রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে হত্যা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, রাঙামাটি, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে হত্যা। ছবি: বার্তা২৪.কম

রাঙামাটিতে ইউপিডিএফ নেতাকে হত্যা। ছবি: বার্তা২৪.কম

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলিতে গভীন চাকমা (চিক্কোধন) নামে এক ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা ১১টার দিকে বঙ্গলতলির বি ব্লকে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত গভীন বঙ্গলতলি এলাকার শশধর চাকমার ছেলে এবং আঞ্চলিক দল ইউপিডিএফের বাঘাইছড়ি উপজেলার সামরিক শাখার প্রধান সমন্বয়ক ছিলেন।

জানা গেছে, সকালে সাংগঠনিক কাজে বের হয়েছিলেন গভীন। বেলা ১১টার দিকে ওই এলাকায় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি।

বিজ্ঞাপন

ইউপিডিএফের রাঙামাটি জেলা সমন্বয়ক সচল চাকমা এ ঘটনার জন্য প্রতিপক্ষ জেএসএস এমএন লারমা দলকে দায়ী করেছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছে দলটি।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মনজুরুল আলম জানান, নিহত ব্যক্তি ইউপিডিএফের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। রাজনৈতিক জেরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।