দুই শতাধিক প্রবীণ পেলেন ভাতা ও সহায়ক উপকরণ
নড়াইলে প্রবীণদের মাঝে ভাতা ও শীতবস্ত্রসহ বিভিন্ন সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (৪ জানুয়ারি) সদর উপজেলার হবখালী ইউনিয়নের ২১৭ জন প্রবীণের মাঝে এসব উপকরণ বিতরণ করা হয়।
বেসরকারি সংগঠন এডিআইর আয়োজনে ৭৫ জন প্রবীণকে ৬০০ টাকা হারে চার মাসের বয়স্ক ভাতা বাবদ ২ হাজার ৪০০ টাকা করে মোট ১ লাখ ৮০ হাজার টাকা, দু’জন প্রবীণকে ২টি হুইল চেয়ার, ২০টি কমোড চেয়ার, ২০টি ওয়াকিং স্টিক, ৫০টি চাদর ও ৫০টি কম্বল বিতরণ করা হয়।
প্রবীণদের মাঝে ভাতা ও সহায়ক উপকরণ বিতরণে উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অল্টারনেটিভ ডেভেলপমেন্ট ইনিসিয়েটিভ (এডিআই)-এর নির্বাহী পরিচালক মোহসেন আরা বেগমের সভাপতিত্ব করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার সালমা সেলিম।
এ সময় আরও বক্তব্য রাখেন হবখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রিয়াজুল ইসলাম চঞ্চল, এডিআইর সহকারী পরিচালক মো. ইকবাল হোসেন, মো. আনিচুর রহমান, জোনাল ম্যানেজার আলিয়ার রহমান, আঞ্চলিক ব্যবস্থাপক আমিনুর রহমান, সমৃদ্ধি কর্মসূচি সমন্বয়কারী মো. শহীদুজ্জামান, প্রবীণ কর্মসূচির প্রোগ্রাম অফিসার মো. নূরুজ্জামান, হবখালী ইউনিয়ন প্রবীণ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ মল্লিক প্রমুখ।
অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রবীণসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।