সুন্দরবনে আলী বাহিনীর সঙ্গে গুলিবিনিময়, নিহত ২

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, সাতক্ষীরা, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সুন্দরবনে আলী বাহিনীর সঙ্গে গুলিবিনিময়, নিহত ২ । ছবি: সংগৃহীত

সুন্দরবনে আলী বাহিনীর সঙ্গে গুলিবিনিময়, নিহত ২ । ছবি: সংগৃহীত

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে বনদস্যু সাহেব আলী বাহিনীর সঙ্গে র‌্যাবের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ওই বাহিনীর প্রধান সাহেব আলীসহ দুইজন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) ভোর রাতে শ্যামনগরের কলাগাছিয়া খালে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

গুলিবিনিময়ের সময় র‌্যাবের দুই সদস্যও আহত হয়েছেন। তারা হলেন- কনস্টেবল আরিফ ও শাকিল। নিহত বনদস্যুরা হলেন- সাহেব আলী (৩৫) ও হাবিবুল রহমান (২৮)।

র‌্যাব-৬ এর কমান্ডার লে. কর্নেল জাহিদ জানান, কলাগাছিয়া খালে বনদস্যু সাহেব আলী বাহিনীর সদস্যরা অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে বনদস্যুরা তাদের ওপর গুলি করে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি করে। প্রায় ঘণ্টাব্যাপী চলে এই গুলিবিনিময়। এরপর সাহেব আলী বাহিনীর সদস্যরা পালিয়ে যায়। এ সময় ঘটনাস্থল থেকে সাহেব আলী বাহিনীর প্রধানসহ দুইজনের লাশ উদ্ধার করে র‌্যাব। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অস্ত্র-গোলাবারুদও উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন