গোপালগঞ্জে চিকিৎসাধীন এক ডেঙ্গু রোগীর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, গোপালগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসা চলছে, ছবি: সংগৃহীত

হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসা চলছে, ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহমুদা বেগম (৩৫) নামে ডেঙ্গুতে আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। তিনি পিরোজপুর জেলার নাজিরপুরের কলাদুয়ানিয়া গ্রামের আমির হোসেনের স্ত্রী।

মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে গোপালগঞ্জ সদর হাসপাতালের সহকারী পরিচালক অসিত কুমার মল্লিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল সোমবার দুপুর পৌনে ২টার দিকে মাহমুদা বেগম ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি হন।

বিজ্ঞাপন

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ফারুক আহম্মেদ জানিয়েছেন, মৃত্যুর পর পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে যান।

গোপালগঞ্জ সদর হাসপাতাল সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার পর্যন্ত গোপালগঞ্জ সদর হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৩৪ জন রোগী চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ২১২ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে ২২ জন ডেঙ্গু রোগী গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। জেলায় মোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা ২৭৪ জন।

বিজ্ঞাপন