৭৪ গন্তব্যে বিস্তৃত হচ্ছে এমিরেটসের নেটওয়ার্ক

  • নিউজ ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এমিরেটস এয়ারলাইন বার্মিংহামে ১ সেপ্টেম্বর, সিবুতে ২০ আগস্ট এবং হিউস্টনে ২৩ আগস্ট থেকে পুনরায় ফ্লাইট শুরু করছে। ফলে এয়ারলাইনটির নেটওয়ার্কে মোট গন্তব্যের সংখ্যা হবে ৭৪টি, যার মধ্যে ৬টিই যুক্তরাষ্ট্রে।

দুবাই–বার্মিংহাম রুটে সপ্তাহে ৪টি, দুবাই-সিবু রুটে সপ্তাহে ২টি ফ্লাইট চলাচল করবে। অন্যদিকে দুবাই ও হিউস্টনের মধ্যে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালিত হবে। এমিরেটস বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক জেএফকে, ওয়াশিংটন ডিসি, বোস্টন, শিকাগো ও লস এঞ্জেলেসে ফ্লাইট পরিচালনা করছে।

বিজ্ঞাপন

দুবাই উন্মুক্ত হবার ফলে আগ্রহীরা ব্যাবসায়িক, পর্যটন বা অন্যান্য প্রয়োজনে এখন শহরটিতে ভ্রমণ করতে পারেন। দুবাই আগমনকারী বা দুবাইয়ে ট্রানজিটকারী সব যাত্রীর জন্য কোভিড-১৯ নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক।

আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এমিরেটসে ভ্রমণকারী কোন যাত্রীর কোভিড-১৯ শনাক্ত হলে এয়ারলাইনের পক্ষ থেকে চিকিৎসার ব্যয় বহন করা হবে।

বিজ্ঞাপন