পুলিশের গাড়ি উল্টে গানম্যান নিহত, আহত এসপি 

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ফেনী
  • |
  • Font increase
  • Font Decrease

এসপি সড়ক দুর্ঘটনায় আহত হন, ছবি: সংগৃহীত

এসপি সড়ক দুর্ঘটনায় আহত হন, ছবি: সংগৃহীত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ফেনীর পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবীর গানম্যান মো. আজহারুল (৩০) নামের এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তার বাড়ি কুড়িগ্রাম জেলায়। এ সময় পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ তিনজন আহত হয়েছেন।
 
শুক্রবার (১৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে চট্টগ্রাম থেকে ফেরার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লেমুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
 
আহতরা হলেন, পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী, জ্যেষ্ঠ অতিরিক্ত পুলিশ সুপার (এসপি পদমর্যাদা) মো. মনিরুজ্জামান, গাড়ি চালক মং সাঁই চাকমা। আহতদের মধ্যে গাড়ি চালক মং সাই চাকমার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। 

বার্তাটোয়েন্টিফোর.কমকে বিষয়টি নিশ্চিত করেন ফেনী মডেল থানার এসআই মো. আলমগীর হোসেন।

এদিকে, পুলিশের একাধিক কর্মকর্তা সূত্রে জানা যায়, শুক্রবার রাতে চট্টগ্রাম ডিআইজি অফিসের মিটিং শেষে ফেনী ফিরছিলেন পুলিশ সুপার খোন্দকার নূরুন্নবী। পথে তাকে বহনকারী সরকারি গাড়িটি কাজীর দিঘি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে এসপি, অতিরিক্ত এসপি, গাড়িচালক ও দেহরক্ষী আজাহার আহত হন।
 
খবর পেয়ে ফেনী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদেরকে উদ্ধার করে ফেনী শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক পুলিশ সুপারের গানম্যান মো. আজহারুলকে মৃত ঘোষণা করেন। আহত গাড়ি চালক মং সাই চাকমাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।