চাঁদপুরে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

প্রবাসী লিটনের নির্মাণাধীন ভবন। ছবি: বার্তা২৪.কম

প্রবাসী লিটনের নির্মাণাধীন ভবন। ছবি: বার্তা২৪.কম

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে বিদ্যুৎস্পৃষ্টে জসিম উদ্দিন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিন শ্রমিক।

বৃহস্পতিবার (৩০ মে) ইফতারের আগ মুহূর্তে হাজীগঞ্জ পশ্চিম বাজার মাইক্রোস্ট্যান্ড সংলগ্ন প্রবাসী লিটনের নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মৃত জসিম উদ্দিন হাজীগঞ্জ উপজেলার ৮নং হাটিলা ইউনিয়নের পূর্ব হাটিলা গ্রামের পাটোয়ারি বাড়ির আবু জাফরের ছেলে। তার স্ত্রী ও এক সন্তান রয়েছে।

আহতরা হলেন- পূর্ব হাটিলা গ্রামের পাটোয়ারি বাড়ির জাহাঙ্গীরের ছেলে শরীফ হোসেন (২২), টোরাগড় আজাদ সরকারের ছেলে রাজীব সরকার ও সিলেট জামালগঞ্জ উপজেলার আবুল হাসানাত (১৬)। তাদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা কাজ শেষ করে ঢালাইয়ের মেশিনটি পানি দিয়ে পরিষ্কার করছিল। এ সময় পাশে থাকা বৈদ্যুতিক মিটারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকরা আহত হয়। পরে জসিম উদ্দিন মারা যান।

হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক বেলায়েত হোসেন জানান, জসিম উদ্দিনের লাশ উদ্ধার করা হয়েছে।