ভাতা নিয়ে হয়রানি বন্ধে মোবাইল সেবা



মনিরুজ্জামান বাবলু, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, চাঁদপুর
হাজীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়

হাজীগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়

  • Font increase
  • Font Decrease

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১১ নং হাটিলা পশ্চিম ইউনিয়ন পরিষদ সদস্য জাকিয়া আক্তার। ভোটার আইডি কার্ড অনুযায়ী বর্তমানে তার বয়স ৩৯ বছর। কিন্তু তিনি নিয়মিত বয়স্ক ভাতা পাচ্ছেন। তার স্বামী মনির হোসেনের বয়স ৫৭ বছর। তিনিও বয়স্ক ভাতা নিচ্ছেন। স্বামী-স্ত্রী মিলে সরকারের বয়োজ্যৈষ্ঠ দুস্থ ও স্বল্প উপার্জনক্ষম দেখিয়ে বয়স্ক ভাতা নিচ্ছেন তারা। অথচ তাদের বয়স্ক ভাতা পাওয়ার বয়সই হয়নি।

সমাজসেবা অধিদপ্তরের ২০১৩ সালের নতুন তথ্য অনুযায়ী, বয়স্ক ভাতা পেতে পুরুষদের ৬৫ ও মহিলাদের ৬২ বছর হতে হয়।

জানতে চাইলে ইউপি সদস্য জাকিয়া আক্তার জানান, ৩০-৪০ বছর হলেই বয়স্ক ভাতা পাওয়া যায়। শুধু তিনি নন আরও অনেক ইউপি সদস্য বয়স্ক ভাতা পান।

হাজীগঞ্জ উপজেলার ১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের তথ্য সেবার দায়িত্বে থাকা শুকুর আলম জানান, বয়স্ক ভাতার ডাটাবেজের কাজ শেষ হয়ে গেছে। যাদের বয়সের গড়মিল ছিল, তাদের ভোটার আইডি কার্ড পুনরায় সংগ্রহ করে ডাটাবেজে আপলোড করা হয়েছে। এখন সমাজসেবা অধিদপ্তর যাচাই-বাছাই করবে।

১১নং হাটিলা পশ্চিম ইউনিয়নের দায়িত্বে থাকা সমাজসেবা অধিদপ্তরের ফিল্ড কর্মকর্তা রওশন আরা জানান, প্রত্যেকের ভোটার আইডি কার্ড জমা নিয়ে ডাটাবেজ তৈরি করা হয়েছে। যাদের বয়স মিল থাকবে না, তাদের ভাতা বাতিল হয়ে যাবে।

জানা গেছে, সরকার ভাতা ব্যবস্থাপনা পরিবর্তন করতে সম্প্রতি দেশের কয়েকটি জেলাকে ইউনিয়ন তথ্য সেবার মাধ্যমে ডিজিটালাইজড ভাতা প্রদানের কার্যক্রম হাতে নিয়েছে। এই কার্যক্রমে বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা ও বিধবা ভাতা রয়েছে। কয়েকটি জেলার মধ্যে চাঁদপুর জেলাও এই কার্যক্রমের মধ্যে পড়েছে। ইতোমধ্যে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলায় তিনটি ইউনিয়নে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ভাতা কার্যক্রমের পরীক্ষামূলক সেবা চলছে। এগুলো হলো—উত্তর রূপসা ও দক্ষিণ রূপসা ইউনিয়ন এবং গোবিন্দপুর ইউনিয়ন।

এদিকে চাঁদপুরের ৮টি উপজেলায় ইতোমধ্যে ইউনিয়ন তথ্য সেবার উদ্যোক্তার মাধ্যমে সকল ভাতাভোগীদের ডাটাবেজ তৈরি করা হয়েছে। আগামী বছরের শুরুতেই জেলায় ভাতাভোগীরা মোবাইলে তাদের ভাতা কার্যক্রমের সুবিধা পাবেন।

জেলা সমাজসেবা অধিদপ্তরের পরিসংখ্যানে দেখা গেছে, জেলায় বয়স্ক ভাতা পাচ্ছেন ৭৫ হাজার ৮৯৫ জন এবং চলতি অর্থবছরে ভাতাভোগী বেড়েছে ৯ হাজার ৫৮৭ জন।

উপজেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, বয়স্ক ভাতা পাচ্ছেন কচুয়া উপজেলা ১২টি ইউনিয়নের একটি পৌরসভা ১০ হাজার ৬৩৩ জন, নতুন ১ হাজার ২২৪ জন। হাজীগঞ্জ উপজেলা ১২টি ইউনিয়নের একটি পৌরসভায় ৯ হাজার ৪১১ জন, নতুন ১ হাজার ৫৯ জন। ফরিদগঞ্জ উপজেলা ১৫টি ইউনিয়নের একটি পৌরসভা ১৪ হাজার ১২৮ জন, নতুন ২ হাজার ৪০৪ জন। শাহরাস্তি উপজেলা ১০টি ইউনিয়নের একটি পৌরসভা ৬ হাজার ৯৩৬ জন, নতুন ৭৯০ জন। মতলব দক্ষিণ উপজেলা ৬টি ইউনিয়নের একটি পৌরসভায় ৫ হাজার ৬২৯ জন, নতুন ৬৪০ জন। মতলব উত্তর উপজেলা ১৪টি ইউনিয়নের একটি পৌরসভায় ১১ হাজার ৮ জন, নতুন ১ হাজার ৪১১ জন। হাইমচর উপজেলা ৬টি ইউনিয়নের একটি পৌরসভা ৪ হাজার ৪৩২ জন, নতুন ৫০৬ জন। সদর উপজেলা ১৪টি ইউনিয়নের একটি পৌরসভা ১০ হাজার ৭৫৯ জন, নতুন ১ হাজার ২২৭ জন। শহর সমাজ সেবা কার্যালয়ে ১৫টি ওয়ার্ডে ২ হাজার ৮৬১ জন, নতুন ৩২৬ জন।

জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক গোলাম আজম বলেন, ভাতাভোগীদের এখন আর হয়রানির শিকার হতে হবে না। ব্যাংকে গিয়ে লম্বা লাইনে দাঁড়াতে হবে না। একজনের টাকা অন্যজনে উঠাতে পারবেন না। মোবাইলে একটি মেসেজ যাবে। ওই মেসেজ নিয়ে ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাদের কাছে গিয়ে টাকা উঠাতে পারবেন ভাতাভোগীরা।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক রজত শুভ্র সরকার বলেন, বয়স্ক ভাতার তালিকায় গড়মিল অনেক আগে থেকেই। তবে ডাটাবেজের মাধ্যমে অনিয়ম অনেকটা কমে আসবে। ইউনিয়ন পরিষদ থেকেই গড়মিলটা শুরু হয়। ভোটার আইডি কার্ডের মাধ্যমে একটি ডাটাবেজ তৈরির কাজ প্রায় শেষ। আগামী বছর থেকেই ইউনিয়ন তথ্য সেবার উদ্যোক্তাদের মাধ্যমে ভাতাভোগীরা ভাতার টাকা পেয়ে যাবেন। প্রত্যেক ভাতা ভোগীর একটি মোবাইল নম্বর সংগ্রহ করা হয়েছে। এখন থেকে ডাটাবেজ সরাসরি সমাজসেবা অধিদপ্তরের প্রধান কার্যালয় থেকে মনিটরিং করা হবে। যদি কারও বয়সের মিল না থাকে, তাহলে তিনি ভাতা পাবেন না।

   

গড়াই নদীতে ডুবে যুবকের মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
ছবি প্রতীকী

ছবি প্রতীকী

  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে ডুবে সুমন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বিকেলে খোকসা উপজেলার গনেশপুর অংশে গড়াই নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সুমন কুমারখালী উপজেলার রাজাপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

খোকসা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান হাবিবুর রহমান জানান, সকালের দিকে গড়াই নদীতে মাছ ধরতে যান সুমন। মাছ ধরার এক পর্যায়ে নদীতে ডুবে যান তিনি। বিকেলের দিকে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

;

কুমিল্লার নাঙ্গলকোটে বজ্রপাতে কিশোরের মৃত্যু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

  • Font increase
  • Font Decrease

কুমিল্লার নাঙ্গলকোটে ফুটবল খেলার সময় বজ্রপাতে সাফায়েত হোসেন (১৯) নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় সালাউদ্দিন (২২) নামের আরেক যুবক গুরুতর আহত হন।

রোববার (৫ এপ্রিল) এই বিকেলে এই ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাকসামের একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই কিশোরকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের আটিয়াবাড়ি দক্ষিণপাড়া স্কুল বাড়ির আবদুল আউয়ালের ছেলে সাফায়াত হোসেন এদিন বিকেলে সহপাঠীদের সাথে পার্শ্ববর্তী ঘোড়াময়দান গ্রামের একটি মাঠে ফুটবল খেলতে যায়। বিকাল ৫টার দিকে খেলা চলা অবস্থায় আকস্মিক বজ্রপাতে সাফায়েতের পুরো শরীর ঝলসে যায়। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে লাকসামের একটি ক্লিনিকে নেয়া হলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া বজ্রপাতে ওই ঘোড়াময়দান গ্রামের নুরুল হকের ছেলে সালাউদ্দিন (২২) গুরুতর আহত হয়ে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব ঘটনার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

;

লক্ষ্মী ভাইয়েরা বাসায় যান, নিজেসহ দেশকে বাঁচান



নাহিদ রেজা, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঠাকুরগাঁও
ওসি তানভিরুল ইসলাম।

ওসি তানভিরুল ইসলাম।

  • Font increase
  • Font Decrease

আমার লক্ষ্মী ভাইয়েরা দয়া করে বাইরে ঘোরাঘুরি না করে বাসায় যান। নিজে বাঁচেন, পরিবারকে বাঁচান, দেশকে বাঁচান। সচেতন হোন।

ঠিক এসব কথা বলে করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম। মাঠ পর্যায়ে গিয়ে এভাবে সচেতন করায় সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের রেজাউল ইসলাম বলেন, ‘আমি ওষুধ কেনার জন্য স্থানীয় বাজারে এসেছিলাম। কিছুক্ষণ পর থানার একটি গাড়ি বাজারের সামনে এসে দাঁড়ায় এবং ওসি তানভিরুল সবাইকে বাসায় থাকার জন্য অনুরোধ করেন। এর আগে কখনো জনগণের সঙ্গে পুলিশের এমন ভালো আচরণ দেখি নাই।’

ঠাকুরগাঁও সদর উপজেলার চৌড়াস্তা মোড়ে কথা হয় জয়নাল নামে এক পথচারীর সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের জেলার পুলিশ সাধারণ জনগণের সঙ্গে ভালো ব্যবহার করছে। তাদের ভাই বলে বাসায় ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছে। ওসিসহ পুলিশের সদস্যরা নিজেদের কথা চিন্তা না করে আমাদের জন্য এ কাজটি করে যাচ্ছেন। তাদের ধন্যবাদ জানাই।’

স্থানীয় সাহাদত হোসেন নামে একজন বলেন,‘তানভিরুল ভাই একজন মানবিক পুলিশ অফিসার। তার জন্য শুভকামনা ও দোয়া রইল।’

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, ‘করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সরকার যেসব দিক নির্দেশনা দিয়েছে সেগুলো মেনে চলতে হবে। জনগণের সঙ্গে খারাপ ব্যবহার না করে তাদের সচেতন করা হচ্ছে। এতে কাজও হচ্ছে।’

;

ডিবি পরিচয়ে মোবাইল ছিনতাই, যুবক গ্রেফতার



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
গ্রেফতার আবেদ আলী।

গ্রেফতার আবেদ আলী।

  • Font increase
  • Font Decrease

নীলফামারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক পরিচয়ে মোবাইল ছিনতাই করার অপরাধে আবেদ আলী (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ এপ্রিল) বিকেলে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আবেদ আলী সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া গ্রামের খয়রাত হোসেনের ছেলে।

জানা গেছে, শনিবার (৪ এপ্রিল) দুপুরে জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে মোকছেদুল ইসলামসহ কয়েক যুবক মোবাইলে ভিডিও গেম খেলছিলেন। এ সময় আবেদ আলী নিজেকে সৈয়দপুর থানার ডিবি পুলিশের উপপরিদর্শক পরিচয় দিয়ে ওই যুবকদের কাছ থেকে মোবাইলটি নিয়ে যান। পরে এ বিষয়ে মোবাইলের মালিক মোকছেদুল ইসলাম সদর থানায় অভিযোগ করেন।

এরপর রোববার ভোরে আবেদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ওই সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি খেলনা পিস্তল ও ওয়্যারলেস সেট, একাধিক মোবাইল সিম এবং দুটি পরিচয়পত্র জব্দ করে পুলিশ।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবি পুলিশের ভুয়া পরিচয়ে মোবাইল ছিনতাই করার সত্যতা স্বীকার করেছেন আবেদ আলী। এ ঘটনায় মামলা দায়ের করার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

;