ডক্টরেট ডিগ্রি অর্জন করলেন মোহাম্মদ আলী লাল্লিং



নিউজ ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম
মোহাম্মদ আলী লাল্লিং, ছবি: সংগৃহীত

মোহাম্মদ আলী লাল্লিং, ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ডক্টরেট ডিগ্রি অর্জন করলেন কুমিল্লার কৃতি সন্তান মোহাম্মদ আলী লাল্লিং। তিনি যুক্তরাজ্যের ‘ইউনিভার্সিটি অফ দি ওয়েস্ট অফ স্কটল্যান্ড’ থেকে সফলতার সঙ্গে পিএইচডি সম্পন্ন শেষে গত ৭ নভেম্বর এক আড়ম্বরপূর্ণ সমাবর্তন অনুষ্ঠানের মাধ্যমে ‘ডক্টর অফ বিজনেস এডমিনিস্ট্রেশন’ উপাধিতে ভূষিত হন।

তার গবেষণার বিষয় ছিল “THE ADVANCEMENT AND IMPROVEMENT OF SHARING CORPORATE SOCIAL RESPONSIBILITY (CSR): THE CASE OF BANGLADESH’S GARMENT INDUSTRY (বাংলাদেশের গার্মেন্টস শিল্পে কর্পোরেট গোষ্ঠীর সামাজিক দায়িত্ব বণ্টন ও পালনের অগ্রগতি ও উন্নতি)।”

ড. মোহাম্মদ আলী লাল্লিং এর বর্ণাঢ্য শিক্ষাজীবন কেটেছে দেশে ও বিদেশে। প্রাইমারি শিক্ষা অর্জন করেছেন কুমিল্লা মডার্ন স্কুল থেকে, মাধ্যমিক শিক্ষা সম্পন্ন কুমিল্লা জিলা স্কুল থেকে এবং উচ্চ মাধ্যমিক কুমিল্লা ভিক্টোরিয়া গর্ভমেন্ট কলেজ থেকে। এরপর তিনি “ব্যাচেলর অফ ল’উইদ অনার্স” ডিগ্রি অর্জন করেন ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে, একইসঙ্গে ইউনিভার্সিটি অব লন্ডন ইন্টারন্যাশনাল প্রোগ্রাম থেকে সম্পন্ন করেন ডিপ্লোমা ইন ল’ডিগ্রি। ২০০৯ সালে পাড়ি জমান যুক্তরাজ্যে এবং সেখানে ‘ডি মন্টফোর্ট ইউনিভার্সিটি লেস্টার’ থেকে এল.এল.বি. এবং এল.এল.এম. (ইন্টারন্যাশনাল বিজনেস ল’) ডিগ্রি অর্জন করেন।

ব্রিটেনে পড়াশোনার পাশাপাশি তিনি ২০১৩ সাল থেকে লেস্টার শহরের লেবার পার্টির অংশ হয়ে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কার্যক্রমে একনিষ্ঠ ভাবে জড়িত আছেন। এছাড়াও তিনি, লেস্টার বাঙ্গালি কমিউনিটির ভিসা সংক্রান্ত জটিলতা ও সরকারি সুবিধা বঞ্চিতদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বর্তমানে স্বনামধন্য আইনি প্রতিষ্ঠান ‘দি ল’স্কয়ার’ একজন আইনি সহযোগী হিসেবে নিয়োজিত আছেন।

ড. মোহাম্মদ আলী লাল্লিং এর পৈত্রিক নিবাস কুমিল্লা আদর্শ সদর উপজেলার ৩ নম্বর দুর্গাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বলরাম পুর (উওরপাড়া) বড় বাড়ি। তিনি কুমিল্লার সুপরিচিত ঠিকাদারি প্রতিষ্ঠান আলম কনস্ট্রাকশন'র স্বত্বাধিকারী মোঃ নুরুল আলম ও জোসনা আক্তার এর একমাত্র পুত্র সন্তান। তার চার বোন রয়েছে। বড় বোন আইরিন আক্তার (রাখি) ও ছোট বোন শারমিন আক্তার (সাথী) স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেছেন এবং তার কনিষ্ঠ দুই বোন কামরুন নাহার বীথি ও সাইফুন নাহার দিথি মেডিসিন ও ফার্মাসি বিষয় নিয়ে বর্তমানে অধ্যয়ন করছেন। ডঃ মোহাম্মদ আলী লাল্লিং এর স্ত্রী জান্নাতুল ফেরদৌস একজন প্রকৌশলী (তথ্য ও প্রযুক্তি বিশেষজ্ঞ) । ব্যক্তিগত জীবনে তার রয়েছে এক পুত্র সন্তান জাকোওয়ান জাফির আলী।

ড. মোহাম্মদ আলী লাল্লিং তার গবেষণালব্ধ জ্ঞানের মাধ্যমে বাংলাদেশের গার্মেন্টস শিল্পের অগ্রগতি, গার্মেন্টস শ্রমিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতকরণ এবং গার্মেন্টস শিল্পে কর্পোরেট শিল্পগোষ্ঠীর ভূমিকা জোরদার করণে শিক্ষাগত ও চর্চাগত ক্ষেত্রে নতুন মাত্রা যোগ করতে দৃঢ় প্রত্যয়ী।

   

গড়াই নদীতে ডুবে যুবকের মৃত্যু



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুষ্টিয়া
ছবি প্রতীকী

ছবি প্রতীকী

  • Font increase
  • Font Decrease

কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে ডুবে সুমন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (৫ এপ্রিল) বিকেলে খোকসা উপজেলার গনেশপুর অংশে গড়াই নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।

মৃত সুমন কুমারখালী উপজেলার রাজাপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে।

খোকসা ফায়ার সার্ভিস স্টেশনের ফায়ারম্যান হাবিবুর রহমান জানান, সকালের দিকে গড়াই নদীতে মাছ ধরতে যান সুমন। মাছ ধরার এক পর্যায়ে নদীতে ডুবে যান তিনি। বিকেলের দিকে স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।

;

কুমিল্লার নাঙ্গলকোটে বজ্রপাতে কিশোরের মৃত্যু



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

  • Font increase
  • Font Decrease

কুমিল্লার নাঙ্গলকোটে ফুটবল খেলার সময় বজ্রপাতে সাফায়েত হোসেন (১৯) নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় সালাউদ্দিন (২২) নামের আরেক যুবক গুরুতর আহত হন।

রোববার (৫ এপ্রিল) এই বিকেলে এই ঘটনা ঘটে। তাদের উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লাকসামের একটি ক্লিনিকে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ওই কিশোরকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার আদ্রা দক্ষিণ ইউনিয়নের আটিয়াবাড়ি দক্ষিণপাড়া স্কুল বাড়ির আবদুল আউয়ালের ছেলে সাফায়াত হোসেন এদিন বিকেলে সহপাঠীদের সাথে পার্শ্ববর্তী ঘোড়াময়দান গ্রামের একটি মাঠে ফুটবল খেলতে যায়। বিকাল ৫টার দিকে খেলা চলা অবস্থায় আকস্মিক বজ্রপাতে সাফায়েতের পুরো শরীর ঝলসে যায়। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে লাকসামের একটি ক্লিনিকে নেয়া হলে সন্ধ্যায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এছাড়া বজ্রপাতে ওই ঘোড়াময়দান গ্রামের নুরুল হকের ছেলে সালাউদ্দিন (২২) গুরুতর আহত হয়ে স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবদুল ওহাব ঘটনার এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

;

লক্ষ্মী ভাইয়েরা বাসায় যান, নিজেসহ দেশকে বাঁচান



নাহিদ রেজা, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঠাকুরগাঁও
ওসি তানভিরুল ইসলাম।

ওসি তানভিরুল ইসলাম।

  • Font increase
  • Font Decrease

আমার লক্ষ্মী ভাইয়েরা দয়া করে বাইরে ঘোরাঘুরি না করে বাসায় যান। নিজে বাঁচেন, পরিবারকে বাঁচান, দেশকে বাঁচান। সচেতন হোন।

ঠিক এসব কথা বলে করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করছেন ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম। মাঠ পর্যায়ে গিয়ে এভাবে সচেতন করায় সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।

ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের রেজাউল ইসলাম বলেন, ‘আমি ওষুধ কেনার জন্য স্থানীয় বাজারে এসেছিলাম। কিছুক্ষণ পর থানার একটি গাড়ি বাজারের সামনে এসে দাঁড়ায় এবং ওসি তানভিরুল সবাইকে বাসায় থাকার জন্য অনুরোধ করেন। এর আগে কখনো জনগণের সঙ্গে পুলিশের এমন ভালো আচরণ দেখি নাই।’

ঠাকুরগাঁও সদর উপজেলার চৌড়াস্তা মোড়ে কথা হয় জয়নাল নামে এক পথচারীর সঙ্গে। তিনি বলেন, ‘আমাদের জেলার পুলিশ সাধারণ জনগণের সঙ্গে ভালো ব্যবহার করছে। তাদের ভাই বলে বাসায় ফিরে যাওয়ার জন্য অনুরোধ করছে। ওসিসহ পুলিশের সদস্যরা নিজেদের কথা চিন্তা না করে আমাদের জন্য এ কাজটি করে যাচ্ছেন। তাদের ধন্যবাদ জানাই।’

স্থানীয় সাহাদত হোসেন নামে একজন বলেন,‘তানভিরুল ভাই একজন মানবিক পুলিশ অফিসার। তার জন্য শুভকামনা ও দোয়া রইল।’

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানভিরুল ইসলাম বার্তা২৪.কমকে বলেন, ‘করোনাভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এ ভাইরাস প্রতিরোধে আমাদের সবাইকে সচেতন হতে হবে। সরকার যেসব দিক নির্দেশনা দিয়েছে সেগুলো মেনে চলতে হবে। জনগণের সঙ্গে খারাপ ব্যবহার না করে তাদের সচেতন করা হচ্ছে। এতে কাজও হচ্ছে।’

;

ডিবি পরিচয়ে মোবাইল ছিনতাই, যুবক গ্রেফতার



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নীলফামারী
গ্রেফতার আবেদ আলী।

গ্রেফতার আবেদ আলী।

  • Font increase
  • Font Decrease

নীলফামারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক পরিচয়ে মোবাইল ছিনতাই করার অপরাধে আবেদ আলী (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (৫ এপ্রিল) বিকেলে নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আবেদ আলী সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চওড়া গ্রামের খয়রাত হোসেনের ছেলে।

জানা গেছে, শনিবার (৪ এপ্রিল) দুপুরে জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের আঙ্গারপাড়া গ্রামে মোকছেদুল ইসলামসহ কয়েক যুবক মোবাইলে ভিডিও গেম খেলছিলেন। এ সময় আবেদ আলী নিজেকে সৈয়দপুর থানার ডিবি পুলিশের উপপরিদর্শক পরিচয় দিয়ে ওই যুবকদের কাছ থেকে মোবাইলটি নিয়ে যান। পরে এ বিষয়ে মোবাইলের মালিক মোকছেদুল ইসলাম সদর থানায় অভিযোগ করেন।

এরপর রোববার ভোরে আবেদ আলীর বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ওই সময় তার কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি খেলনা পিস্তল ও ওয়্যারলেস সেট, একাধিক মোবাইল সিম এবং দুটি পরিচয়পত্র জব্দ করে পুলিশ।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডিবি পুলিশের ভুয়া পরিচয়ে মোবাইল ছিনতাই করার সত্যতা স্বীকার করেছেন আবেদ আলী। এ ঘটনায় মামলা দায়ের করার পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

;