‘সব পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ থাকে এমন শিক্ষাব্যবস্থা নেওয়া হচ্ছে’

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, চাঁদপুর
  • |
  • Font increase
  • Font Decrease

চাঁদপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. দীপু মনি, ছবি: বার্তা২৪

চাঁদপুরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডা. দীপু মনি, ছবি: বার্তা২৪

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, সরকার কারিগরি শিক্ষার উপর জোর দিচ্ছে। কোনো শিক্ষার্থী যে পর্যায়ে গিয়েই শিক্ষা বন্ধ করতে বাধ্য হন কিংবা সিদ্ধান্ত নেন যে তিনি আর উচ্চ শিক্ষা নেবেন না, তারও যেন কর্মসংস্থানের সুযোগ থাকে শিক্ষা পদ্ধতিতে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শনিবার (৬ জুলাই) দুপুরে চাঁদপুর সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জাবাবে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, এই শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীরা ভাষা, গণিত, বিজ্ঞান ও আইসিটি বিষয়ে যেমন দক্ষতা অর্জন করবে, তেমনি মনবিকতা, দেশপ্রেম, মূল্যবোধও শিখবে।

Education Minister

বিজ্ঞাপন

এসময় চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান খান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদ পারভেজ চৌধুরী, চাঁদপুর সদর উপজেলা চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, সদরের ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী বেপারী, জেলা ছাত্রলীগের সভাপতি আতাউর রহমান পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে নিজ তহবিল থেকে গরিব-দুস্থদের মধ্যে অর্থ বিতরণ করেন।