জেনোসাইডের বিরুদ্ধাচরণ করেছিলেন। তাঁদের ছিল ভিয়েতনামের যুদ্ধের নির্মম অভিজ্ঞতা।

মার্কিন যুক্তরাষ্ট্র তখন ভিয়েতনাম থেকে বের হয়ে আসার পথ খুঁজছিল। মার্কিন প্রশাসনের কাজ ছিল তখন কোনো দেশের জনগণ শোষণের বিরুদ্ধে মুক্তি আন্দোলনে ঝাঁপিয়ে পড়লে তাঁদের টুঁটি চেপে ধরত। না জানি এখানে সমাজতন্ত্র কায়েম হয়ে যায়! বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়েও মার্কিন সরকারের এই ভয় ছিল। পাকিস্তান সৃষ্টি হওয়ার পর থেকেই বাঙালি মুসলমানদের স্বপ্ন ভঙ্গ হতে শুরু করেছিল। ১৯৪৭ সালের অল্প কিছু সময়ের পর থেকেই বাঙালিরা নানারকম অন্যায়ের প্রতিবাদ করতে শুরু করেছিল। তার প্রথম রক্তঝরা আন্দোলন শুরু হয় ১৯৫২ সালে রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠা করার মধ্যে দিয়ে। '৫২ এর হাত ধরেই আসে একাত্তর।

গভীর শ্রদ্ধা জানাই ২৫ মার্চের অপারেশন সার্চলাইটের মাধ্যমে যেসব নীরিহ বাঙালি প্রাণ দিয়েছিলেন। সংসদ নির্বাচনে বাঙালিরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করার পরেও পাকিস্তানি জেনারেলরা বঙ্গবন্ধুর হাতে ক্ষমতা হস্তান্তর না করে তার বাহিনীকে লেলিয়ে দিয়েছিল বাঙালির রক্ত নিয়ে হোলি খেলতে। স্বাধীনতার ৫৩ বছর পরেও আমরা জাতিসংঘ থেকে জেনোসাইডের স্বীকৃতি আদায় করতে পারিনি। আরও ৫৩ বৎসর অপেক্ষা করতে হবে? অনেকেই আর্মেনিয়ার উদাহরণ দেখায় ওদের ওপর করা অটোমান সাম্রাজ্যের জেনোসাইডের স্বীকৃতি পেতে, তাও আংশিক, ১০০ বছর লেগেছিল। তাহলে কি আমাদের সেদিকে ঠেলে দিচ্ছে?

আপনারা সোচ্চার হন জাতিসংঘ কর্তৃক আমাদের জেনোসাইডের স্বীকৃতি আদায়ে। আমাদের মা-বোনদের ওপর যে নির্মম অত্যাচার করেছিল পাকিস্তানি সেনাবাহিনী, আমাদের ত্রিশ লক্ষ শহিদের হত্যা করেছিল, তাঁদের কাছে আমরা দায়বদ্ধ। ওঁরা আমাদের একটা স্বাধীন দেশ দিয়ে গেছেন। আর আমাদের কর্তব্য হলো যারা একাজ করেছিল তাদের বিচার করা। আর সেটি সম্ভব হবে যখন আমরা জেনোসাইডের স্বীকৃতি পাবো। তাই আসুন আজ থেকে গণহত্যা না বলে ১৯৭১ এর ২৫ মার্চ থেকে ১৬ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে যা কিছু সংঘটিত করেছে পাকিস্তানি হানাদার সেনাবাহিনী, একে আমরা বলব জেনোসাইড। আর একটি কথা আপনাদের সন্তানদের, আপনাদের বংশধরদের বলে যান-কী ঘটেছিল ১৯৭১ সালে এই দেশে। কেননা জেনোসাইডের স্বীকৃতি আদায়ের যুদ্ধে ওদের অংশগ্রহণের প্রয়োজন হবে। সেদিন হবে আমাদের মুক্তিযুদ্ধের সমাপ্তি। জয় বাংলা। জয় বঙ্গবন্ধু।

লেখক: কথাসাহিত্যিক ও প্রাবন্ধিক

;

স্বাধীনতার ঘোষণা বাঙালি জাতির ইতিহাসে এক যুগান্তকারী মুহূর্ত



ড. মতিউর রহমান
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

১৯৭১ সালের ২৬শে মার্চ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা বাঙালি জাতির ইতিহাসে এবং আত্মনিয়ন্ত্রণের সংগ্রামের এক অম্লান মুহূর্ত হিসেবে চিহ্নিত। এটি ছিল পশ্চিম পাকিস্তানের অত্যাচারী শাসনের অধীনে পূর্ব পাকিস্তানের জনগণের কয়েক দশকের নিপীড়ন, প্রান্তিকতা এবং শোষণের চূড়ান্ত পরিণতি।

বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাকে বুঝতে হলে প্রথমেই এর জটিল ঐতিহাসিক প্রেক্ষাপট বোঝা আবশ্যক। প্রায় দুইশত বছরের ব্রিটিশ শাসনের পর ১৯৪৭ সালে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান নামক রাষ্ট্র গঠিত হয় এবং পূর্ব বাংলাকে পাকিস্তানের অংশ হিসেবে ঘোষণা করা হয়। একমাত্র ধর্মীয় পরিচয় ছাড়া পাকিস্তানের দুই অংশের মধ্যে আর কোনো বিষয়ে মিল ছিলনা। যাই হোক, পাকিস্তান নামক রাষ্ট্রটি এর দুই অংশের মধ্যে ভাষাগত, সাংস্কৃতিক এবং অর্থনৈতিক বৈষম্য দূর করতে ব্যর্থ হয়, যার ফলে বাঙালি জনগণের মধ্যে ব্যাপক ক্ষোভ জন্ম নেয় ও অসন্তোষ দেখা দেয়।

শুরু থেকেই পশ্চিম পাকিস্তানের শাসকরা পূর্ব পাকিস্তানের জনগণকে প্রান্তিকতার দিকে ঠেলে দেয় ও শোষণ ব্যবস্থা কায়েম করে। তাদের সঙ্গে দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসাবে আচরণ করে এবং তাদের সম্পদ ও প্রতিনিধিত্বের ন্যায্য অংশ অস্বীকার করে। একমাত্র সরকারি ভাষা হিসেবে উর্দুকে আরোপ করা বাংলাভাষী সংখ্যাগরিষ্ঠ জনগণকে আরও বিচ্ছিন্ন করে এবং ভাষাগত ও সাংস্কৃতিক অধিকারের দাবিতে ক্ষোভ ও বিক্ষোভের জন্ম দেয়।

পশ্চিম পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের প্রতি ক্রমবর্ধমান অসন্তোষ ও মোহভঙ্গের মধ্যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙালি জনগণের অবিসংবাদিত নেতা ও কণ্ঠস্বর হিসেবে আবির্ভূত হন। গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার এবং ভাষাগত অধিকারের নীতির প্রতি তার অটল অঙ্গীকার বাঙালি জনগণের আকাঙ্ক্ষার সাথে গভীরভাবে অনুরণিত হয়েছিল। পূর্ব পাকিস্তানের জনগণ তাঁকে "বঙ্গবন্ধু" উপাধিতে ভূষিত করেছিল।

১৯৬০ এর দশক জুড়ে, বঙ্গবন্ধু পূর্ব পাকিস্তানের জনগণের অধিকার ও মর্যাদার জন্য নিরলস সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন, একটি ফেডারেল ব্যবস্থার কাঠামোর মধ্যে বৃহত্তর স্বায়ত্তশাসন এবং প্রতিনিধিত্বের পক্ষে ছিলেন। যাই হোক, সামরিক ও স্বার্থান্বেষী পশ্চিম পাকিস্তানের সরকারগুলো বাঙালি জনগণের ন্যায্য দাবির প্রতি উপেক্ষা দেখায় যা তাদের মধ্যে বিচ্ছিন্নতা ও ক্ষোভের অনুভূতি তীব্রতর করে।

পশ্চিম পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের সাথে রাজনৈতিক আলোচনা ও সংলাপে জড়িত থাকার জন্য বঙ্গবন্ধুর প্রচেষ্টা সত্ত্বেও, পশ্চিম পাকিস্তানের শাসকরা বাঙালি জনগণের দাবি মেনে নিতে অনড় এবং অনিচ্ছুক ছিলেন। বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকৃতি, সম্পদের বৈষম্যমূলক বণ্টন এবং সামরিক শক্তির মাধ্যমে ভিন্নমতকে দমন করা বাঙালি জনগোষ্ঠীর মধ্যে উত্তেজনা বাড়াতে এবং অন্যায়ের বোধকে গভীরতর করে।

১৯৭০ সালের ডিসেম্বরে টার্নিং পয়েন্ট আসে যখন বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ পাকিস্তানে অনুষ্ঠিত প্রথম গণতান্ত্রিক নির্বাচনে বিপুল বিজয় লাভ করে। পূর্ব পাকিস্তানের জনগণ আওয়ামী লীগকে যে অপ্রতিরোধ্য ম্যান্ডেট দিয়েছিল তা ছিল স্বায়ত্তশাসন ও স্বশাসনের জন্য একটি সুস্পষ্ট ম্যান্ডেট, যেখানে বঙ্গবন্ধু পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রস্তুত ছিলেন।

পশ্চিম পাকিস্তানের শাসক গোষ্ঠী, বাঙালি নেতৃত্বের হাতে ক্ষমতা হস্তান্তর করতে নারাজ ছিলেন এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে নস্যাৎ করার জন্য বিলম্বিত কৌশল ও অপকৌশল অবলম্বন করে। পূর্ব পাকিস্তানের জনগণের নির্বাচিত প্রতিনিধিদের কাছে জাতীয় পরিষদের অধিবেশন এবং ক্ষমতা হস্তান্তর করতে অস্বীকৃতি জানানোর ফলে সমগ্র পূর্ব পাকিস্তানে ব্যাপক অসন্তোষ ও বিক্ষোভ দেখা দেয়।

পশ্চিম পাকিস্তানের সামরিক জান্তা কর্তৃক ক্রমবর্ধমান দমন-পীড়ন ও সহিংসতার মুখে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে বাঙালি জনগণের স্বার্থ ও অধিকার রক্ষার জন্য সিদ্ধান্তমূলক অবস্থান নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। ১৯৭১ সালের ৭ মার্চ তিনি ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) এক ঐতিহাসিক ভাষণ দিয়ে জনগণকে ঐক্য, প্রতিরোধ ও স্বাধীনতার সংগ্রামের আহ্বান জানান।

১৯৭১ সালের ২৫শে মার্চের কালো রাতে পশ্চিম পাকিস্তানের সামরিক জান্তা বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করতে এবং ভিন্নমতের যে কোনো চিহ্নকে চূর্ণ করার জন্য অপারেশন সার্চলাইট নামে একটি নৃশংস গণহত্যা চালায়। পাকিস্তানি সেনাবাহিনী কর্তৃক সংঘটিত নির্বিচার হত্যা, ধর্ষণ এবং নৃশংসতা পূর্ব পাকিস্তান জুড়ে ধ্বংসযজ্ঞ ও আতঙ্কের পথ রেখে যায়, যা বঙ্গবন্ধুকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের দ্বারপ্রান্তে ঠেলে দেয়।

১৯৭১ সালের ২৬শে মার্চের প্রথম প্রহরে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাঙালির অবিসংবাদিত নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর করেন। তাঁর স্বাধীনতার ঘোষণা, প্রতিরোধ ও প্রতিবাদের চেতনায় উদ্বুদ্ধ, পূর্ব পাকিস্তানের জনগণকে জাগিয়ে তুলেছিল এবং মুক্তির শিখা জ্বালিয়েছিল যা শেষ পর্যন্ত একটি নতুন জাতির জন্মের দিকে পরিচালিত করে।

বাংলাদেশের জন্য বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা নিছক প্রতীকী বিষয় ছিল না। এটি ছিল অত্যাচার ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিরোধের একটি সাহসী সিদ্ধান্ত। এটি নয় মাসব্যাপী মুক্তিযুদ্ধের পথ প্রশস্ত করেছিল, যে সময়ে বাংলাদেশের জনগণ, মুক্তিবাহিনীর (মুক্তিযোদ্ধা) নেতৃত্বে, ভারতীয় যৌথ বাহিনীর সহায়তায় পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বীরত্বপূর্ণ সংগ্রাম পরিচালনা করে বিজয় ছিনিয়ে আনে এবং ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উত্তরাধিকার এবং তার স্বাধীনতার ঘোষণা স্বাধীনতা, গণতন্ত্র এবং জাতীয় ঐক্যের মূল্যবোধকে সমুন্নত রাখতে বাংলাদেশীদের ধারাবাহিকভাবে অনুপ্রাণিত করে চলেছে। একটি গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন আজও ততটাই প্রাসঙ্গিক রয়ে গেছে যেমনটা ১৯৭১ সালের উত্তাল দিনগুলোতে ছিল।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা ছিল বাঙালি জাতির ইতিহাসে একটি অমর ঘটনা। এই ঘোষণা ছিল বাঙালিদের অধিকার, মর্যাদা এবং আত্মনিয়ন্ত্রণের আকাঙ্ক্ষার এক সাহসী প্রকাশ। এই ঘোষণার মাধ্যমে বঙ্গবন্ধু শুধুমাত্র একটি স্বাধীন রাষ্ট্রের জন্মই দেননি, বরং একটি নতুন জাতির ভিত্তি স্থাপন করেছিলেন।

এই ঘোষণা বাঙালিদেরকে একত্রিত করেছিল এবং তাদেরকে তাদের ভাগ্যের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিতে অনুপ্রাণিত করেছিল। এই ঘোষণা ছিল একটি নতুন সূচনার প্রতীক, একটি নতুন যুগের সূচনা, যেখানে বাঙালিরা তাদের পূর্ণ সম্ভাবনায় পৌঁছাতে পারবে।

বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা আজও আমাদের অনুপ্রাণিত করে, আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে আমরা কী অর্জন করেছি এবং আমাদের কী অর্জন করতে হবে। এই ঘোষণা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার এবং আমাদের স্বাধীনতার জন্য লড়াই করা সকলের স্মৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানায়।

২৬ শে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী মুহূর্ত। এটি একটি স্মরণীয় দিন যা আমরা চিরকাল গর্বের সাথে উদযাপন করব। কয়েক দশকের নিপীড়ন ও শোষণের অন্ধকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন এক উজ্জ্বল নক্ষত্র। তার অটল সংকল্প, নিরলস নেতৃত্ব, অসীম ত্যাগ ও দীর্ঘ সংগ্রাম মুক্তির সূচনা করে জন্ম দিয়েছিল এক নতুন জাতির।

ন্যায়বিচার, সাম্য ও গণতন্ত্রের মূলনীতিতে বিশ্বাসী বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশের জন্য একটি উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখেছিলেন। তার আদর্শের আলোয় আজও বাংলাদেশ তার অগ্রযাত্রা অব্যাহত রেখেছে।

লেখক: গবেষক ও উন্নয়নকর্মী।

;