নব্য জেএমবির শায়লা শারমিনসহ ৩ জনের বিরুদ্ধে মামলা
আশুলিয়ায় জঙ্গি আস্তানা থেকে আটক নব্য জেএমবি’র আইটি প্রধান তানভীর হাসানের স্ত্রী শায়লা শারমিনসহ তিন জনের নাম উল্লেখ করে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ হোসেন বাদি হয়ে সন্ত্রাস দমন আইনে মামলাটি করেন।
আসামিরা হলেন- নব্য জেএমবির আইটি প্রধান তানভীর হাসান, তার স্ত্রী শায়লা শারমিন ও তাদের সহযোগী জাকারিয়া জামিলকে। এদের মধ্যে তানভীর হাসান ও জাকারিয়া জামিল পলাতক রয়েছেন।
এর আগে সোমবার (১৩ জানুয়ারি) সন্ধ্যায় আশুলিয়ার গকুলনগর বাজার সংলগ্ন সৌদি প্রবাসী আক্তার হোসেনের ভাড়া বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান চালায় ঢাকা জেলা পুলিশ। পরে সেখান থেকে আটক করা হয় নব্য জেএমবির আইটি প্রধান তানভীর হাসানের স্ত্রী শায়লা শারমিনকে।
শায়লা শারমিন গাজীপুর সদর থানা এলাকার বহরীয়াচালা গ্রামের দুলাল আহম্মেদের মেয়ে। তিনি এইচএসসি পাশ করেছেন। তার স্বামী তানভীর হাসান রাজধানীর বনশ্রী এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটি বিভাগের নিয়মিত ছাত্র। সে ওই ভাড়া বাসায় থেকে জঙ্গি কর্মকাণ্ড পরিচালনা করতেন বলে জানিয়েছে পুলিশ।