টেকনাফে সাড়ে ৫ হাজার পিস ইয়াবাসহ কিশোরী আটক
কক্সবাজারের টেকনাফে সাড়ে ৫ হাজার পিস ইয়াবাসহ মোছাম্মদ সুফাইয়া আক্তার (১৬) নামে এক কিশোরী মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে টেকনাফের হোয়াইক্যং বিজিবি চেকপোস্টে যাত্রীবাহী পালকি পরিবহন থেকে ইয়াবাসহ ওই কিশোরীকে আটক করা হয়। আটক মাদক পাচারকারী টেকনাফের হ্নীলা ইউনিয়নের ফুলের ডেইল এলাকার আব্দুস সালামের মেয়ে।
মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটলিয়ান অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ সব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার রাতে হোয়াইক্যং চেকপোস্টে বিজিবির একটি দল হ্নীলা হতে কক্সবাজারগামী স্পেশাল সার্ভিস বাস (পালকি পরিবহন) চেকপোস্টে থামিয়ে তল্লাশি করে ৫ হাজার ৫৫৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুফাইয়া আক্তারকে আটক করা হয়। পরে তাকে ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।
তিনি আরও বলেন, ইদানীং ইয়াবা কারবারিরা বড় অংকের টাকার লোভ দেখিয়ে শিশু এবং কিশোর-কিশোরীদের মাদক পাচারে ব্যবহার করছে। এ বিষয়ে সমাজের সর্বস্তরের জনগণকে সজাগ থাকতে হবে এবং জনসচেতনতা বৃদ্ধি করার আহবান জানিয়েছেন।