স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় কলেজ ছাত্রের কারাদণ্ড

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নীলফামারী, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

নীলফামারীর সৈয়দপুর উপজেলার লক্ষণপুর স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির এক ছাত্রীকে উত‌্যক্ত করার দায়ে এক কলেজ ছাত্রের ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম‌্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩১ জানুয়ারি) ভ্রাম‌্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়া এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত জাহাঙ্গীর আলম (২০) সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর বালাপাড়া গ্রামের মাংস ব‌্যবসায়ী শফিকুল ইসলামের ছেলে। তিনি কামারপুকুর ডিগ্রি কলেজের বিএ পড়ছেন।

বিজ্ঞাপন

সৈয়দপুর থানা সূত্রে জানা যায়, বাঙ্গালীপুর ইউনিয়নের চরক পাড়ার ওই ছাত্রী স্কুলে যাওয়া আসার সময় উত্ত্যক্ত করতেন জাহাঙ্গীর আলম। এ ঘটনায় ছাত্রীর পরিবার থানায় অভিযোগ করলে বৃহস্পতিবার দুপুরে পুলিশ জাহাঙ্গীরকে আটক করে।

পরে জাহাঙ্গীর আলমকে ভ্রাম‌্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম গোলাম কিবরিয়া বখাটে ওই যুবককে ৬ মাসের কারাদণ্ড দেন।

বিজ্ঞাপন