ঘুরতে গিয়ে দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, নড়াইল, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ঘুরতে গিয়ে দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত। ছবি: প্রতীকী

ঘুরতে গিয়ে দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত। ছবি: প্রতীকী

মহান ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান শেষে মোটরসাইকেল নিয়ে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নাঈম শিকদার (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) কালিয়া-তেরখাদা সড়কের কলাবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নাঈম নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামের মনির শিকদারের ছেলে ও কলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।

বিজ্ঞাপন

পারিবারিক সূত্রে জানা গেছে, নড়াইলের নড়াগাতি থানার কলাবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে চলতি এসএসসি পরীক্ষায় অংশ নেয়া নাঈম শিকদার ও তার সহপাঠী একই গ্রামের মনির শেখের ছেলে আব্দুর রহিম মোটরসাইকেল নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে বিদ্যালয়ে যায়। অনুষ্ঠান শেষে মোটরসাইকেল নিয়ে তারা ঘুরতে যায়। তবে কালিয়া-তেরখাদা সড়কের কলাবাড়িয়া নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে নাইম ঘটনাস্থলেই মারা যায় এবং রহিম গুরুতর আহত হয়। আহত রহিমকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবীর এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বিজ্ঞাপন