বোমা বিস্ফোরণে নিহত সেনা নিপুনের শেষকৃত্য সম্পন্ন
পরিত্যক্ত বোমা বিস্ফোরণে বান্দরবানে নিহত সেনা সদস্য নিপুনের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। রোববার (১৯ মে) তার নিজ বাড়ি রাঙামাটির কুতুকছড়ির মধ্যপাড়ায় শেষকৃত্য সম্পন্ন হয়।
এর আগে লাশ রাঙামাটিতে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। দুপুরের দিকে হেলিকপ্টারের মাধ্যমে নিহতের কফিনভর্তি লাশ বিশেষ পদ্ধতিতে রাঙামাটি সার্কিট হাউস সংলগ্ন হেলিপ্যাডে আনা হয়। এ সময় সেনা সদস্যরা নিহতের কফিন নামিয়ে গাড়িতে করে কুতুকছড়িতে পৌঁছে দেয়।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে বান্দরবানের সুয়ালক ইউনিয়নের আমতলী এলাকায় সেনাবাহিনীর ভারি অস্ত্রের ফায়ারিং রেঞ্জে ঝোপ-জঙ্গল কেটে পরিষ্কার করছিলেন জাহিদুল ইসলাম এবং নিপুন চাকমা। তখন প্রশিক্ষণের সময় নিক্ষেপ করা একটি অবিস্ফোরিত পরিত্যক্ত বোমা বিস্ফোরিত হয়। এতে ওই দুইজন মারা যান। জাহিদুল ইসলাম এবং নিপুন চাকমা সেনাবাহিনীর কুমিল্লাস্থ ১৬ প্যারা ব্যাটালিয়নের সদস্য ছিলেন।
আরও পড়ুন: বান্দরবানে গোলা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ২, আহত ১০