শিবচরে বাল্যবিয়ের অভিযোগে কিশোরকে ১ মাসের কারাদণ্ড
মাদারীপুরের শিবচরে বাল্যবিয়ের অভিযোগে কামাল খান (১৭) নামের এক কিশোরকে এক মাসের আটকাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
দণ্ডপ্রাপ্ত কামাল খান উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের দোতারা গ্রামের আব্দুর রব খানের ছেলে।
বুধবার (২৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল নোমান এ সাজা প্রদান করেন।
শিবচর থানা পুলিশ সূত্রে জানা যায়, কামাল খান তার পিতা-মাতাকে না জানিয়ে গত ২৫ আগস্ট শিবচরের কুতুবপুর ইউনিয়নের মোল্যাকান্দি গ্রামের ১৪ বছর বয়সী এক কিশোরী কন্যাকে বিয়ে করে।
বুধবার (২৮ আগস্ট) বিকালে শিবচর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাহমিদা খানম বিষয়টি জানতে পেরে শিবচর থানা পুলিশকে জানায়। সন্ধ্যার দিকে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও শিবচর থানা পুলিশের একটি দল ওই গ্রামে গিয়ে কামাল খানকে আটক করে থানায় নিয়ে আসে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কিশোর সংশোধন কেন্দ্রে ১ মাসের আটকাদেশ দেয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল নোমান বলেন, 'কামাল খান তার পিতা-মাতাকে না জানিয়ে গোপনে অপ্রাপ্ত বয়স্ক মেয়েটিকে বিয়ে করে। তারও বয়স কম। এজন্য সাজা হিসেবে কিশোর সংশোধন কেন্দ্রে এক মাসের আটকাদেশ দেয়া হয়।