কাপ্তাইয়ে পাহাড় ধসে নিহত ২

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, রাঙামাটি
  • |
  • Font increase
  • Font Decrease

রাঙামাটিতে পাহাড় ধস। ছবি: বার্তা২৪.কম

রাঙামাটিতে পাহাড় ধস। ছবি: বার্তা২৪.কম

রাঙামাটির কাপ্তাইয়ের কারিগড়পাড়ায় পাহাড় ধসে দুই সিএনজি অটোরিকশা যাত্রী ‍নিহত হয়েছেন।

শনিবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়কের ওই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এ ঘটনায় নিহতরা হলেন অতুল বড়ুয়া (৪৫) ও তুজেয় মং মারমা (৫০)। তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া সড়ক দিয়ে যাওয়ার পথে হঠাৎ করে পাহাড় ধরে মাটি সিএনজি অটোরিকশার উপর পড়ে। এতে ঘটনাস্থলেই দুই যাত্রী মারা যায়।

বিজ্ঞাপন

এদিকে এ দুর্ঘটনায় এখনো উদ্ধার কাজ চালাতে পারেনি পুলিশ বা ফায়ার সার্ভিস। কারণ কাপ্তাই এলাকার বিভিন্ন স্থানে ছোট ছোট পাহাড় ধসের ঘটনা ঘটেছে। আর পাহাড় ধসের মাটি সড়কের উপর পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে যেতে পারছে না।

কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।