চাঁদপুরে বিরল প্রজাতির তক্ষক উদ্ধার
চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বিরল প্রজাতির এক তক্ষক উদ্ধার করেছে শহরাস্তি থানা প্রশাসন।
বুধবার (১৯ জুন) উপজেলার পৌর এলাকার নিজমেহার দাইমদ্দিন বাড়ির মো. মোশারফ হোসেনের ছেলে মো. ইব্রাহীম (১১) ও তার সহপাঠীদের থেকে তক্ষকটি উদ্ধার করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবীবা মীরা বিষয়টি বার্তা২৪.কম-কে নিশ্চিত করে বলেন, 'শাহরাস্তি থানার এসআই সৈকত সহ কনস্টেবল নুর হোসেন ও বিল্লাল হোসেনের উপস্থিতিতে তক্ষকটি উপজেলা সংলগ্ন গণজঙ্গলে অবমুক্ত করা হয়েছে। তক্ষকটি দেখতে টিকটিকির মতো হলেও আকারে বড়। এর গায়ে ফোঁটা ফোঁটা দাগ রয়েছে। এটি বিভিন্ন পোকা-মাকড় ও ছোট ছোট বিষাক্ত প্রাণি খেয়ে বেঁচে থাকে। তক্ষক আমাদের পরিবেশের জন্য খুবই উপকারী।'
তিনি আরও জানান, শিশুদের কাছ থেকে এটি উদ্ধার করা হয়েছে। তারা এখনও শিশু বিধায় তাদেরকে আইনের আওতায় আনা সম্ভব নয়। এ ধরনের ভুল আর হবে না মর্মে মো. ইব্রাহীমের (১১) বাবা মো. মোশারফ হোসেন পুলিশকে মুচলেকার দিয়েছেন।