স্ত্রী-সন্তানদের নিয়ে হিমাচলে মাশরাফি
শত ব্যস্ততার মাঝেও স্ত্রী-সন্তানদের নিয়ে মাঝে মাঝে দেশের ভেতরে ও বাইরে বেড়াতে যান নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
বর্তমানে এ ক্রিকেট তারকা তার সহধর্মিনী সুমনা হক সুমি সহ সন্তানদের নিয়ে ভারতে অবস্থান করছেন। বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে ভারতের হিমাচল প্রদেশের মানালি এলাকার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করেছেন মাশরাফি বিন মর্তুজার সহর্ধিমী সুমনা হক সুমি।
জানা গেছে, কখনও খেলার মাঠে বল হাতে ঝড়ো ইনিংস, কখনও এলাকার সমস্যা নিয়ে ঝটিকা সফরে নিজ নির্বাচনী এলাকায় জেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে মত বিনিময়, আবার কখনও মানুষের সমস্যা দেখতে ছুটে যাওয়া। এত কিছুর মধ্যেও স্ত্রী-সন্তানদের নিয়ে ঘুরতে যান বিভিন্ন দেশে।
গত ২৬ ফেব্রুয়ারি নড়াইলে আসনে মাশরাফি বিন মর্তুজা। ২৭ তারিখে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা প্রশাসনন, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্বাস্থ্যসেবা কমিটি, শহরের সিসিটিভির কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
২৮ তারিখে নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন, খাল খনন কার্যক্রম পরিদর্শন, একটি বেসরকারি হাসপাতালের উদ্বোধন, উপজেলার মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা, লোহাগড়া উপজেলা প্রশাসনের সাথে মতবিনিময়, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
পরদিন ১ মার্চ নড়াইল ত্যাগ করেন। মাশরাফির ঘনিষ্ট সূত্র জানায়, গত ৪ মার্চ মাশরাফি বিন মর্তুজা-স্ত্রী-সন্তানদের নিয়ে ভারতে যান সেখান থেকে আগামী ১৪ মার্চ ঢাকায় ফেরার কথা রয়েছে।