বন্যা মোকাবিলার সক্ষমতা আমাদের আছে: ত্রাণ প্রতিমন্ত্রী

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুড়িগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

বক্তব্য রাখছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বক্তব্য রাখছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বন্যা পরিস্থিতি যতোই অবনতি হোক না কেন সেটা মোকাবিলার সক্ষমতা আছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।

মন্ত্রী বৃহস্পতিবার (২৫ জুলাই) কুড়িগ্রাম জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভার আগে সাংবাদিকদের এসব কথা বলেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘চলতি বন্যা মোকাবেলায় ২২টি মন্ত্রণালয় একসঙ্গে কাজ করছে। আমরা বন্যার পূর্বাভাস পেয়েই অতীতের অভিজ্ঞতা থেকে কাজ করছি। বন্যার্তদের মাঝে সাহায্য পৌঁছে দেয়ার জন্য অতীতের মতো যাতে দেরি না হয় সেজন্য আমরা আগেই ত্রাণ সামগ্রী পাঠিয়ে দিয়েছি। ত্রাণের কোনো অপ্রতুলতা নাই। বন্যা যতোই দীর্ঘায়িত হোক না কেন এটা মোকাবিলা করার সক্ষমতা আমাদের আছে। আগামী দিনে শুধু বন্যা মোকাবেলা নয়, বন্যা সহনীয় দেশ হিসেবে তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। গবাদি পশুর জন্য মুজিব কেল্ল্যা তৈরি করা হবে। সেখানে বন্যাকালীন সময়ে গবাদি পশু যেমন রাখা যাবে সেই সঙ্গে গো-খাদ্যের ব্যবস্থাও থাকবে।’

এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম-৪ আসেন এমপি এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো: জাকির হোসেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য মো: পনির উদ্দিন আহমেদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব শাহ কামাল, জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন প্রমুখ।

বিজ্ঞাপন

সভাশেষে মন্ত্রী উলিপুর ও চিলমারী উপজেলার বন্যা কবলিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করেন।