দারিদ্র্য নিরসনে লক্ষ্মীপুরে সুদমুক্ত ঋণ বিতরণ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, লক্ষ্মীপুর
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম।

দারিদ্র্য নিরসনের লক্ষ্যে লক্ষ্মীপুর পৌরসভার ৭৪ জন উপকারভোগী বাসিন্দার মাঝে ১৭ লাখ ৬৫ হাজার টাকা সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৬ আগস্ট) বিকেলে শহর সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে এ ঋণ দেওয়া হয়।

বিজ্ঞাপন

উপকারভোগীদের হাতে ঋণের টাকা তুলে দেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. নুরুল ইসলাম পাটওয়ারী। এ সময় লক্ষ্মীপুর শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মুহাম্মদ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পৌরসভার কাউন্সিলর জেসমিন আক্তার ও জহিরুল ইসলাম প্রমুখ।

সমাজসেবা কার্যালয় সূত্র জানায়, লক্ষ্মীপুর পৌরসভার ৬টি ওয়ার্ডের ৭৪ জন উপকারভোগী বাসিন্দাকে ১৭ লাখ ৬৫ হাজার টাকা ঋণ দেওয়া হয়েছে। যাতে করে দারিদ্র্য নিরসনের লক্ষ্যে তারা এই টাকা আয়বর্ধনমূলক কাজে লাগাতে পারে।

বিজ্ঞাপন