রাজস্ব ঘাটতির শীর্ষে বেনাপোল কাস্টমস



আজিজুল হক, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, বেনাপোল (যশোর)
বেনাপোল কাস্টমস, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বেনাপোল কাস্টমস, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

  • Font increase
  • Font Decrease

সুষ্ঠু বাণিজ্যের ক্ষেত্রে বেনাপোল বন্দরে প্রয়োজনীয় অবকাঠামো না থাকায় গত কয়েক বছর ধরে ব্যাপক হারে আমদানি কমেছে। এতে রাজস্ব ঘাটতিতে শীর্ষ তালিকায় অবস্থান করছে বেনাপোল কাস্টমস।

ব্যবসায়ীরা জানিয়েছেন, বেনাপোল সম্ভবনাময়ী বন্দর হলেও প্রয়োজনীয় অবকাঠামো নেই। এটা নিয়ে ক্ষোভ রয়েছে ভারতীয় ব্যবসায়ীদেরও। বৈধ সুবিধা না পেলে ব্যবসায়ীরাও আমদানি করতে চাইবেন না। ফলে রাজস্ব তো কমবেই। গুরুত্ব বুঝে বন্দরের উন্নয়ন করলে রাজস্ব আদায় বাড়বে।

তবে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছেন, বন্দরের সক্ষমতা আগের চেয়ে বেড়েছে। দেশে এখন অনেক পণ্য তৈরি হওয়ায় আমদানি কমেছে। ফলে রাজস্বও কমছে। তবে এটাকে ইতিবাচক হিসেবে দেখছেন তারা।

বন্দর ও কাস্টমস সূত্রে জানা গেছে, ২০১৮-১৯ অর্থবছরে এ বন্দর দিয়ে ভারত থেকে ১ লাখ ২২ হাজার ৩৩৫টি ট্রাকে ১৮ লাখ ৩৬ হাজার ৯৫৩ মেট্রিক টন পণ্য আমদানি হয়, যা থেকে রাজস্ব আদায় হয়েছে ৪ হাজার ৪০ কোটি টাকা। যা জাতীয় রাজস্ব বোর্ডের লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ৪০৩ কোটি টাকা কম।

এছাড়া ২০১৭-১৮ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে ১৭৯ কোটি ৬৪ লাখ টাকা রাজস্ব কম আসে।

২০১৬-১৭ অর্থবছরে লক্ষ্যমাত্রা ৩ হাজার ৭৬০ কোটি ৩০ লাখ টাকার বিপরীতে আদায় হয় ৩ হাজার ৮০৫ কোটি ৭০ লাখ টাকা। ফলে রাজস্ব আয় বেশি হয় ৪৫ কোটি ৪০ লাখ টাকা।

২০১৫-১৬ অর্থ বছরে লক্ষ্যমাত্রা ৩ হাজার ১৪৩ কোটি টাকার বিপরীতে আদায় হয় ২ হাজার ৯৪০ কোটি টাকা। ফলে ঘাটতি ছিল ২০৩ কোটি টাকা।

২০১৪-১৫ অর্থবছরে লক্ষ্যমাত্রা ২ হাজার ৫৬৭ কোটি টাকার বিপরীতে আদায় হয় ২ হাজার ৪৭২কোটি ৬৮ লাখ। ফলে ঘাটতি ছিল ৯৫ কোটি টাকা।

২০১৩-১৪ অর্থবছরে রাজস্বা ঘাটতি ছিল ১৩৪ কোটি ৭৩ লাখ, ২০১২-১৩ অর্থবছরে ঘাটতি ছিল ৪৫২ কোটি ৮৯ লাখ টাকা এবং ২০১১-১২ অর্থবছরে ঘাটতি ছিল ১৯৪ কোটি টাকা।

বেনাপোল কাস্টমস সূত্রে জানা গেছে, চলতি ২০১৯-২০ অর্থ বছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ হাজার ২৮ কোটি ৩৫ লাখ কোটি টাকা। কিন্তু আমদানি কমায় লক্ষ্যমাত্রা পূরণ কঠিন হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।

বেনাপোল সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সুজন বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘বেনাপোল বন্দরের উন্নয়ন হয়েছে, তবে সেটা প্রয়োজনের তুলনায় কম। ভারত থেকে পণ্যবাহী ট্রাক বেনাপোল বন্দরে ঢোকার পর খোলা আকাশের নিচে অপেক্ষা করতে হয়। ফলে রোদ-বৃষ্টিতে ভিজে পণ্যের গুণগত মান নষ্ট হয়। সুষ্ঠুভাবে বাণিজ্যের ক্ষেত্রে এখানকার অবকাঠামো উন্নয়ন নিয়ে ক্ষোভ রয়েছে ভারতীয় ব্যবসায়ীদের। সুবিধা বঞ্চিত হয়ে অনেক ব্যবসায়ী এ পথে আমদানি কমিয়েছেন। ফলে এনিতেই রাজস্ব আদায় কমছে।

ভারত বাংলাদেশ ল্যান্ডপোর্ট ইমপোর্ট-এক্সপোর্ট সাব কমিটির চেয়ারম্যান মতিয়ার রহমান বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘ব্যবসায়ীদের চাহিদা বুঝে বিভিন্ন বন্দর উন্নয়ন করতে হবে। উন্নয়নের দিক থেকে বেনাপোল বন্দর অবহেলিত। পায়রা বন্দরে এখনও আমদানি শুরু হয়নি। অথচ সেখানে অবকাঠামো উন্নয়ন এবং প্রশাসনিক ব্যয় শুরু হয়েছে। ভারতের পেট্রাপোল বন্দর স্বারাষ্ট্রমন্ত্রণালয়ের অধীনে রয়েছে। আর বেনাপোল বন্দর রয়েছে নৌ-পরিবহনের অধীনে। বন্দরের উন্নয়ন চাইলে অবশ্যয় স্বরাষ্ট্র অথবা অর্থমন্ত্রণালয়ের অধীনে থাকতে হবে।’

সাধারণ আমদানিকারক ব্যবসায়ী উজ্জ্বল বিশ্বাস বলেন, ‘দেশের স্থলপথে যে আমদানি হয় তার ৭০ শতাংশ হয় বেনাপোল বন্দর দিয়ে। কিন্তু বর্তমানে বেনাপোল বন্দরের অবকাঠামোগত উন্নয়ন সমস্যার কারণে অনেক ব্যবসায়ী এবন্দর ছেড়ে চলে গেছে। প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন হলে তারা আবার এ বন্দরে ফিরে আসবেন। এতে রাজস্ব আদায় বাড়বে।’

বেনাপোল বন্দর পরিচালক প্রদোষ কান্তি দাস বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, ‘বেনাপোল বন্দরে ওয়্যার হাউস ও রাস্তাঘাটের কিছু কিছু উন্নয়ন কাজ প্রায় শেষ পর্যায়ে। বণিজ্যের স্বার্থে প্রয়োজনীয় আরও কিছু অবকাঠামো উন্নয়নের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে।’

এ ব্যাপারে বেনাপোল কাস্টমস কমিশনার মোহাম্মদ বেলাল হোসেন চৌধুরী বার্তাটোয়েন্টিফোর.কম-কে বলেন, ‘রাজস্ব বেশি আয় হতো এমন পণ্য বেনাপোল বন্দর দিয়ে আমদানি কমে গেছে। এতে রাজস্ব আয় কমেছে। আর আমদানি-রফতানি বাড়ার বিষয়টি কাস্টমসের ওপর নির্ভর করে না।’

   

গড়াই নদীতে ডুবে যুবকের মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
ছবি প্রতীকী

ছবি প্রতীকী

  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে ডুবে সুমন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বিকেলে খোকসা উপজেলার গনেশপুর অংশে গড়াই নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সুমন কুমারখালী উপজেলার রাজাপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

খোকসা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান হাবিবুর রহমান জানান, সকালের দিকে গড়াই নদীতে মাছ ধরতে যান সুমন। মাছ ধরার এক পর্যায়ে নদীতে ডুবে যান তিনি। বিকেলের দিকে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

;

কুমিল্লার নাঙ্গলকোটে বজ্রপাতে কিশোরের মৃত্যু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

  • Font increase
  • Font Decrease

কুমিল্লার নাঙ্গলকোটে ফুটবল খেলার সময় বজ্রপাতে সাফায়েত হোসেন (১৯) নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় সালাউদ্দিন (২২) নামের আরেক যুবক গুরুতর আহত হন।

রোববার (৫ এপ্রিল) এই বিকেলে এই ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাকসামের একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই কিশোরকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের আটিয়াবাড়ি দক্ষিণপাড়া স্কুল বাড়ির আবদুল আউয়ালের ছেলে সাফায়াত হোসেন এদিন বিকেলে সহপাঠীদের সাথে পার্শ্ববর্তী ঘোড়াময়দান গ্রামের একটি মাঠে ফুটবল খেলতে যায়। বিকাল ৫টার দিকে খেলা চলা অবস্থায় আকস্মিক বজ্রপাতে সাফায়েতের পুরো শরীর ঝলসে যায়। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে লাকসামের একটি ক্লিনিকে নেয়া হলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া বজ্রপাতে ওই ঘোড়াময়দান গ্রামের নুরুল হকের ছেলে সালাউদ্দিন (২২) গুরুতর আহত হয়ে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব ঘটনার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

;

লক্ষ্মী ভাইয়েরা বাসায় যান, নিজেসহ দেশকে বাঁচান



নাহিদ রেজা, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঠাকুরগাঁও
ওসি তানভিরুল ইসলাম।

ওসি তানভিরুল ইসলাম।

  • Font increase
  • Font Decrease

আমার লক্ষ্মী ভাইয়েরা দয়া করে বাইরে ঘোরাঘুরি না করে বাসায় যান। নিজে বাঁচেন, পরিবারকে বাঁচান, দেশকে বাঁচান। সচেতন হোন।

ঠিক এসব কথা বলে করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম। মাঠ পর্যায়ে গিয়ে এভাবে সচেতন করায় সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের রেজাউল ইসলাম বলেন, ‘আমি ওষুধ কেনার জন্য স্থানীয় বাজারে এসেছিলাম। কিছুক্ষণ পর থানার একটি গাড়ি বাজারের সামনে এসে দাঁড়ায় এবং ওসি তানভিরুল সবাইকে বাসায় থাকার জন্য অনুরোধ করেন। এর আগে কখনো জনগণের সঙ্গে পুলিশের এমন ভালো আচরণ দেখি নাই।’

ঠাকুরগাঁও সদর উপজেলার চৌড়াস্তা মোড়ে কথা হয় জয়নাল নামে এক পথচারীর সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের জেলার পুলিশ সাধারণ জনগণের সঙ্গে ভালো ব্যবহার করছে। তাদের ভাই বলে বাসায় ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছে। ওসিসহ পুলিশের সদস্যরা নিজেদের কথা চিন্তা না করে আমাদের জন্য এ কাজটি করে যাচ্ছেন। তাদের ধন্যবাদ জানাই।’

স্থানীয় সাহাদত হোসেন নামে একজন বলেন,‘তানভিরুল ভাই একজন মানবিক পুলিশ অফিসার। তার জন্য শুভকামনা ও দোয়া রইল।’

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, ‘করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সরকার যেসব দিক নির্দেশনা দিয়েছে সেগুলো মেনে চলতে হবে। জনগণের সঙ্গে খারাপ ব্যবহার না করে তাদের সচেতন করা হচ্ছে। এতে কাজও হচ্ছে।’

;

ডিবি পরিচয়ে মোবাইল ছিনতাই, যুবক গ্রেফতার



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
গ্রেফতার আবেদ আলী।

গ্রেফতার আবেদ আলী।

  • Font increase
  • Font Decrease

নীলফামারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক পরিচয়ে মোবাইল ছিনতাই করার অপরাধে আবেদ আলী (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ এপ্রিল) বিকেলে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আবেদ আলী সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া গ্রামের খয়রাত হোসেনের ছেলে।

জানা গেছে, শনিবার (৪ এপ্রিল) দুপুরে জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে মোকছেদুল ইসলামসহ কয়েক যুবক মোবাইলে ভিডিও গেম খেলছিলেন। এ সময় আবেদ আলী নিজেকে সৈয়দপুর থানার ডিবি পুলিশের উপপরিদর্শক পরিচয় দিয়ে ওই যুবকদের কাছ থেকে মোবাইলটি নিয়ে যান। পরে এ বিষয়ে মোবাইলের মালিক মোকছেদুল ইসলাম সদর থানায় অভিযোগ করেন।

এরপর রোববার ভোরে আবেদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ওই সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি খেলনা পিস্তল ও ওয়্যারলেস সেট, একাধিক মোবাইল সিম এবং দুটি পরিচয়পত্র জব্দ করে পুলিশ।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবি পুলিশের ভুয়া পরিচয়ে মোবাইল ছিনতাই করার সত্যতা স্বীকার করেছেন আবেদ আলী। এ ঘটনায় মামলা দায়ের করার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

;