‘যেখানে কম দামে পাব, সেখান থেকে ভ্যাকসিন আনব’

  করোনা টিকা
  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

‘যেখানে কম দামে করোনার ভ্যাকসিন পাব, সেখান থেকেই আমরা আনব’ বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, ভারত আমাদের কাছে ভ্যাকসিনের দাম বেশি নিচ্ছে বলে মিডিয়াতে লেখালেখি হচ্ছে। যে দেশ কম দামে দেবে আমরা সেই দেশ থেকেই আনার চেষ্টা করব।

বিজ্ঞাপন

বুধবার (১৩ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী।

‘ভারতের কাছ থেকে বাংলাদেশ ৪৭ শতাংশ বেশি দামে ভ্যাকসিন কিনছে’-এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। ভারত যদি তৈরি করে তাহলে তাদের উৎপাদন খরচ তো কম হবেই। তারা যখন বিক্রি করবে তখন খরচের সঙ্গে লাভ যোগ করবে। এতে দাম বাড়তে পারে। তবে আমরা যে দেশে কম দামে পাব, সেই দেশ থেকেই আনার চেষ্টা করব।’

বিজ্ঞাপন

আ হ ম মুস্তফা কামাল বলেন, ভ্যাকসিন আনা কঠিন কাজ নয়। ভ্যাকসিন দেওয়াটা কঠিন কাজ। সবাইকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা খুব জটিল কাজ। ১৭ কোটি মানুষকে একদিনে এটি দেওয়া যাবে না। ধাপে ধাপে এ ভ্যাকসিন প্রয়োগ করা হবে। পর্যায়ক্রমে সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা হবে।