অপহরণের ৮দিন পর কুড়িগ্রাম থেকে কলেজ ছাত্রী উদ্ধার

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, কুড়িগ্রাম
  • |
  • Font increase
  • Font Decrease

কুড়িগ্রাম জেলার মানচিত্র, ছবি: সংগৃহীত

কুড়িগ্রাম জেলার মানচিত্র, ছবি: সংগৃহীত

ময়মনসিংহ আনন্দমোহন কলেজের অপহৃত ছাত্রী জুলিয়া আক্তার মীমকে ৮দিন পর কুড়িগ্রামের নাগেশ্বরী থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের অভিযোগে একজনকে আটক করা হয়।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রওশন কবিরের নেতৃত্বে নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নের আসকর নগর এলাকার দুলু মিয়ার বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

এ সময় অপহরণ মামলার মূল আসামি জয় খানকে (২৩) গ্রেফতার করে পুলিশ। অপহরণকারী জয় খান ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার ভাট্রা গ্রামের শরিফুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, গত ২৫ আগস্ট কলেজে যাওয়ার পথে জুলিয়া আক্তারকে অপহরণ করে জয়। ওই দিনই হালুয়াঘাট থানায় মেয়ের বাবা বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেন। পরবর্তীতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর গোপন সংবাদের ভিত্তিতে নাগেশ্বরী থেকে অপহৃত কলেজ ছাত্রীকে উদ্ধার করে পুলিশ। এ সময় আসামি জয়কেও আটক করা হয়।

বিজ্ঞাপন

মেয়েটিকে উদ্ধার করে আসামিসহ হালুয়াঘাট থানায় মামলার তদন্তকারী অফিসার এসআই মিনহাজুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়।