বগুড়ায় দুর্ঘটনায় নিহত সেনা সদস্যের বাড়ি লক্ষ্মীপুরে

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

নিহত সেনা সদস্য আবদুল আজিজ। ছবি: সংগৃহীত

নিহত সেনা সদস্য আবদুল আজিজ। ছবি: সংগৃহীত

বগুড়ার শিবগঞ্জ সীমান্ত এলাকায় যাত্রীবাহী বাস উল্টে আবদুল আজিজ (৪৫) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। তিনি লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামের নুরুল হুদা মাস্টারের ছেলে। তবে তিনি কোন রেজিমেন্টে কর্মরত ছিলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার মৃত্যুর খবরে গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

শনিবার (২৪ আগস্ট) সকালে বগুড়ার শিবগঞ্জ উপজেলার রহবল পুলিশবক্স নামক স্থানে দুর্ঘটনায় মারা যান তিনি। আজিজের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সহকর্মী সেনা সদস্য মো. হারুন অর রশিদ।

বিজ্ঞাপন

জানা গেছে, ঢাকা-রংপুর মহাসড়কে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সৌখিন ট্রাভেলস নামে একটি বাস রংপুরের দিকে যাচ্ছিল। এ সময় রহবল পুলিশবক্স নামক স্থানে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়।

এতে ঘটনাস্থলে বাসযাত্রী সেনা সদস্য আবদুল আজিজ নিহত হন। এতে কমপক্ষে আরও ১২ যাত্রী আহত হয়েছেন। এ ঘটনার খবর পেয়ে গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম চালায়।

বিজ্ঞাপন