চট্টগ্রামে সাউথইস্ট ব্যাংকের আন্দরকিল্লা উপশাখার উদ্বোধন

চট্টগ্রামে সাউথইস্ট ব্যাংকের আন্দরকিল্লা উপশাখার উদ্বোধন
চট্টগ্রামের আন্দরকিল্লায় (লাল দীঘির উত্তর পাড়) সাউথইস্ট ব্যাংকের উপশাখার উদ্বোধন করা হয়েছে। সাউথইস্ট ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার উদ্দীনের উপস্থিতিতে দৈনিক পূর্বকোণের চেয়ারম্যান ও প্রকাশক জসিম উদ্দিন চৌধুরী উপশাখাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) সাউথইস্ট ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে, লুব রেফ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউসুফ, চিলড্রেন প্রেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লুৎফুজ্জামান শামীম, আন্দরকিল্লা ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর জহর লাল হাজারী, বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি, চট্টগ্রামের প্রেসিডেন্ট সমীর কে সিকদার, গ্রাহকবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী, শিক্ষাবিদ, ব্যাংকের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।