আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে ভবঘুরে নারীর মৃত্যু

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ব্রাহ্মণবাড়িয়া
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে জোসনা বেগম (২৬) নামের এক ভবঘুরে নারীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে আখাউড়া রেলওয়ে জংশনের পূর্বপাশের আউটারে এই ঘটনা ঘটে। নিহতের স্বামীর নাম মো. শামিম মিয়া। তারা দুজনেই রেলওয়ে স্টেশনের ভবঘুরে হিসেবে পরিচিত। নিহত জোসনা আখাউড়া রেলওয়ে পূর্ব কলোনিতে ভাড়া বাসায় থাকতেন। তাদের স্থায়ী বাড়ি নারায়ণগঞ্জ জেলায় বলে জানায় পুলিশ।

বিজ্ঞাপন

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল কান্তি দাস বার্তাটোয়েন্টিফোর.কম-কে জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী সোনার বাংলা ট্রেনটি আখাউড়া রেলওয়ে জংশন অতিক্রম করার সময় কাটা পড়েন জোসনা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে কীভাবে কাটা পড়েছেন তা কেউ বলতে পারেনি।

পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন