রাঙামাটির ৫ শতাধিক বৌদ্ধ মন্দিরে নিরাপত্তা জোরদার
আসন্ন বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে রাঙামাটির ৫ শতাধিক ধর্মীয় উপাসনালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বৌদ্ধ পূর্ণিমা যেন সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয় সে জন্য সব উপাসনালয়গুলোতে বাড়তি নজরদারির ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন রাঙামাটির পুলিশ সুপার মোঃ আলমগীর কবীর।
রোববার (১২ মে) রাঙামাটিতে অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা বিষয়ক সভায় পুলিশ সুপার জানান, দেশের স্বার্থে জনগণের নিরাপত্তা নিশ্চিতে দিনরাত সার্বক্ষনিকভাবে চেকপোস্টের মাধ্যমে চেক করা হবে।
কাউকেই সন্দেহের বাইরে রাখা হবেনা জানিয়ে পুলিশ সুপার বলেছেন, নিরাপত্তার খাতিরে যা যা করণীয় তার সর্বোচ্চ প্রয়োগ করবে আইনশৃঙ্খলা-বাহিনী। এই লক্ষ্যে রাঙামাটির ৫ শতাধিকেরও অধিক বৌদ্ধ ধর্মীয় উপাসনালয়গুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।
রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার আলমগীর কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নজরুল ইসলাম, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ নীহার রঞ্জন নন্দীসহ জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা, প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার প্রতিনিধিসহ রাঙামাটির সরকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিগণ।