নিজ রিভলবারেই কুড়িগ্রামে পুলিশের এসআই'র আত্মহত্যা
কুড়িগ্রাম সদর পুলিশ ফাঁড়ির এসআই (উপ-পরিদর্শক) সেলিম জাহাঙ্গীর নিজের মাথায় গুলি করে আত্মহত্যা করেছেন। নিজের নামে ইস্যু করা সরকারি রিভলবার দিয়েই নিজ মাথায় গুলি করেন তিনি।
বুধবার (২৮ আগস্ট) দুপুর ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান নিশ্চিত করেন।
কুড়িগ্রাম পুলিশ সুপার মহিবুল ইসলাম খান জানান, ভাড়া বাসার রুম থেকে তার মাথায় গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেছে। পাশে সরকারি ইস্যুকৃত বুলেট ও রিভলভারও পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
জানা যায়, হাটিরপাড় এলাকার তিনতালার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ এসে তাকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ ও পরিবারের লোকজন জানায়, এসআই সেলিম জাহাঙ্গীর দুপুরের খাবারের পর তার বেড রুমে যান। এর কিছুক্ষণ পর গুলির শব্দ পেয়ে তার বাবা-মা, সন্তান ও স্ত্রী রুমে এসে তাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
নিহত এসআই সেলিম জাহাঙ্গীর দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার আবুল কালামের পুত্র। তার বাবা-মা গত মঙ্গলবার গ্রামের বাড়ি থেকে ছেলের বাড়িতে বেড়াতে আসেন।